![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষ।
স্বপ্ন
.
রাত্রি (নার্সারি) স্কুল থেকে ফিরলে সর্বপ্রথম ওর বইখাতা চেক করি তারপর টিফিন বক্সে। টিফিন বক্স চেক করে দেখলাম রাত্রি টিফিন খায়নি।
.
> এটা কি?
~ টিফিন বক্স। (খেলছে)
> তা আমিও জানি।
~ তাহলে জিজ্ঞেস করলে কেন?
মেয়ে এত পাকনা হয়েছে যে ওর সাথে আমিও কথায় পারি না। :'(
.
> তুমি আজকেও নাস্তা করনি কেন? (আমি)
~ (খেলায় ব্যস্ত) (রাত্রি) :-*
> আমি কিছু জিজ্ঞেস করেছি।
~ তুমি এত বোকা কেন? এটাও বুঝ না যে খিদে ছিল না তাই খাইনি। খিদে থাকলে কি আর রেখে দিতাম? বোকার মত প্রশ্ন কর কেন?
পাশে বসে থাকা রাত্রির মামা রাফি হাসি দিল। আমি অগ্নি দৃষ্টিতে তাকানোর কারণে হাসিকে কাশিতে রূপান্তরিত করে ফেলল।
.
> আগামীকাল থেকে যদি নাস্তা সম্পূর্ণ না শেষ করিস তবে তোর একদিন কি আমার একদিন। (রাত্রিকে বললাম)
~ আচ্ছা। (খেলায় ব্যস্ত)
.
দুদিন ধরে রাত্রির টিফিন বক্স খালি পাচ্ছি। যাক সেদিন বকা দেয়ার পর থেকে নাস্তা নিয়মিত খাচ্ছে। এভাবেই বকতে হবে নয়তো খাওয়া দাওয়া করবে না।
.
= আমাকে তোমার বান্ধবী সব বলেছে। (রাফি)
রাত্রি রাফির মুখ চেপে কানে কানে জিজ্ঞেস করল, কি বলেছে?
= এটাই যে নাস্তা তুমি একা খাওনা সবাইকে দাও।
~ দেখ মামা আম্মু বলেছে নাস্তা শেষ করতে। তো আমি নাস্তা শেষ করি। আম্মু কিন্তু এটা বলেনি যে আমাকেই শেষ করতে হবে।
= তোর অনেক বুদ্ধি তাই না?
~ শুকরিয়া। বাট আম্মুকে এই সিক্রেট কথাটা বলবা না।
(আড়াল থেকে সব শুনেছি)
> দাড়া দুষ্টু বুড়ি আজ তোর একদিন কি আমার একদিন।
~ মামা মামা বাচাও।
(স্বপ্ন শেষ।)
.
ভালই হয়েছে। কারণ রাত্রির গায়ে হাত তুলতে পারব না। হোক সেটা স্বপ্ন বা ভবিষ্যৎ।
.
লিখাঃ Nishi Chowdhuri (রাত্রির আম্মু)
০৫ ই মে, ২০১৭ সকাল ৮:২২
Nishi Chowdhuri বলেছেন: শুকরিয়া।
©somewhere in net ltd.
১|
৩০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪২
মোস্তফা সোহেল বলেছেন: মিষ্টি গল্প। ভাল লাগল। বাচ্চদের গায়ে হাত না তোলায় ভাল।