![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষ।
স্ট্যাটাসের নামঃ পরিবর্তন
.
২০১৬ সালে, পিচকুদের স্কুলে ক্রীড়াপ্রতিযোগিতা অনুষ্ঠানে এসেছিলাম। ছাত্রছাত্রীরা সবাই সারিবদ্ধভাবে দাড়িয়ে ছিল। অভিভাবক মন্ডলী চেয়ারে বসে ছিল। অনুষ্ঠানের শুরুতে কোরআন পাঠ, তারপর পি.টি, তারপর জাতীয় সঙ্গীত। যখন জাতীয় সঙ্গীত শুরু হয়েছিল তখন আমার পাশে থাকা এক ভাইয়া দাড়িয়ে গিয়েছিল। তাকে দেখে আমিও দাড়িয়েছিলাম। আশেপাশের বেশ কিছু লোকজন দাড়িয়েছিল। কিন্তু সবাই নয়। অনেকেই অদ্ভুত ভাবে তাকিয়েছিল সেই ভাইয়াটার দিকে। ঐ যে কিছু প্রবাদের অপব্যবহার, "অতি ভক্তি চোরের লক্ষণ।" ভাইয়াটা ওসব কেয়ার করেনি। লোকজনের অদ্ভুত তাকানোর কারণে আমি কিছুটা লজ্জায় পরেছিলাম। কিন্তু ভাইয়াটা একটুও বিব্রতবোধ করেনি। বরং তার দাড়ানোর মাঝে একটা গর্বের ভাব দেখেছিলাম। পরে শুনেছিলাম ভাইয়াটা এই ব্যাপার অর্থ্যাৎ জাতীয় সঙ্গীতের সময় দাড়ানোর বিষয়টা নিয়ে স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলেছিল।
.
আজ, ২০১৭ সাল।
পিচকুদের স্কুলে ক্রীড়াপ্রতিযোগিতা অনুষ্ঠানে এসেছি। প্রথমে কোরআন পাঠ হল, তারপর পি.টি, তারপর জাতীয় সঙ্গীত। যখন জাতীয় সঙ্গীত শুরু হল তখন স্কুল কর্তৃপক্ষ থেকে সকলকে দাড়ানোর জন্য বলা হল। আজ সবাই দাড়ালো। মনে পড়ে গেল সেই ভাইয়াটার কথা। আজ তাকে কোথাও দেখলাম না। কিন্তু তিনি ছিলেন। কোথায় জানেন? জাতীয় সঙ্গীতের সময় দাড়ানো প্রতিটি মানুষের মাঝেই আজ তার ছায়া ছিল। প্রতিটি মানুষের মাঝেই আজ তিনি ছিলেন। এই পরিবর্তনটা তো তিনিই এনেছেন।
.
হাজারো সালাম সেই নাম না জানা ভাইয়াটার প্রতি যিনি এই পরিবর্তনটা এনেছেন। তিনি শুধু সেদিন নিজে দাড়িয়েই শান্ত হননি। তিনি ব্যাপারটা নিয়ে স্কুল কর্তৃপক্ষের সাথে আলোচানাও করেছিলেন। তাই তো আজ এই পরিবর্তন হল। তিনি যদি ভাবতেন নিজের চর্কায় তেল দেই / নিজে পরিষ্কার থাকি তবে আজ এই পরিবর্তন হতো না। শুধু নিজের চিন্তা করলেই হবে না। সাধ্যমত সবার চিন্তাই করতে হবে। আজ আমরা কিছু প্রবাদের অপব্যবহার করে অন্যকেও দমিয়ে দেই। যদি কেউ ভাল কিছু বলে তবে তাকে উল্টা শুনিয়ে দেই, "নিজের চর্কায় তেল দেন / অতি ভক্তি চোরের লক্ষণ।"
.
পরিবর্তন এমনি এমনি হবে না। পরিবর্তন নিজে নিজে আসবে না। এইভাবেই পরিবর্তন আনতে হবে। আমাদেরকেই এই পরিবর্তন আনতে হবে। এই পরিবর্তন আনার সময় আপনি অনেক বাধাবিপত্তির সম্মুখীন হবেন। যদি থেমে যান তো হেরে গেছেন। আর যদি চালিয়ে যান তবে একদিন না হয় একদিন সাফল্য আসবেই। হয়তো সেই সাফল্য আপনি দেখতে পাবেন না। যেমনটা আজ সেই ভাইয়াটা এই পরিবর্তন দেখেছে কিনা জানি না। তবে আমি তাকে কোথাও দেখিনি। অনেক খুঁজেছিলাম। তবুও দেখিনি। হয়তো তিনি জানেন না আজ তাকে কেউ খুঁজেছিল।
.
#অগণিত_সম্মান_সেই_ভাইয়াটার_প্রতি।
.
ডেডিকেটেড টু - অজানা সেই ভাইয়াকে।
.
লেখাঃ নিশি চৌধুরী (রাত্রির আম্মু)
©somewhere in net ltd.