![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষ।
স্ট্যাটাসের নামঃ কিছু কথোপকথন।
.
- দোস্ত তুই বড় হয়ে কি হবি?
~ তা তো জানি না। তবে কোনো প্রকার সামরিক বাহিনীতে যোগ দিব না।
- কেন? :-o
~ কেন আবার! অন ডিউটিতে যদি জীবনও যায় তবুও আমাদের নাগরিকরা বলবে এটা নিশ্চয়ই কোনো নাটক।
- কি বলব বুঝতেছি না!
~ সিলেটে অপারেশন টোয়াইলাইটে আমার পাশের বাসার এক বীর সন্তান শহীদ হয়েছেন। আমি দেখতে গিয়েছিলাম। তার পরিবারের সবাই কান্নায় ভেংগে পরেছিল। কিন্তু তাঁর বাবা কান্না করেনি। তা দেখে আমি জিজ্ঞাস করায় তিনি বললেন আমি কেন কান্না করব! আমার ছেলে তো দেশের জন্য শহীদ হয়েছে। এটা আমার গৌরব। আমি আজীবন বলতে পারব এই দেশের জন্য আমার ছেলেও জীবন দিয়েছে। আমি তার চোখে এক অদ্ভুত এক গৌরব দেখতে পেলাম।
.
- তারপর কি হল?
~ তার কিছুক্ষণ পর সেই বীর সন্তানের বাবাকে আড়ালে কান্না করতে দেখে আমি জিজ্ঞাস করায় তিনি বললেন, "আমার ছেলে দেশের জন্য জীবন দিয়েছে। কিন্তু দেশের লোকজনই এটাকে নাটক বলছে। এটা শুনে আমার বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। কাদের জন্য জীবন দিল আমার ছেলেটা? কাদের জন্য লড়াই করল? আমি মাথা নিচু করে প্রস্থান করলাম এবং মনে মনে সিদ্ধান্ত নিলাম বড় হয়ে আর যাই হই না কেন সামরিক বাহিনীতে যোগ দিব না।
.
- আমিও নির্বাক রে। :-(
~ কিছু অপ্রীতিকর ঘটনার জন্য আজ আমাদের সামরিক বাহিনী জীবন দিয়েও যথার্থ মূল্য পাচ্ছে না।
- আমরা নেগেটিভ জিনিসটা আজীবনই মনে রাখি কিন্তু পজিটিভটা মনে রাখি না।
~ হুম। দোয়া করি সে সকল শহীদদের জন্য যারা দেশের জন্য জীবন দিয়েছেন। ইনশাআল্লাহ তাঁরা পরকালে যথার্থ মূল্যই পাবে।
- হুম। ঠিক। আল্লাহ ন্যায়বিচারক।
~ চল বাসাই যাই। আযান দিচ্ছে নামাজ পড়ব।
- হুম চল। সেই সাথে দোয়াও করব।
(সমাপ্তি)
.
লেখাঃ নিশি চৌধুরী (রাত্রির আম্মু)
©somewhere in net ltd.