নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিনোদন ও জাগরণের চেষ্টা। হরর, থ্রিলার, রম্য এই জাতীয় কিছু লেখার চেষ্টায় আছি। (০২/০২/১৭)

Nishi Chowdhuri

আমি মানুষ।

Nishi Chowdhuri › বিস্তারিত পোস্টঃ

অনুগল্পঃ অতীতের বিস্ফোরণ।

৩০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪৭

গল্পের নামঃ অতীতের বিস্ফোরণ। (অনুগল্প)
.
লেখাঃ Nishi Chowdhuri (রাত্রির আম্মু)
.
~ সাইফুর তুই রেডি হয়েছিস?
- জ্বি বাবা। I'm ready.
.
আজ সাইফুরের জন্য মেয়ে দেখতে যাচ্ছে জনাব সোহেল। কথাবার্তা আগ থেকেই ফাইনাল। এখন শুধুমাত্র আনুষ্ঠানিকতার মাধ্যমে আংটি পরিয়ে দিয়ে আসবে। ছবিতে দেখে মেয়ে খুব পছন্দ হয়েছে সাইফুরের।
.
অতঃপর মেয়েদের বাসায়। ছেলে মেয়ে দুজন পরিচিতি হয়ে নিয়েছে। আত্মীয়স্বজনেরাও একে অন্যের সাথে পরিচিতি হয়ে নিয়েছে। পরিচয় পর্ব শেষে আংটি পরানোর প্রস্তুতি নেয়া হচ্ছে।
.
মেয়ের মা ও কাকী এতক্ষণ পর্দার আড়ালেই ছিল। কিন্তু মেয়েকে আংটি পরার পর্বে তাদেরকে ডাকা হল। মেয়ের মা এতক্ষণ খুব ব্যস্ত ছিল। নাস্তা পানি বানানোর জন্য। ডাক শুনে এলো। মেয়ের হাতে আংটি পরানো হবে। এটা প্রতিটি মায়ের জন্যই আনন্দ ও বেদনার বিষয়। আনন্দ এই যে নিজেদের ফরজ কাজটা সম্পন্ন করতে পেরেছে। বেদনা এই যে প্রাণের টুকরোটা কিছুদিন পর অন্যের ঘরে চলে যাবে।
.
মেয়ের মা সামনে রুমে এলো। সাথে সাথেই ঘটল অঘটন। মেয়ের মা ও ছেলের বাবা একে অপরকে দেখে চোখ কপালে উঠে গেল। কারণ তারা প্রাক্তন লাভার। অনেকক্ষণ ভাবনাচিন্তার পর মেয়ের মা মেয়ের বাবাকে অর্থ্যাৎ তার স্বামীকে ভেতর রুমে আসার ইশারা দিলো।
.
অতঃপর বিয়েটা ভেংগে গেল। মেয়েটি ও ছেলেটি একে অপরকে নিয়ে স্বপ্ন দেখা শুরুই করেছিল কিন্তু তা বাস্তব হতে হতে স্বপ্নটা ভেংগে গেল। মেয়ে মানুষ তাই মুখ ফুটে কিছু বলতে পারে না। যা কষ্ট সব ভেতরেই রাখে। কিন্তু মা বাবার চোখ মেয়ের চোখের ভাষা পড়তে পারে। আজ মা নিজেকে দুনিয়ার সবচেয়ে বড় অপরাধী ভাবছে।
.
অন্যদিকে ছেলের বাবারও একই অবস্থা। ছেলের সাজানো স্বপ্নটা তারই অতীতের ধাক্কায় ভেংগে গেল। ছেলের চোখের সাথে চোখ মিলাতে পারছেন না তিনি। অপরাধবোধ কাজ করছে তার অন্তরে। বাবা মা স্বপ্ন ভাঙ্গার কষ্ট বুঝে।
.
History repeat itself. :-)
ইতিহাস পূনরাবৃত্তি হয়। :-)
.
লেখাঃ Nishi Chowdhuri (রাত্রির আম্মু)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.