নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তিমির রাত্রিতে নিঃসঙ্গ পথিক

নিশি মানব

রাতের আধারে ঘুরে বেড়াই নিরবে নিভৃতে

নিশি মানব › বিস্তারিত পোস্টঃ

প্রতিদিনের এইকদিনঃসাভারের কান্না।

২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:০৬

তগবগে তরুন আমি।শিরায় শিরায় উদ্বেলিত তারুণ্যের রক্ত।প্রাপ্ত বয়স্ক পুরুষ হলেও মেয়েদের মত কেদে দি ই।মেয়েতো না।যেন একটা দুধের বাচ্চা।আজকালাল মেয়েরাতো সামান্যতেই কাদেনা।তারা এখন সুদৃড মনোবলের অধিকারিনী।সহজে ভেংে পরেনা।আমি কেদে দি ই অবুঝ বাচ্চাদের মত।ভেউ ভেউ করে।



বাচ্চারাতো কাদার সময় সংে কাউকে না কাউকে পায় ই।জাকে জড়িয়ে সে কাদে।ভেউ ভেউ করে।কখনো হু হু করে।আমি কাদার সময় সম্মুখে কাউকে পাইনা।জাকে জড়িয়ে কাদ্বো।সে আমাকে খানিকটা সান্তনা দেবে।পরম মমতায় মাথায় হাত বুলিয়ে দেবে।

আমার কান্না কেউ দেখে ফেলবে এই লজ্জায় কারোর সামনে কাদিনা।কাদতে পারিনা।কান্না আসলে বাতি নিভিয়ে ফ্যান ফুল স্পীডে ছেড়ে গাধার তলায় কাদি।কিংবা বাথ্রোমের দরজা বন্ধ করে অনেস্কন কাদি।



৭১ দেখার সুযোগ হয়্নি।দেখিনি ৫২ এর ভাষার আন্দলন।৯০েতে ছিলাম দুধের শিশু।৮৮ বা ৯৮ এর বন্যার পরিহ্সিতিটা বঝার বয়স তখন হয় নাই।বরদের মুখ থেকে শুনে জততুকু জানতাম,আমাদের দেশের লাখো লাখো মানুশ পানিতে বন্দি।তাদের ঘর-বারি,জমি-ফসল সব কিছু পানির নীচে তলিয়ে গেছে।তখন তাদের সে কষ্টটা আমার আবেগটাকে তেমনভাবে ছুয়ে যেতে পারেনি।পারেনি কচি মনটাকে স্পর্শ করতে।

ডেশের দুই দুইবার পর্হ্সিতি আমার হৃদয়্টেকে প্রচন্ড নাড়া দিয়েছিলো।সে সময় অনেক কেদেছি।অনেক.…

কাদতে কাদতে চোখের পানিয়ে শুকিয়ে গিয়েছিলো প্রায়।এক্টা পর্যায়ে অনবরত হেচকি।

১।পিলখানার ৭৫ সেনা কর্মকর্তা বিভত্ষ লাশ।

২।সাভারের রানা প্লাযার ট্রাজেডী।

কেন কেদেছিলাম তাদের জন্য?জানিনা।কি লাভ হয়েছে কেদে?তাও জানিনা।শুধু এতটুকু জানি এ স্ককল মানুষের কষ্টগুলো আমার সহ্য হয়্নি।বড় বড় সামর্থবান মানুশের নির্বিকার মনোভাব আমার মনটা মেনে নিতে পারে নাই।আর দায়িত্বরত কর্মকর্তাদের হাস্যকর কথা শুনে তাদেরকে কিছু বলতে না পারার বেদনায় কেদে দিয়েছি।জানি কেদে লাভ নাই।আমার এ আবেগ আমার এ ক্ষপের কোন মুল্য নাই।আমি একবার কাদবো।সেটা দেখে মানবাধিকার নেতারা দেখে না দেখার ভান কর্বে।লজ্জায় ক্ষভে,দুঃখে আমি চখের জল মুছে নিব।চুপচাপ থাকবো কটাদিন।তার কটাদিন পর আবার ঘটে যাবে দেশের কোন প্রান্তে কোন লোম্হর্ষকর ট্রাজেডী।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.