![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সে যে দেখতে সুন্দরনা। এটা তার অপরাধনা। অপরাধটা হচ্ছে তুই মিথ্যা বলতে পারছনা।
মেয়েটার মধ্যে তেমন কিছু নেই। সহজ সরল সাধারণ একটা মেয়ে। বাঙ্গালী মেয়েরা যেমন হয়, তেমন একটা মেয়ে সে। কোন গুন নেই, সৌন্দর্য নেই এরকম একটা মেয়ের সাথে আমার সম্পর্ক হবে এটা কেউ বিশ্বাস করতে চাইলোনা। বিশ্বাস করতে না চাইলেও কেউ আবার অবাকও হয়নি। কারন যারা আমাকে চেনে, তারা সবাই জানে আমি এমনই। সব সময় স্রোতের বিপরীতে দাড়াই। সবাই শুধু চেয়েছিল, আমি যেমন মেয়েটা ঠিক তেমনই হতে হবে।
কোন কিছু না থাকলেও মেয়েটার মধ্যে দুটো জিনিস আছে। যেটা আমাকে মুগ্ধ করেছে। সে গুরুজনের সেবা করে। তাদের ভক্তি করে। এরকম একটা মেয়ে আমার দরকার। সারা বছর বাবা-মাকে জ্বালিয়েছি। তারা আমার উপর রুস্ট। এখন এরকম একটা মেয়ে ঘরে এনে সে জ্বালাটা প্রায়চিস্ট করে নেবো। আরেকটা হচ্ছে তার দুটি চোখ। গোলগাল টানটান দুটি চোখ। ভয়ানক আকর্ষণ রয়েছে চোখ দুটিতে। দেখে মনে হয়, হাজারো স্বপ্ন ভরা। মায়ায় গড়া। একবার যে কেউ সেই চোখের দিকে তাকাবে। সেই মায়ার রাজ্যে হারিয়ে যাবে। শত চেস্টা করে সে চুম্বকীয় আকর্ষণ থেকে নিজেকে ফেরাতে পারবেনা। এরকম গভীর আকর্ষণ মায়ার সাগরে আমি হারিয়ে যেতে চাই। দিনভর কাজের শেষে যখন ঘরে ফিরবো। তখন তার চোখ দুটির দিকে তাকিয়ে থাকবো। এভাবেই পার করে দেবো প্রতিটি রাত। ভাললাগা মুহূর্ত। রোমান্টিক সময়। সমুদ্রের মাঝে দাঁড়িয়ে কেউ যেমন পুরো সমুদ্রের সৌন্দর্য অবলোকন করে শেষ করতে পারেনা। উল্টে এর সৌন্দর্যের মাঝে হারিয়ে যায়। তেমনি আমি হারিয়ে যাবো।
“আচ্ছা এতোই যখন স্বপ্ন তোমার। তাহলে তার মাঝে হারিয়ে না গিয়ে তাকে চিরতরে হারিয়ে ফেললে কেন?”
সেটা আরেক কাহিনী। কোন এক ভালবাসার দিনে সে অনেক সেজেগুজে এসেছিলো। সাধারণত সে তেমন সাজেনা। কিন্তু ঐদিন অনেক সাজগোছ করেছিলো। এসেই আমাকে জিজ্ঞাসা করলো, কেমন দেখাচ্ছে আমাকে? সত্যি কথা বলতে কি, ওইদিন তার সাজটা আমার কাছে ভাল লাগেনি। কেমন যেন দেখাচ্ছিল তাকে। বুকের কথা বুকের মধ্যে না রেখে মুখে প্রকাশ করে দিলাম। সত্যি কথাটাই বললাম তাকে। ব্যাস হয়ে গেলো চুড়ান্ত দফারফা। ভালবাসার দিনে মানুষের ভালবাসা শুরু হয়, আর আমার হয়ে গেলো শেষ। কাংখিত ভালবাসা না পেয়ে সে হনহন করে চলে গেলো। সেইযে গেলো, আর আসেনি। আমারও আর তার মাঝে হারিয়ে যাওয়া হয়নি।
রুনুর চলে যাওয়ার গল্প শুনে রানু একবার নড়েচড়ে বসলো। এবার চেপে জিজ্ঞাসা করলো, “আচ্ছা বলতো! আমাকে কেমন দেখাচ্ছে?” এবার আমি পড়ে গেলাম মহা ফাপড়ে। এক রুনুকে হারিয়ে ফেলেছি। এবার এই রানুকেও কি হারাতে হবে? তাকেওতো ভাল দেখাচ্ছেনা। সৌন্দর্য দিয়ে বাছ বিচার করলে রানুর চেয়ে রুনুই এগিয়ে থাকবে।
আমার উত্তরের জন্য রানু আর অপেক্ষা করলোনা। ঝড়ের বেগে চলে গেলো সে। যাবার সময় কাচ্চির বাটিটাও নিয়ে গেলো। উত্তরের বিলম্ব দেখে রানু আর অপেক্ষা করেনি। যা বুঝার বুঝে নিলো। সৌন্দর্যের প্রশংসা করতে কেউ কখনো দেরী করেনা।
আমি দেরী করেছিলাম। কিন্তু সে চলে যেতে দেরী করেনি। আমিও আর তাকে যেতে বাধা দেইনি।
দুর থেকে তার যাওয়াটা দেখে দীর্ঘশ্বাস ফেলে নিজেকে বললাম, তারা যে দেখতে সুন্দরী না। এটা তাদের দোষনা। দোষতা হচ্ছে তোর, কারন তুই মিথ্যা বলতে জানিছনা।
০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১০:১২
নিশি মানব বলেছেন: সাহস হয় নাই কারন সে কখনো আপনাকে জিজ্ঞাসা করে নাই। কখনো করলে তাকে বলে দিয়েনও তুমি দেখতে সুন্দরনা।
না এটা জাস্ট একটা গল্প। বাস্তব কাহিনীনা। কেমন হয়েছে গল্পটা?
২| ০৩ রা আগস্ট, ২০১৪ সকাল ১০:২৫
আর্টিফিসিয়াল বলেছেন: সবই তো ঠিক ছিল, শুধু শেষে এসে ঝামেলা হল।
০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৩৩
নিশি মানব বলেছেন: হু। মেয়েটা হন হন করে চলে গেলো।
৩| ৩০ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫
মারুফজয় বলেছেন: ভাল লাগল, :-) চলতে থাকুক :-) আপনার জন্য শুভকামনা রইল
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২২
নিশি মানব বলেছেন: আপনার জন্য রইলো শুভ কামনা...
৪| ১৯ শে জুন, ২০১৮ বিকাল ৫:৩১
পদাতিক চৌধুরি বলেছেন: রানুর চলে যাওয়াটা আমারও মনটা কেমন হয়ে গেল। সত্যিইতো উপরওয়ালা যাদের যেভাবে গড়েন তার উপরতো আমাদের হাত নেই। সেখানে আমাদের মুখের সামান্য প্রশস্তি যদি রানুদের একটু স্বস্তি দেয় তাহলে ক্ষতি কি?
অনেক শুভ কামনা রইল।
২৪ শে জুন, ২০১৮ রাত ২:০০
নিশি মানব বলেছেন: অপশ্যই।
আমার উচিৎ ছিলো তার মনের কথাটা বলা। কিন্তু হয়নি।
কারন কপটতা আমার মধ্যেই নেই। সোজাসুজি বলার অভ্যাস।
আর এর মানে এই নয়যে, তার প্রতি ভাল লাগা বা ভালবাসা কাজ করেনা।
৫| ০১ লা জুলাই, ২০১৮ রাত ৯:৫১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আহা জীবন।
০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৪
নিশি মানব বলেছেন: আহারে জীবন...
©somewhere in net ltd.
১|
০৩ রা আগস্ট, ২০১৪ সকাল ৮:৪৬
গাধা গরু বলেছেন: আপনার ডায়ালগটা সুন্দর ছিল -------
সে যে দেখতে সুন্দরনা। এটা তার অপরাধনা। অপরাধটা হচ্ছে তুমি মিথ্যা বলতে পারছনা।
এটা আপনার গল্প না বাস্তব কাহিনি জানি না। তবে এই ঈদ এ এক মেয়ে তার হাত কেটে আমার নাম লিখেছিল তার সাথে প্রেম করার জন্য। মুখ ফুটে একবারও বলার সাহস হয় নি --- তুমিতো দেখতে সুন্দর নও