নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাঁটাবিহীন ক্যাকটাস

নিশি পাগল

মোঃমাইদুল ইসলাম মুন্না রাজিবপুর,কুড়িগ্রাম

নিশি পাগল › বিস্তারিত পোস্টঃ

ও বোকা জনগণ

০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৬

কত রকম ,খেতাব দিয়ে লিপলেট ছরাছরি,

ভোটারের দ্বারে দ্বারে গিয়ে কতোইনা প্রতিশ্রুতি,

বিশাল মনের পরিচয় দিয়ে বলে আছি পাশে

থাকবো চিরদিন-ই,

হলে ভোটে উত্তীর্ণ

মন হয়ে যায় সংকীর্ণ,

ও বোকা জনগন কান পেতে শোনো,

এই হল আজকালকার নেতাদের বৈশিষ্ট্য



যারা প্রতিদিন ঝরায় তোমার চোখের পানি,

তাদের মুখেই ভোটের আগে শোনা যায় আশ্বাস বাণী,

আবার তোমায় দেখে যে সাহেবরা দেয় নাক ছিটকানি,

ভোটের আগে তারাই দেখো করবে সেই তোমারী সাথে কোলাকুলি,

হলে ভোটে উত্তীর্ণ

মন হয়ে যায় সংকীর্ণ,

ও বোকা জনগন কান পেতে শোনো,

এই হল আজকালকার নেতাদের বৈশিষ্ট্য



দামী গাড়ী ছাড়া যারা একটুও হাটেনি,

কাদা মাখা পথে হাটতে দেখা যায় তাদেরী,

ন্যায্য বিচারের জন্য যার দ্বারে দ্বারে ঘুরে খেয়েছো বকনি,

ভোটের আগে দেখতে পাবে তোমার ঘরে সেই তাদেরী পদধূলি,

হলে ভোটে উত্তীর্ণ

মন হয়ে যায় সংকীর্ণ,

ও বোকা জনগন কান পেতে শোনো,

এই হল আজকালকার নেতাদের বৈশিষ্ট্য ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.