![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাটি হাটি পা পা করে,
কত মাস কত বছর
গেছে পেরিয়ে,
আজ সময়ের এই ব্যাবধানে,
কমেনি তবুও হৃদয়ের এতোটুকু টান,
তাই বন্ধুরা দেখ
তোদের জন্য গাইছি এই গান।
পাঠশালা ছুটি হলে,
বই খাতা ফেলে ঘরে,
পাড়ার দিঘি জলে এক সাথে স্নান,
আবার কত কথার দ্বি-মতে,
কতই না হয়েছে অভিমান,
আজ সময়ের এই ব্যাবধানে,
কমেনি তবুও হৃদয়ের এতোটুকু টান,
তাই বন্ধুরা দেখ
তোদের জন্য গাইছি এই গান।
আবেগের তরী বেয়ে চলেছি,
মানিনি ভাটি-উজান,
কৈশরের সেই স্মৃতি আজো ভাসে ছোখে
হয়নি ম্লান,
আজ সময়ের এই ব্যাবধানে
কমেনি তবু হৃদয়ের এতোটুকু টান
তাই বন্ধুরা দেখ
তোদের জন্য গাইছি এই গান
-এম আই মুন্না
২| ১১ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:০২
পুরানপাপী (শুধু চেহারা বদল) বলেছেন: কি মিয়া কবি নাকি?
৩| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০২
নিশি পাগল বলেছেন: thanks,,,,,,,,,,,,,,,
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আজ সময়ের এই ব্যাবধানে,
কমেনি তবুও হৃদয়ের এতোটুকু টান,
তাই বন্ধুরা দেখ
তোদের জন্য গাইছি এই গান।
বেশ লাগলো পড়তে।
ব্লগে স্বাগতম। হ্যাপি ব্লগিং