![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাবনার উঠোন জুড়ে তোমারী লুকোচুরি
মনেরী তেপান্তরে তুমি যে উড়াও ঘুড়ি
ও হৃদয় আকাশের পরী
কেন দূরে দূরে থাক তুমি
কাছে এসোনা একটু ছুঁয়ে দেখি
প্রেম যমুনায় ভাসাও তরী
হৃদয়ের জানালায় যখন তখন দাও উকি
ধরতে গেলেই অদৃশ্য তুমি
ও হৃদয় আকাশের পরী
কেন দূরে দূরে থাক তুমি
কাছে এসোনা একটু ছুঁয়ে দেখি
দিনের আলোয় হও রবি
রাতের আধারে শষী
দূর থেকে তোমায় দেখে মন ভরে কি !
ও হৃদয় আকাশের পরী
কেন দূরে দূরে থাক তুমি
কাছে এসোনা একটু ছুঁয়ে দেখি
©somewhere in net ltd.