![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কালো মেঘে মনের আকাশ আমার ঢাকা
পেলোনা সেতা কখনো শুভ্রতা
সুখের সাথে আড়ি আমার
দুখের সাথে বন্ধুত্তা
আধারে মেলেনা দেখা চন্দ্র তারা
দিবসেও পাইনা খুঁজে সবিতা
ছিল যত হৃদয়ের কথা
হয়ে গেছে আজ সবই বিরহী কবিতা
সুখের সাথে আড়ি আমার
দুখের সাথে বন্ধুত্তা
যা দেখি চোখে সবই লাগে ঝাপসা
মুছে গেছে হৃদয়ের ক্যানভাসে আঁকা সুখের সপ্নটা
মুখ ফিরিয়ে নিয়েছে বুঝি ভাগ্য দেবতা
ধুলো পড়ে আছে তাই সুরেলা তানপুরা
সুখের সাথে আড়ি আমার
দুখের সাথে বন্ধুত্তা
©somewhere in net ltd.