![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের গহীন অরুন্যে হেটে দেখো
নির্বিঘ্নে হাটতে পারবে তুমি
সেখানে কোন মানুষ খেকো জানোয়ার পিছু নেবেনা,
আমার হৃদয় আকাশে ডানা মেলে দেখো
নির্ভয়ে ডানা মেলতে পারবে তুমি
কোন অশুভ মেঘ তোমার ডানা ভেজাবে না,
আমার মনের অতল সাগরে তরী ভাসিয়ে দেখো
স্বাদছন্দে ভাসতে পারবে তুমি
কোন সর্ব গ্রাসী ঢেউ তোমাকে ডুবাবেনা,
আমার মনের ক্যানভাসে স্বপ্ন একে দেখো
নির্চিন্তায় থাকতে পারবে তুমি
কোন পানিতে মুছে যাবেনা,
আমার মনের তেপান্তরে ছোটাছুটি করে দেখো
হাসি মুখে ঘুরতে পারবে তুমি
কোন বখাটে তোমার পথ আগলে দাঁড়াবে না,
আমার মনের জানালা ধরে উকি দিয়ে দেখ
নিঃশর্তে দেখতে পারবে তুমি
কোন সমাজ তোমায় বদনাম দেবে না,
আমার হৃদয় পটে ঘর বেধে দেখ
শান্তিতে বসবাস করতে পারবে তুমি
কোন ভূমি দস্যু তোমায় উচ্ছেদ করবে না,
আমার বিশ্বাস আমার আমি তে তোমার জন্য
যে পৃথিবী সাজিয়েছি
এমন টি আর কোথাও খুজে পাবে না ।
২| ১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৩
নিশি পাগল বলেছেন: ধন্যবাদ
৩| ১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৩
লাবনী আক্তার বলেছেন: আমার বিশ্বাস আমার আমি তে তোমার জন্য
যে পৃথিবী সাজিয়েছি
এমন টি আর কোথাও খুজে পাবে না ।
অসাধারন!!
১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৪
নিশি পাগল বলেছেন: ধন্যবাদ আপু .................................
©somewhere in net ltd.
১|
১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০০
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: সুন্দর!
ভালো লাগা নেবেন ...। শুভেচ্ছা