নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাঁটাবিহীন ক্যাকটাস

নিশি পাগল

মোঃমাইদুল ইসলাম মুন্না রাজিবপুর,কুড়িগ্রাম

নিশি পাগল › বিস্তারিত পোস্টঃ

আমি-ই প্রজন্ম

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:৫০

পিঠ ঠেকেছে আজ দেয়ালে

আমি বাচার জন্যেই উঠেছি তাই গর্জে

থাকতে চাইনা আর কোনঠাসা হয়ে

ঐ ফতোয়া বাজের ফতোয়াতে

আমি-ই তারুন্য,আমি-ই প্রজন্ম

আমি-ই যাবো শাহবাগে

জীর্নতার দিয়ে প্রস্থান

আমি-ই নেবো স্থান

এ লড়াই চলবে

আমি-ই তারুন্য..……আমি-ই যাবো শাহবাগে



ইতিহাস পড়েছি বায়ান্ন জেনেছি

একাত্তর বেধেছি বক্ষে

জয় বাংলা, জয় তারুন্য শ্লোগানে

ইনশাহ আল্লাহ পৌছাবোই লক্ষ্যে

আমি-ই তারুন্য..……আমি-ই যাবো শাহবাগে



যে রক্ত চক্ষু দেখে বিরঙ্গ্না মা আমার

আজো সংকুচিত হয় ভয়ে

সেই চোখ দিয়ে এখনো কেমন করে

ঐ হায়েনারা বাংলা মা কে দেখে

আমি দেখাবোই মা তোকে

তোর ছেলে জেগেছে বিবেকবোধে

আমি-ই তারুন্য,আমি-ই প্রজন্ম

আমি-ই যাবো শাহবাগে

জীর্নতার দিয়ে প্রস্থান

আমি-ই নেবো স্থান

এ লড়াই চলবে

আমি-ই তারুন্য..……আমি-ই যাবো শাহবাগে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:৫৫

জাহিন হাসান বিএসইউ বলেছেন: দারুন
:-*

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.