নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাঁটাবিহীন ক্যাকটাস

নিশি পাগল

মোঃমাইদুল ইসলাম মুন্না রাজিবপুর,কুড়িগ্রাম

নিশি পাগল › বিস্তারিত পোস্টঃ

আমিই মুক্তমনা

০৪ ঠা মার্চ, ২০১৫ দুপুর ১:১৭

আপনি নাস্তিক, ওকে ফাইন! আপনি কোন সৃষ্টিকর্তায় বিশ্বাসী নন, সেও ভাল! আপনি মুক্তমনা,তাই কোন জাতিগত ভেদাভেদ চান না, ইটস রিয়্যালি গুড! আচ্ছা! আপনি কেন তবে অন্যের পাছায় খোঁচা দেন!!! অন্যের ধর্মীয় অনুভূতিতে কেন আঘাত করেন! এতে কি আপনার মুক্তমনা ভাব প্রকাশিত হচ্ছে!!! আপনি যদি ভাল কোন কাজ করেন, সেটা দেখেই মানুষ আপনার দলে আপনা-আপনি যোগ দেবে! মুক্তমনারা কখনোই অন্যের বিশ্বাস নিয়ে ব্যাঙ্গ করেনা, করতে পারেনা!

অন্যদিকে, ধর্মালারা কেমন ধার্মিক আপনারা!!! কেন আপনাদের চলাফেরা, আচার-আচরণ দেখে একজন নাস্তিকের মনে হয়না যে, এমন জীবনধারাই গ্রহণ করা উচিত! কেমন ধর্মালা আপনি, অন্যের কথার প্রতিবাদ কথার যুক্তিতে কেন দিতে পারেন না! আপনি কেমন ধার্মিক, লুকিয়ে পিছন থেকে আক্রমণ করেন! কাউকে তার ভুলটা ধরিয়ে দেয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেন কি কখনো! যে নবীর নামে কটূক্তি করার জন্য আপনারা একজনের জীবন কেড়ে নেন, কখনো কি পেরেছেন সেই নবীর এতটুকু ধৈর্য গুণ নিজেদের ভিতর লালন করতে! প্লীজ! ইসলামকে আর নিচে নামাবেন না বিশ্ববাসীর চোখে।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৫ দুপুর ১:৩২

মানুষ ধর্ম বলেছেন: তার আগে... আপনারে একটু জিগাই ....
ধরেন একজন অন্ধ ব্যাক্তি ....তাকে প্রতিদিন একজন দুষ্ঠ লোক খাবার খাওয়া বাট সেই খাবারে সাথে মল মিশিয়ে খাওয়া.. এতে সে বিকৃত আন্দদ পায় ... অন্ধ ও না বুঝে সরল মনে খেয়ে যায় । এখন কেউ যদি ঐ অন্ধের বিশ্বাস ভাঙ্গায় সেটা কি দোষের????

ধর্ম পালন কারী রা অন্ধ ... ছাড়া আর কিছু নয় ....

খারাপ কে কি খারাপ বলা যাবে না .... অন্যায় কে কি অন্যায় বলা যাবে না ???

একটি ব্যাক্তি খারাপ তার বিষয় গুলো তুলে ধরে আনা কি অন্যায় ???


আর মুহাম্মদ বলেন আর যিশু .. কৃষ্ঞ.... বা বুদ্ধ বলেন সবাই তাদের মতবাদ প্রচার করেছে অন্য বিশ্বাস কে আঘাত করেই ... এদের সবাই ই যখন ধর্ম প্রচার করেন .. তখন কার সময়ে সবাই কিন্তু অন্য বিশ্বাসী ছিল ।

তাহলে তাদের টা অপরাধ নয় কি ????


পরিশেষে বলব সত্য প্রচার হবেই ....... ভাল করে কোরন ... হাদীস অর্থসহ নিজ মাতৃভাষায় পড়ুন .....

যে সৃষ্টিকর্তা আর রাসুল কে মানেন তারা কে কি বলল তা পুরাটা না পড়ে গুটি কয়েক আয়াত ..ও মুখে মুখে শুনা ধর্মের বানী না মুনে নিজে পড়ে দেখুন কি সত্য ... আর কতটাই গ্রহন করতে পারেন !!!!

২| ০৪ ঠা মার্চ, ২০১৫ দুপুর ১:৩৭

আরণ্যক রাখাল বলেছেন: মানুষ ধর্ম এর সাথে পুরোপুরি একমত| যখন ধার্মিকেরা অবিশ্বাসীদের শাস্তি কি হবে তা বয়ান করে তখন কি নাস্তিকদের অনুভুতিতে আঘাত লাগে না? কই তারা তো এর প্রতিবাদ করেন না? ধার্মিকদের এত গা জ্বলে কেন?

৩| ০৪ ঠা মার্চ, ২০১৫ দুপুর ১:৫০

মানুষ ধর্ম বলেছেন: ১.
Whenever I long for paradise, I kiss the throat of Fatimah.
[Fadhael-Al-Khamsah Vol. 03 pg. 127]
২.
It was narrated that [ Imam ] Ja`far Ibn Muhamad p.b.u.h said : The prophet Muhammad p.b.u.h used to put his face between the breasts of [ his daughter ] Fatima before going to sleep"
[Bihaar al-Anwar, Vol. 43, p. 78]
৩.
Dhakhear al-Uqbi, ‘Aisha said:
"Once the Messenger of Allah kissed Fatima's throat, so I said, ‘Messenger of Allah! You have done something which you have not done before!’ The Prophet answered, ‘Aisha, whenever I long for Paradise, I kiss Fatima's throat.’"
[Musnad Ahmad Vol.02, pg.293]
৪.
Ibn Abbas said : ' Aisha entered the house while the Messenegr of Allah was kissing Fatima (s.a.), so she said: ' Do you love her, O Messenger of Allah? 'He replied : ' Indeed, by Allah if you knew the extent of my love for her, your love would increase for her. When I was in the forth heaven ... that I found these dates softer than butter, more pleasent than musk and sweeter than honey. So when I descended to earth, I came unto Khadija and she bore Fatima. Thus Fatima is a human huri, whenever I long for paradise I smell her.
[Lisan Al Mizan Volume 03 page 346]

৪| ০৪ ঠা মার্চ, ২০১৫ দুপুর ১:৫২

মানুষ ধর্ম বলেছেন: ফারওয়া ইব্ন আবূ মাগরা(র) .... আয়শা(রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)যখন আমাকে বিবাহ করেন, তখন আমার বয়স ছিল ছয় বছর। তারপর আমরা মদীনায় এলাম এবং বনু হারিস গোত্রে অবস্থান করলাম। সেখানে আমি জ্বরে আক্রান্ত হলাম। এতে আমার চুল পড়ে গেল। (সুস্থ হওয়ার) পরে যখন আমার মাথার চুল জমে উঠল। সে সময় আমি একদিন আমার বান্ধবীদের সাথে দলনায় খেলা করছিলাম। তখন আমার মাতা উম্মে রূমান আমাকে উচ্চস্বরে ডাকলেন। আমি তাঁর কাছে এলাম। আমি বুঝতে পারিনি তার উদ্দেশ্য কি? তিনি আমার হাত ধরে ঘরের দরজায় এসে আমাকে দাড় করালেন। আর আমি হাফাচ্ছিলাম। অবশেষে আমার শ্বাস-প্রশ্বাস কিছুটা স্থির হল। এরপর তিনি কিছু পানি নিলেন এবং এর দ্বারা আমার মুখমণ্ডল ও মাথা মসেহ করে দিলেন। তারপর আমাকে ঘরের ভিতর প্রবেশ করালেন। সেখানে কয়েকজন আনসারী মহিলা ছিলেন। তাঁরা বললেন, (তোমার আগমন) কল্যাণময়, বরকতময় এবং সৌভাগ্যময় হউক। আমাকে তাদের কাছে সোপর্দ করে দিলেন। তাঁরা আমার অবস্থান ঠিকঠাক করে দিলেন, তখন ছিল পূর্বাহ্ণ। হঠাৎ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর আগমন আমাকে সচকিত করে তুলল। তাঁরা আমাকে তাঁর কাছে সোপর্দ করে দিলেন। সে সময় আমি নয় বছরের বালিকা। [৩] সহিহ বুখারী :: খন্ড ৫ :: অধ্যায় ৫৮ :: হাদিস ২৩৪

৫| ০৪ ঠা মার্চ, ২০১৫ দুপুর ১:৫৩

মানুষ ধর্ম বলেছেন: মুহাম্মদ ইব্ন ইউসুফ ..... হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত যে, নবী (সা) যখন তাঁকে শাদী করেন তখন তাঁর বয়স ছিল ৬ বছর এবং নয় বছর বয়সে রাসূলুলস্নাহ্ (সা) তাঁর সাথে বাসর ঘর করেন এবং তিনি তাঁর সান্নিধ্যে নয় বছরকাল ছিলেন।
[৪] সহিহ বুখারী :: খন্ড ৭ :: অধ্যায় ৬২ :: হাদিস ৬৪ ...... সহিহ বুখারী বুজেন তো না কি ? বুঝেন না না কি এইডারে কইবেন জাল

৬| ০৪ ঠা মার্চ, ২০১৫ দুপুর ২:২০

নিশি পাগল বলেছেন: আমি এত সব বুঝিনা ভাই! আমার ভাবনা থমকে দাঁড়ায়, যখন ভাবি আমরা কেউ নিজের মত করে অন্যের বিষয়টি ভাবতে পারিনা, আর সেক্রিফাইস করতে অনেক কষ্ট হয়। কে কি বিশ্বাস করলো আর করলোনা তা নিয়ে যত মাথা ব্যাথা নিজের ভাবনাকে তুলে ধরতে। এতে নিজের বিবেকের মুখে কালো কাপড় দিয়ে বেধে হলেও আমাকে জিততেই হবে! এত বিভেদ বন্ধের কথা বলে বলে বিভেদ না বাড়িয়ে যার যার মত করে চলতে পারিনা!!! আরে ভাই, আপনি আমি গার্লফ্রেন্ড নিয়ে পার্কে পার্কে মাস্তি করি, এই নিয়ে কি কোন পাঞ্জাবিওয়ালা আমাদের খুন করতে আসছে কখনো!!! মেয়েরা অনেক শর্ট ড্রেস পড়ে আগের তুলনায়, সেগুলো কি আমরা সহজভাবে নিচ্ছিনা! আসলেই না আমরা সেলিব্রেটি হওয়ার নেশায় মাতছি দিন দিন। এখানে আমরা সবাই নির্লজ্জের মত বিবেকের কাছে চোর সেজে হলেও অন্যকে পরাজিত এবং তার ভাবনাকে ভুল প্রমাণে ব্যস্ত। প্লীজ! ভুল বললে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। @মানুষ ধর্ম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.