![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবি হবার সখ সেই ছোটবেলা থেকেই। তখন ভাবতাম আমার একটা ঝোলা থাকবে, তাতে এলোমেলো কিছু কাগজ আর হরেক রঙা কলম থাকবে, তা দিয়ে লিখবো রঙবেরঙের লেখা। ঘুরে বেড়াব মাঠ ঘাট পথে প্রান্তরে। আস্তে আস্তে বড় হবার সাথে সাথে দায়ীত্ববোধ আর সাংসারিক ঝামেলায় হারিয়ে ফেলেছি আমার জীবনের সবচেয় বড় স্বপ্নটি। ধুলো জমে জমে সেই কবে হারিয়ে গেছে আমার স্বপ্ন শহর বুঝতেই পারিনি। এখন আমার অনেক সময়, তাইতো খুন্তি কোদাল নিয়ে খুঁড়ে চলেছি আমার স্বপ্ন শহর টাকে, জানি খুঁড়তে খুঁড়তে ঠিক একদিন আমার স্বপ্ন শহর পেয়ে যাব আর মানুষ তখন জানবে আমার সভ্যতা, আমার সংস্কৃতি, জানি তখনি হয়ত তোমরা আমায় কবি বলে সম্বোধন করবে।দারিদ্রতার সাথে আমার বসবাস তাই ইচ্ছথাকা সত্ত্বেও সুখ পাইনি কখনো তাইতো লেখার ভেতর খুঁজে ফিরি সুখ নামক সূক্ষ্ম অনুভূতিগুলোকে…
উৎফুল্ল লগ্নে নেমে আসা শ্রাবণের পথ ধরে
ফুলদানিতে উঠে আসে ক্যামেলিয়া-
ঘ্রানে ঘ্রানে বদলে দেয় পৌরুষেয় স্পৃহা,
কমতে থাকে রক্তিম চিতার উত্তাপ।
ক্লান্ত মেঘের ঘামসব
জলটুপ শ্রাবণের ইশারায়
জলের সৌরভ নিয়ে গড়িয়ে পড়ে আমার উঠোনে-
ধীরে ধীরে মিশে যাওয়া স্নায়ুর কলতানে
আমারো শ্রাবণ জাগে।
২৬ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫
নিশমনো বলেছেন: ভাই কিছু হয় না, সেটা কবিতাই বলেন আর কথাই বলেন।
©somewhere in net ltd.
১|
২৬ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪১
ইউসুফ জাহিদ বলেছেন: কবিতা।