নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

জমানো কথা

২৭ শে জুলাই, ২০১৫ রাত ১০:০২

১।
হলুদ কমলা ডালিমটার খোঁসা ছাড়াতেই দেখি ভেতরে থরে থরে সাজানো রক্তাত্ব হীরে!
কি যেন বলে, রুবি?
-হ্যা তাই হবে, যদিও আমি ওটা দেখিনি কখনো তবে পাথর দেখেছি বিস্তর,
একসময় স্কুল থেকে ফেরার পথে স্তুপ করে রাখা পাথর থেকে পাথর জমাতাম
লাল, কালো, হলুদ, নীলাভ সাদা,
ছোট ছোট পাথর,
একবার বাবা খুঁজে পেয়ে রেগে ফেলে দিয়ে ছিলো সব
আমার বাবার চোখে কোন সৌন্দর্যবোধ ছিল না
এত বাহারী পাথর তাকে একটু ও আকর্ষণ করেনি
হয়তো তাই তিনি ছিলেন ভীষণ রকম সফল
পথের কোন পাথর ই তার বাধা হয়ে দাড়ায়নি
আমি তার ছেলে হয়েও পারিনি সামনের পাথর সরাতে
তারপর ও আমি পাথর জমিয়েছি
লুকিয়ে ড্রয়ারের কোণে, ছাদের ঘরে, কখনো বা মনে।


২।
কিছু কিছু সময় থাকে যখন নিজের কাছে নিজেকে বড় একা মনে হয়।
সব মানুষের ভেতর, সব প্রিয় মানুষের ভেতর একজনকেও খুঁজে পাওয়া যায় না,
একটা ফোন নাম্বার ও মনে পড়ে না যাকে বলা যায়, আমার আজ মন ভাল নেই!
এই সন্ধ্যার মুখে ভিজে যাচ্ছে একটা মন খারাপ করা বিকেল,
আর অচেনা একমন খারাপ নিয়ে আমি জানলা খুলে বসে আছি বৃষ্টির একটানা কোরাসে মৌন শ্রোতা!


৩।
আকাশ দেখলেই মনে হয় পাখি হই
আর পাখি দেখলেই মনে হয় মানুষ থেকে ওরা বেশি বিষণ্ণ,
আকাশ আসলে কারো আপন নয়
আছে অথচ নেই পুরো টা ই ছলনায় !

আমার আসলে কখনো পাখি হতে ইচ্ছা করেনি,
আমার ধারণা করো করে ও না।
এটা পুরো লোক দেখানো সখ।
মানুষ সকাল বিকাল মিথ্যা বলে, কারণে অকারণে মিথ্যা বলে।
এটা ও তেমন একটা মিথ্যা। আমাদের আকাশ দেখার সময় কোথায় ?



৪।
আমি আমার অতীত রাখবো না
স্মৃতি ফ্রেমে কষ্ট কে বাঁধিয়ে যে যার মত ফিরছে ফিরুক রাত দিনের অতীত আকাক্ষায়
দরজার ওপাশে অন্ধকার রেখে খুঁজছে নিঃশব্দে নিসর্গ— খুঁজুক ওরা
তুলেনিক বারোমাসী দুঃখের দীর্ঘ দুপুর।
অজস্র রাত্রির বিস্তৃত অবসন্নতা দেখেছি আমি,
দেখেছি কেমন মরুর সূর্যের প্রতাপ ফুরায় মেরুতে
শেষ শরত্‍ এ ক্লান্ত তারারা আকাশে হয়ে যায় ম্লান
শীত শেষে অবাধ্য এলোমেলো বাতাস কেমন শৃঙ্খলীত হয় চৈত্রে,
এ সব পরিবর্তনের মাঝে জীবনেও পরিবর্তন চাই, পরিবর্তন চাই বর্তমানের,
চাই সব ক্ষত'য় শুশ্রুসা
ভাঙ্গা চাই সব শিকল,
শোধ চাই সব ঋণ।
আমি এ জীবন ধুয়ে নিতে চাই প্রবাহমান স্রোতে
মুছে নিতে চাই জলে ও প্লাবনের র ক্ষত
হারায় যদি যাক চিরায়েত সুখ রোদে ও শিশিরে
চলে যাব ফেলে যাবতীয় হিসাব
বুকের চরে পড়ে থাক পালক
খর কুটো বিগত সুখের;
আমি আমার অতীত রাখবো না,
স্মৃতি মানেই বোঝা ভালবাসা কষ্টের অপর নাম
ভালবাসা এক ঈশ্বরের কাজ মানুষের না!


৫।
ভালবাসাকে ছুঁতে গেলাম শঙ্কিত হরিণীর মত পালিয়ে গেল সে,
তাকে ছুঁতে না পেরে নিজেকে পোড়ালাম একশ রোদ্দুরে
তারপর বৃষ্টি নামলো
আর আমি দেখলাম আশ্চর্য সবুজ হয়ে যাচ্ছে আমার সারা গা
তাতে ফুটছে জ্যোত্স্না ধোয়া সিগ্ধ ফুল
হাতের তালুতে গড়ে উঠছে পাখিদের ছিমছাম নিবাস
আর আমি নিজেকে ভালবাসতে শুরু করলাম !


৬।
সব ইচ্ছা ই একদিন অনিচ্ছার বেড়া জালে জড়াবে,
সেদিন ইচ্ছা রা চোখের সামনে উড়তে থাকবে ইউক্যালিপটাস এর পাতার মতন
বিরক্ত চোখে তাকাবো হাত বাড়াবো না,
তুমি এসে কড়া নেড়ে যাবে, দরজা খুলবো না,
প্রতিশোধ নেব, নির্লিপ্ত হতে শিখে যাবো ততদিনে,
সব ইচ্ছা ই একদিন কফিনে পুরে দিয়ে দেব একশ হাত মাটির তলে দাফন।


৭।
এইবার তুমি আর একবার আমাকে চেনো,
দেয়ালের ছায়া দেখে চিনেছো আর কতটা?
ভুলে যাও ওসব প্রচ্ছন্ন অবয়ব ছায়া হালকা দৃশ্য কথা,
প্রখর সূর্য মাথার উপর না এলে
মানুষ কে চেনা যায় কি কখনো?
তুমি তো ছায়াদের সাথে ঘোর ফেরো হাসো
চোখ বুজে বলে দাও তাদের মনের কথা
অথচ মানুষ আর তার ছায়া দু'টো আলাদা!


৮।
দিন পেরিয়ে এলো রাত্রি জমাট কালো
একলা ভীষণ একটুও নেই আলো,
বন্ধ করে দোর
অন্ধকারের বন
অন্ধবনের পাখি, তখন বলো কাকে বন্ধু বলে ডাকি?
একটি দু'টি পালক ও যে নেই আর বেঁচে
উড়তে চাওয়া ইচ্ছা গুলো বন্ধ হলো শেষে!
অবেশেষে দিন ফুরালো মিছে বুঝলাম ছুটেছি এতোটা দিন শুধুই অলিক ছায়ার পিছে।









মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৫ রাত ১০:১১

সাইফুল মনোয়ার নিশাদ বলেছেন: সুন্দর

২| ২৮ শে জুলাই, ২০১৫ রাত ১২:২৬

ভালো থেকো সবুজ পাতা বলেছেন: অদ্ভুত সুন্দর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.