নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

অ-কবিতার স্তুপ থেকে-৭

০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৩

১।
সভ্যতা যখন সম্ভোগের নিরাপদ বর্ম
শিল্প যখন নগ্নতা কে উপজীব্য করে বেড়ে উঠে চার হাত পায়
তোমার কাছে তখন বর্বর লাগে বৃক্ষের বাকল ঢাকা মানুষ
তোমার স্নানঘরে ফেনা তোলে সুগন্ধী সাবান।


২।
সকলে বৃক্ষ হয়ে উঠতে পারে না
সকলে ঋজু দাঁড়াতে
বর্ষবলয়ে লিখে যেতে বিগত শীতের নিজস্ব ইতিহাস,
কিছু জীবন গুল্ম অথবা তৃণের মত
পথের পাশে বসে থাকে পরাজয় মেনে
কিছু শেষ হয় পরাজয়ের লতানো পরাশ্রয়ী জীবনে।


৩।
তোমাকে ফিরে যেতে হবে একা
অনত সন্ধ্যায় নিরুত্তাপ ছায়া রেখে
জলের চিহ্ন নিয়ে পানকৌড়ির পালকে।
তোমাকে ফিরে যেতে হবে....


৪।
সুন্দর তুমি নিজেকে প্রকাশ করো
অনবদ্য প্রাণস্রোতে নিয়ত খেলায়,
মানুষ তো মৃত্যুতেও সৌন্দর্য দেখে
কতটা উতলা হলে মানুষ জীবনের শেষ চাই!


৫।
তুমি তো বৃক্ষের মত চির দীনতা হীন
তোমার ছায়া আশ্রয়ে বেড়ে ওঠে নশ্বর মানুষ
তারপরও যেটুকু তোমার মানুষে দান
তার থেকে বেশি এই প্রকৃতিতে
অবিনশ্বর সে কবিতা ধরা দেবে না কোন কালে মানুষের হাতে।


৬।
কবিতার জন্য বড় দুঃখ হয়
কি যা তা লোকে লেখে,
কবিতার জন্য বড় দুঃখ হয়
নিজের কলমে কবিতার মৃত্যু দেখে।


৭।
মুখের দিকে ঝুঁকে আছে দিন রাত্রি প্রতিক্ষণ
মাটির জন্য আকাশের অশ্রু টলমল,
এমন ও প্রেম হয়, যেখানে স্পর্শ নেই আকাক্ষা নেই,
শুধু দৃষ্টি বিনিময়।


৮।
ভেতরের এক উত্স থেকে দুমুখী দু নদী দু দিকে যেয়ে আবার মুখোমুখি মেশে
প্রবল জলের সংঘর্ষে উঠে ফেলা তোলা ঢেউ
কখনো কেউ না জেতে!


৯।
আমার আক্ষেপ, তুমি মানুষ হয়ে জন্ম নিলে
তাই তোমাকে ছোঁয়া হলো না,
বৃক্ষ বনচারী অবোধ পশু ও ছলছলে চোখের কথা বোঝে
বোঝে মধ্য সরোবরের স্পন্দনরত জলের ভাষা,
মানুষ সহস্র শব্দেও বোঝে না।


১০।
মানুষের ভিড়ে ও অসম্ভব নির্জনতা থাকে
মানুষের মাঝে ও শুয়ে থাকে বিষাক্ত কাল সাপ
এই যে বেঁচে আছি, ভেবে রাখছি কাল কি হবে, পরশু কি করবো
এর মাঝেও মৃত্যু বেঁধে যাচ্ছে তার মায়াবি বাসা
বুনে যাচ্ছে সফেদ কাপড় নিজস্ব তাঁতে
প্রতি মুহূর্তে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে জীবন অসংখ্য মৃত্যুর ভেতর দিয়ে।


১১।
কোন জখম রক্ত ঝরায় নিভৃতে হেসে হেসে
কোন রক্তাক্ত স্রোত প্রবাহিত হয় নৈঃশব্দ্যের নদীর ভেতর
কোন ব্যর্থতা ঝলমলে ধারালো ড্যাগার
কোন অক্ষমতা লুকায় নিঃছিদ্র অন্ধকার ?


১২।
স্তরীভূত পাললিক ক্লেদে পাপের হিমালয় জেগে উঠে হতাশার সাগরে,
মানবিক তীর জুড়ে বিছানো যে সাদা বালি তাতে শামুকের অস্থি ও থাকে।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.