নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

অনার্য ঈশ্বর

১০ ই জুন, ২০১৬ বিকাল ৪:১০

নদীর ওপাড়ের জংলায় একজন ঈশ্বর থাকেন
তিনি আমার আল্লাহ্ বা যিশুর ঐশ্বরিক পিতা নন
তোমার কোন বৈদিক দেবতাও নন
সেখানে পাখিদের খুব আনাগোনা,
যেখানে নদী টা বাক নিয়ে দক্ষিণে চলে গেছে
সেখানে সে তার অনার্য কালো শরীর নিয়ে দাঁড়িয়ে থাকে শিরনাস্ত্রহীন উনমুক্ত-বাহু প্রহরীর মত
তার মাথায় থাকে সবুজ তাজ;
সকালে পাখিরা খাদ্যের সন্ধানে শহরে উড়ে গেলে
সে ই ওদের বাসাগুলো পাহারা দেয়
ছোট ছানা গুলোর দেখভাল করে।
আমরা তো যে যার ঈশ্বর কে নিয়ে এসেছি মরু আর হীম থেকে তুলে
এখানে রেখেছি তালা বন্দি উপাসনালয়ে
প্রয়োজনে তাকে দেখতে যাই- জাদুঘর দর্শনের মত
এই বিদেশবিভূয়ে আমাদের আর্য দেবতারা নিরাপদ বেদিতে বর নিয়ে বসে আছে
আচার সংস্কারের ঘোরপ্যাঁচে
নদীর ওপাড়ে জংলায় তারা যায় না কখনো
আমরাও রাখিনা ওসব পাখিদের খোঁজ
কিন্তু ওখানেও একজন ঈশ্বর থাকেন
পাখিরা তার কাছে আশ্রয় পায়
তার অনার্য কালো শরীর
মাথায় সবুজ তাজ।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৬ বিকাল ৪:৫১

সাগর কর্মকার বলেছেন: ভালো।

২| ১০ ই জুন, ২০১৬ রাত ৮:৩৮

বিজন রয় বলেছেন: যেমন শিরোণাম তেমন কবিতা।

কয়েকটি লাইন অসাধারণ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.