![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভোরের প্রচ্ছন্ন আলোয় মিনারে মিনারে নামাজের আহ্বান ধ্বনি শেষে
যখন মক্তবে কোরআনের সুর ভাসে পাখিদের প্রাতআলাপের ভেতর
তখনো পুরো আলো উঠেনি এখানে, জল তখনো কোমল,
আচ্ছন্ন কোয়াশায় শিশির সিক্ত ফুল কুড়িয়ে ফেরে পূজার ঝাঁপি
মঙ্গল জলে পরম ভক্তিতে আলো চকচকে হয়ে ওঠে বেদি,
ওদিকে দিনান্তে আলো পড়ে এলে সন্ধ্যা প্রদীপ জ্বেলে আঁরতি তে বসে ভক্ত
কীর্ত্তন চলে গভীর রাত অবধি
যখন একে একে নক্ষত্র রা স্পষ্ট হয় নিজস্ব আলোয়
ধূপের গন্ধ বাতাসে তোলে অদ্ভূত সব আলপনা,
মাগরিবের সাঁঝে ওযুর জল নিয়ে ছায়া ভাঙে নদীর ভাঙা ঘাট
আগরের গন্ধ অপার্থিব হয়
তার ভেতর নির্ভয় পরম শীতল মেঝেতে স্রষ্টার প্রার্থনায় মগ্ন জ্যোতিম্ময় সৌম পুরুষ,
ভূত-প্রেত-দৈত রাক্ষুস পুরী ছেড়ে চলে আসে রাতের বিছানায়
ভয় মিশ্রিত সুখে শিশুরা ঘুমিয়ে যায় পৃথিবীর নিরাপদতম ক্রোড়ে,
রাত বাড়ে, সুবিশাল নক্ষত্রের তলে ঘুমতে যায় আমাদের বসত- ছিয়াশি হাজার গ্রাম অরণ্য নদী..
তুমি আর কি জানো সে সব সিগ্ধ সময়ের কথা
তোমার কি চোখ আছে জলাঙ্গী এ ভূমির ধমনী চেনাবো?
০১ লা জুলাই, ২০১৬ রাত ৯:০০
এন ইসলাম রনি বলেছেন: আপনি কি বলেছেন সেটা স্পষ্ট নয়। তবে আমি কোন ইতিহাসের কথা বলিনি, কোন সাম্প্রদায়িক সম্প্রীতির কথা ও না। আমি সেই সব সাধারণ মানুষের কথা বলতে চেয়েছি সে সব প্যাকটিস এর কথা যেগুলো এখানের মানুষ হাজার বছর ধরে পালন করে এসেছে, যে গুলার ভেতর পবিত্র নিরাপরাধ একটা ভাব আছে, যা দেখতে ভাল লাগে।
২| ০১ লা জুলাই, ২০১৬ রাত ১১:০৪
আলম দীপ্র বলেছেন: ভালো লেগেছে ! +
©somewhere in net ltd.
১|
০১ লা জুলাই, ২০১৬ বিকাল ৩:৩৯
চাঁদগাজী বলেছেন:
এখানে হাজার বছর পরেও নিজের নামটা লিখতে শেখানো হয়নি; কিসের হাজার বছরের ইতিহাস?