নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুন্য থেকেই কিন্তু সবকিছু শুরু হয়...

গর্ব করার মত এখন কিছুই চোখে পড়েনা। মাঝে মাঝে মনে হয়, প্রয়োজন আর একটি বিপ্লব

নিভৃতচারী

যা তুমি ঘুমিয়ে দেখো সেটি স্বপ্ন নয়, যা তোমাকে ঘুমাতে দেয়না সেটাই স্বপ্ন - ড. এ. পি. জে. আবদুল কালাম

নিভৃতচারী › বিস্তারিত পোস্টঃ

একা পাখি বসে আছে শহুরে দেয়ালে ...

১৫ ই আগস্ট, ২০১১ সকাল ৯:৩২

একা পাখি বসে আছে শহুরে দেয়ালে ...



শিস দিয়ে গান গায় ধূসর খেয়ালে ...

তার ফেলে আসা আনমোনা শিস এই শহরের সব রাস্তায়...

ধোঁয়াটে বাতাসে নালিশ রেখে যায় ...



আমি দেখিনি, আমি শুনিনি ... আমি বলিনি অনেক কিছু

জানিনি, আমি বুঝিনি তবু ছুটেছি তোমার পিছু

দেখিনি, আমি শুনিনি, আমি বলিনি অনেক কিছু ...

জানিনি, আমি বুঝিনি তবু ছুটেছি ......





আনমোনা বসে দেয়ালে পাখি নির্বাক চোখ রাস্তায়

ধোঁয়াটে শহরে উষ্ণতা বাড়েনা ...

আনমোনা চোখ অবুঝ ঠোঁট মনের দরজায় ...

আঙুল রাখেনা ...



কিছু সুর তুমি এনে দাও পাখি এই নাগরিক কোলাহলে

গান গাও তুমি শিস দাও শহুরে দেয়ালে

ভুলে যাও পাখি শহরের যত ব্যস্ত যত কথা

আমি এসেছি তোমার কাছে দাও স্বাধীনতা ......



দেখিনি, আমি শুনিনি, আমি বলিনি অনেক কিছু ...

জানিনি, আমি বুঝিনি তবু ছুটেছি ......





মূল গান, সুর, কথা : শিরোনামহীন

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১১ সকাল ১০:২০

ভূকণ্যা বলেছেন: অনেক ধন্যবাদ-- :)
গানটা খুজঁছিলাম, :)

২| ১৫ ই আগস্ট, ২০১১ সকাল ১০:৫৯

অর্ক হাসনাত কুয়েটিয়ান বলেছেন: শিরোনামহীন লিরিক্সের লিঙ্ক

৩| ১৫ ই আগস্ট, ২০১১ সকাল ১১:১৪

মুখোশে ঢাকা আমি মুকিত বলেছেন: অসাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.