![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা তুমি ঘুমিয়ে দেখো সেটি স্বপ্ন নয়, যা তোমাকে ঘুমাতে দেয়না সেটাই স্বপ্ন - ড. এ. পি. জে. আবদুল কালাম
একা পাখি বসে আছে শহুরে দেয়ালে ...
শিস দিয়ে গান গায় ধূসর খেয়ালে ...
তার ফেলে আসা আনমোনা শিস এই শহরের সব রাস্তায়...
ধোঁয়াটে বাতাসে নালিশ রেখে যায় ...
আমি দেখিনি, আমি শুনিনি ... আমি বলিনি অনেক কিছু
জানিনি, আমি বুঝিনি তবু ছুটেছি তোমার পিছু
দেখিনি, আমি শুনিনি, আমি বলিনি অনেক কিছু ...
জানিনি, আমি বুঝিনি তবু ছুটেছি ......
আনমোনা বসে দেয়ালে পাখি নির্বাক চোখ রাস্তায়
ধোঁয়াটে শহরে উষ্ণতা বাড়েনা ...
আনমোনা চোখ অবুঝ ঠোঁট মনের দরজায় ...
আঙুল রাখেনা ...
কিছু সুর তুমি এনে দাও পাখি এই নাগরিক কোলাহলে
গান গাও তুমি শিস দাও শহুরে দেয়ালে
ভুলে যাও পাখি শহরের যত ব্যস্ত যত কথা
আমি এসেছি তোমার কাছে দাও স্বাধীনতা ......
দেখিনি, আমি শুনিনি, আমি বলিনি অনেক কিছু ...
জানিনি, আমি বুঝিনি তবু ছুটেছি ......
মূল গান, সুর, কথা : শিরোনামহীন
২| ১৫ ই আগস্ট, ২০১১ সকাল ১০:৫৯
৩| ১৫ ই আগস্ট, ২০১১ সকাল ১১:১৪
মুখোশে ঢাকা আমি মুকিত বলেছেন: অসাম
©somewhere in net ltd.
১|
১৫ ই আগস্ট, ২০১১ সকাল ১০:২০
ভূকণ্যা বলেছেন: অনেক ধন্যবাদ--
গানটা খুজঁছিলাম,