![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।
কৃপন আমি কী দিলাম তোমায় বসুধা?
করিলাম যা,হল তা সব বৃথা ।
সুকান্ত,রবি,নজরুল তোমায় দিয়েছে অনেক,
আমার হৃদয়ে বুঝি মারা আছে পেরেক ।
স্বার্থপর আমি কী দিলাম তোমায়?
পারিনি দিতে কিছু,বরং রেখেছি অবহেলায় ।
তোমায় আর কী দিব বসুধা আমার শেষ বেলায়?
তবুও আশার আলো ভেসে বেড়ায় নতুণ ভেলায় ।
বসুধা আমি যথেষ্ট ধৈর্য ধরেছি,
আরো ধৈর্য ধরতে চাই ।
তবুও বসুধা আমি তোমায় কিছু একটা দিয়ে যেতে চাই ।
বসূধা দীর্ঘ একুশ বছরে পারিলাম না দিতে কিছু,
তাইতো বসুধা আমাকে আমার কাছে লাগে বড় নিঁচু ।
তোমায় অনেক কিছু দেওয়ার আছে আমার আশা,
বসুধা তুমিই আমার সর্বশ্রেষ্ঠ ভালবাসা ।
যদি বসুধা কিছু না দিতে পারি তোমায় আমি,
তাহলে ক্ষমীয় বসুধা আমায় তুমি ।
২| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২২
অপূর্ণ রায়হান বলেছেন: ভালোই।
শুভেচ্ছা রইল
©somewhere in net ltd.
১|
২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:৪৩
বহ্নি শিখা বলেছেন: ভাল ভাব ো ছন্দ