![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।
দেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় হল জাতীয় বিশ্ববিদ্যালয়। অথচ অতী দুঃখজনক হলেও সত্য যে এই বৃহত্তর বিশ্ববিদ্যালয়ে কোন সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়না। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর সমাবর্তনের আয়োজন করা হয়। কিন্তু বৃহত্তর এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে কেনো সমাবর্তনের আয়োজন করা হয়না?দীর্ঘ চার বছরের সম্মান কোর্স আট বছরে করে ফিরে আসতে হয় একেবারে বিনে সম্মানে। সমাবর্তনহীন এই সম্মান কোর্স আসলেই সম্মান,না নামে মাত্র সম্মান? মিষ্টি খাওয়ার পরে পানি না খেলে যেমন একটা বাজে অনুভূতির সৃষ্টি হয়,ঠীক তেমনি সম্মান কোর্স কমপ্লিট করার পর সমাবর্তন ছাড়া ফিরে আসাটা মিষ্টি খেয়ে পানি না খাওয়ার মত বাজে এক অনুভূতি। প্রতিবছর লক্ষ লক্ষ শিক্ষার্থী সম্মান শেষ করে সমাবর্তন ছাড়া এক ছন্যছাড়া অসম্মানের জগতে পদার্পন করে। কেন একটা সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করলে সমস্যা কী?একটি সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে সাত আট বছরের সকল দুঃখ,কষ্ট ও গ্লানীকে মুছে দিয়ে শিক্ষার্থীদের প্রকৃত সম্মানের স্বাদ দেওয়া যায়। তাছাড়া শিক্ষার্থীদের ভালো ফল করার ও অন্যতম হাতীয়ার হতে পারে এই সমাবর্তন অনুষ্ঠান। এ ব্যাপারে সকল শিক্ষার্থীদের আমি সোচ্চার হওয়ার আহ্ববান জানাই। আর সরকারসহ জাতীয় বিশ্ববিদ্যালয় কতৃপক্ষকে অনুরোধ করতেছি দয়া করে আপনারা সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করুন ।
©somewhere in net ltd.