![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।
আজিকে সুরের গন্ধে
নব ছন্দে
হয়েছি আমি মাতাল,
সুরের ফাকে
মোরে ডাকে
স্মরন করে মহাকাল ।
ভ্রমরের গুন্জনে
ঐ দূর বনে
মাতাল হয়েছি আমি,
আকাশের কুন্জনে
পড়েছে তোরে মনে
ভালবাসি তোরে আমার জন্মভূমি ।
মাতাল আজিকে আমি সুরের গন্ধে মাতাল,
সুর তোরে আমি স্মরন করবো চিরকাল ।
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৯
নিলু বলেছেন: ভালো , লিখে যান