![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।
সব লেখাগুলো হয়ে যাচ্ছে বৃথা,
তবুও আমি চিরকাল লিখে যাবো কবিতা ।
হোক সবকিছু ধ্বংস,হোক সর্বনাশ,
তবুও আমি কবিতা লিখে যাবো বারোমাস ।
রাতে ঘুমালে আমি কবিতা দেখি শুধু স্বপ্নে,
তাইতো চিরকাল আমি কবিতা লিখে যাবো অতী যত্নে ।
পাগল হলাম আমি কবিতা লিখতে লিখতে,
তবুও আমি ছন্দের গন্ধ থাকি শুধু আঁকতে ।
গভীর রজনীতে কবিতা লিখি আমি,
আর এটাই বুঝি আমার কবিতা লেখার পাগলামি ।
কবিতা আমার বন্ধু,কবিতা আমার জীবন,
চিরকাল আমি লিখে যাবো কবিতা যদি হয়ও আমার মরন ।
পৃথিবীর সবকিছু হয়ে যেতে পারে বৃথা,
তবুও আমি চিরকাল লিখে যাবো কবিতা ।
©somewhere in net ltd.
১|
২৯ শে মার্চ, ২০১৫ রাত ৮:৫৬
আবদুর রব শরীফ বলেছেন: পদ্যময় জীবন গদ্যময় হয়ে গেছে, চম্পূ মাঝে বিশুদ্ধ কবিতা খুজে ফিরি!!