নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

এসো আমার কাছে

২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৭

যদি আধারে থাকো তবে এসো আমার কাছে,
আলো না দিতে পারলেও থাকবো তোমার পাশে ।
যদি কষ্টে তুমি থাকো,তবে মনে করো আমায়,
সুখ না দিতে পারলেও স্মরন করবো তোমায় ।
যদি বিরহে থাকো তবে এসো আমার নিকট,
ব্যাথা না ঘুঁচাতে পারলেও তোমার প্রতি হবোনা আমি উদ্ভট ।
যদি ভালবাসাহীনা থাকো,তবে এসো আমার কাছে,
ভালবাসা না দিতে পারলেও আমার ভালোলাগা থাকবে তোমার পাশে ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:১১

কিরমানী লিটন বলেছেন: চমৎকার ভালোলাগার কবিতা, অনেক শুভকামনা রইলো...

২| ২৯ শে নভেম্বর, ২০১৫ ভোর ৫:৩০

চাটগাইয়া জাবেদ বলেছেন: বেসম্ভব ভালো লেগেছে :) চালিয়ে যান...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.