নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

টাকা দিয়ে চাকরি নেওয়া এখন ঐতিহ্যে পরিনত হয়েছে

০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩১

বর্তমান বাংলাদেশে চাকরির জন্য যতগুলো পরীক্ষা নেওয়া হয় তা আইওয়াশ ছাড়া আর কিছুই নয় । এসব পরীক্ষা ফরমালিটি রক্ষা করা ছাড়া আর অন্য কিছু নয় । কারন পরীক্ষার আগেই সিলেক্ট করা হয়ে যায় আসলে এই সোনার হরিন নামক চাকরিটা কে পাবে । যার মামা,খালু আর টাকার জোর আছে তার ঐ চাকরির পরীক্ষা দেওয়ার আগেই চাকরি হয়ে যায় । এরা টাকা দিয়ে আগেবাগেই তাদের চাকরি কনফার্ম করে রাখে । প্রাথমিক বি্দ্যালয়ে যারা সহকারী শিক্ষক হয়েছেন তারা সকলেই চার থেকে পাঁচ লক্ষ টাকা দিয়ে চাকরি নিয়েছে । বর্তমানে সব মানুষের কমন ডায়লগ হলো বাংলাদেমে টাকা ছাড়া কোনো চাকরি নেই । কারো চাকরি হলেই তাকে প্রথমে জিঙ্গেস করা হয়-কত টাকা লাগছে তোমার চাকরিতে । শুধু প্রাথমিক বিদ্যালয় নয বরং পুলিশ,সেনাবাহিনী,নৌবাহিনী হতে শুরু করে বিসিএস পর্যন্তই টাকার খেলা ।আরে সাধারন প্রাথমিক বিদ্যালয়ের একজন দপ্তরিকেও তিন চার লাখ টাকা দিয়ে চাকরি নিতে হয়েছে । মূলত টাকা দিয়ে চাকরি নেওয়াটা বর্তমানে একটি ঐতিহ্যে পরিনত হয়েছে । যার কাছে চাকরির কথা বলি সেই বলে আগে টাকা জোগাড় করো তারপর চাকরির চিন্তা করো । তাহলে বুঝিনা লেখাপড়া করে কী লাভ হবে? কে দিবে আমাদের মত গরীব শিক্ষার্থীদের পাঁচ-ছয় লক্ষ টাকা? এমন দূর্নীতির কারনে আজ অনেক মেধাবীরা বেকারত্ব জীবন যাপন করছে । আর অযোগ্যরা টাকা দিয়ে চাকরি হাতিয়ে নিচ্ছে । এমন করে চলতে থাকলে দেশতো রসাতলে চলে যাবে । আমি আপনি সবাই কিন্তু জানি যে টাকা ছাড়া চাকরি হয়না । টাকা দি্লেই চাকরি হয় । তবুও সবাই নির্বাক । কেউ এর প্রতিবাদ করছে না,কেউ এর বিরুদ্ধে লেখালেখি ও করতেছে না । কিন্তু সবার এই নির্বাক থাকার কারন কী? কি এমন রহস্য লুকিয়ে রয়েছে এর মধ্যে? আসলে এই দূর্নীতি যারা রোধ করবে তারাই এই দূর্নীতি করতেছে । জানিনা কে দূর করবে এমন এতিহ্যবাহী দূর্নীতি? এ ব্যাপারে আমি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করি । আশাকরি মানণীয় প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করলে এমন এতিহ্যবাহী দূর্নীতি দেশ থেকে দূর করা সম্ভব । সবিশেষে দেশ থেকে এমন ঐতিহ্যবাহী দূর্নীতি দূর হোক এবং বেকারগন টাকা ছাড়া তাদের মেধা দিয়েই চাকরি পাক সেটাই আমি-প্রত্যাশা করি ।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০০

আজমান আন্দালিব বলেছেন: টাকায় চাকরি, চাকরি পেয়ে ঘুষ, ঘুষ নিয়ে টাকা উসুল, অথবা দুর্নীতি ফাঁকিবাজি...চেইন অব ইভিল প্র্যাকটিস

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৩

মো: নিজাম গাজী বলেছেন: সোঠিক কোঠা বোলেসেন।

২| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪০

আম আদমি বলেছেন: কি আর বলিবো???
ডিজিটালি আইওয়াশ হচ্ছে।

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৫

মো: নিজাম গাজী বলেছেন: হা ডিজিটাল আইওয়াশ । ঢোননোবাড ।

৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২০

সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন বলেছেন: দেশ এগিয়ে যাচ্ছে সবদিকে । ;) ;) ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.