![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।
আমার প্রিয় স্যার নাম তার আব্দুল মান্নান মাষ্টার,
সে আমার অনেক প্রিয় বলিলাম আবার ।
প্রথম দিনে স্কুলে,শিশু আমার হলো পদার্পন,
দেখে ভালো লেগেছিল এই আদর্শ গুরুর দর্শন ।
প্রথম দিনে ভুল করে চড় খেয়ে ডর পেয়ে চলে আসলাম বাড়ি,
স্যার আমায় আদর করে স্কুলে নিয়ে গেলো,দিলোনা কোনো ঝাড়ি ।
স্কুলে যেতে যদি আমার হতো একটু দেরি,
তাহলে স্যার আমার বাড়িতে আসতে কখনও করতনা একটুও দেরি ।
আদর্শ আর ন্যায়নীতিতে ভরপুর ছিল এই গুনী ব্যাক্তি,
স্যারের এই আদর্শ দেখে বেড়ে গিয়েছিল আমার শুভ শক্তি ।
অবশেষে আমার এই গুরু সেদিন পরপাড়ে দিল পাড়ি,
কত করিলাম কান্নাকাটি,কত করিলাম আহাজারি ।
স্যার মারা গেলেও মারা যায়নি তার আদর্শ,
তার আদর্শ সকল ছাত্রদের করেছে যে স্পর্শ ।
দুঃখ হয় স্যার দেখে যেতে পারলোনা আমার বর্তমান অবস্থান,
নিয়ম যদি থাকতো তাহলে আমি আমার প্রান বিলিয়ে দিয়ে স্যারকে ফিরিয়ে আনতাম ।
©somewhere in net ltd.