![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।
দিন যায় রাত যায় চলে যায় সব,
এমন করে ফুরুবে ভাই আমার কলরব ।
চন্দ্র ডুবে,সূর্য ডুবে,চলে যায় তারা,
এমন করে সবাই একদিন হবে দিশেহারা ।
ভাত ফুরোয়,জাত ফুরোয়,ফুরোয়তোরে ভাই সব,
এমন করে আমরা সবাই ফুরিয়ে যাবো ইয়া আল্লাহ রব ।
সেকেন্ড যায়,মিনিট যায়,যায় ওরে ঘন্টা,
এমন করে ফুরুবে ভাই আমার এই প্রানটা ।
বাবা যাবে,মা যাবে,যাবেতোরে সবাই,
আমি যে কবে যাবো সেটি করতেছি যাচাই ।
যায় যায় সব যায়,
এমন করে একদিন সবার হবেরে বিদায় ।
ফুরোয়,ফুরোয়,ফুরোয়তোরে ভাই সব,
এমন করে একদিন বন্ধ হবে এই দুনিয়ার সবার কলরব ।
০৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩০
মো: নিজাম গাজী বলেছেন: ha thik bolesen lekhok 1 secoender nai vorosha.
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৯
কথাকথিকেথিকথন বলেছেন: যাচাই করে কী করবেন যেখানে এক সেকেন্ডের নাই ভরসা !
কবিতা ভাল লেগেছে ।