নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

বড় হবি

৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০০

ভয় পেয়ে চুপ করে যাসনে,
শত সাহস রাখিস তোর প্রানে ।
আঘাত আসলে সামলে দিবি,
পড়িসনে তুই ভেঙ্গে হে কবি ।
তুই এই দুনিয়াকে অবাক করবি,
হে কবি তুই যে সবই পারবি ।
তোরে করুক ওরা শত অপমান,
তুই তোর চেষ্টা চালিয়ে যা আপ্রান ।
সৎ পথে চল,হইসনে তুই ভিক্ষুক,
নিন্দুকেরা হচ্ছে তোর জীবনের সবচেয়ে বড় শিক্ষক ।
থাকুক ওরা বড় লেখক থাকুক ওরা বড় কবি,
তুই যে একদিন নিশ্চয়ই বড় হবি ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৮

ফয়েজ উল্লাহ রবি বলেছেন: অসাধারণ!

৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৯

মো: নিজাম গাজী বলেছেন: dhonnobad he lekhok..

২| ৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২০

রাইসুল ইসলাম রাণা বলেছেন: অনুপ্রেরণামূলক কবিতাটি ভালো লাগলো।

৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪০

মো: নিজাম গাজী বলেছেন: dhonnobad he lekhok..

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫০

শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর।

৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪০

মো: নিজাম গাজী বলেছেন: dhonnobad he lekhok..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.