![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।
মম আকুল প্রান বেদনাতে ঝরে,
সব বেদনা নিয়ে নিলাম আমারই তরে ।
তোরে আমি মুক্ত করে দিলাম,
মুক্তির কান্ডারী তোর এতই দাম?
অস্বস্তিতে প্রান কী যাবে মোর মারা?
কেমন যেনো আজিকে আমি বড় দিশেহারা ।
আজিকে ফুলের ঘ্রান লাগে বড় দুর্গন্ধ,
চোঁখে শরষে ফুল আমি যে বড়ই অন্ধ ।
বৃষ্টির বারিধারা লবনের নীড়,
মোর প্রানে ধরেছে মরনের চিড় ।
আকুল প্রান ব্যকুল হয়ে উড়ে সে আকাশে,
রৌদ্রের করাতাপ মলিন হয় বাতাশে ।
বেদনার অশ্রু সাগরে ভরা,
মম জীবন আজ শুধুই যে খরা ।
৩১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪১
মো: নিজাম গাজী বলেছেন: dhonnobad he lekhok..
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:২২
ইস্কান্দার মীর্যা বলেছেন: ভালো লিখেছেন ।