![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।
আমি যেদিন যাবো মারা,
সেদিন সবাই হবে দিশেহারা ।
কেউ হাসবে,কেউ কাঁদবে এইতো বিধির খেলা,
মেলা,বসবে আমার মরন মেলা ।
কাঁদবে বাবা,কাঁদবে মা,কাঁদবেরে সবাই,
সাড়ে তিন হাত মাটির ঘরে হবে আমার ঠাই ।
সেদিন আকাশে মেঘ হবে,সাগরে ঢেউ হবে,
আমার বেদনায় সবাই ঝিমিয়ে বসে রবে ।
বাশ বাগানের মাটির নিচে থাকবো আমি একা,
কারো সাথে আর যে আমার হবেনাকো দেখা ।
একা আমি বড় একা ।
মা বাবার কান্না ভেসে আসবে আমারই কানে,
বড় অস্থির লাগবে আমার মৃত প্রানে ।
একা আমি বড় একা ।
ঘন্টা দুয়েক পরে,
সবাই যাবে ঘরে ।
পড়ে থাকবো আমি একা,
জগত সংসার দিবে ধোকা ।
একা আমি বড় একা ।
৩১ শে মার্চ, ২০১৬ রাত ১১:৪৬
মো: নিজাম গাজী বলেছেন: ha thik bolesen lekhok.dhonnobad..
©somewhere in net ltd.
১|
৩১ শে মার্চ, ২০১৬ রাত ১২:০৩
শাহজালাল হাওলাদার বলেছেন: ভাল লিখেছেন।
এমনটা বুঝে লেখক সহ আমরা যেন সবাই পরলউকিক জীবন সাজাতে পারি।