![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।
আমি মানিনা কোন প্রভাব মানিনা কোন টাকার জোর
অন্যায় করলে এ্যকশন নেব যদিও ওরা কেড়ে নেয় প্রান মোর
আমি কোন পদপদবি বন্ধুত্ব সম্পর্ক মানিনা
অন্যায় করলে তারা যে কে তা আমি জানিনা
আমি মানিনা কোন কর্মকর্তা মানিনা কোন গুরু
অন্যায় দেখলেই কেবল সেখানেই হবে মোর প্রতিবাদ শুরু
কে মাতাপিতা কে ভাইবোন তা আমি জানিনা
অন্যায় করলে এদের কেউকেই যে আমি মানিনা
আমি জানিনা কে মোর সহধর্মিনী কে মোর সন্তান
অন্যায় করলে কেড়ে নেব যে আমি ওদেরই প্রান
যদি অন্যায় করে মোর মাতাপিতা ভুল কিছু কহে
তাহলে আমি যে তাদের সন্তান নহে
হোক বিশাল কোটিপতি হোক মস্তবড় বাবা
অন্যায় করলে আমি এদের কেউকেই মানিনা দিব যে এক আইনেরই থাবা
আমি যদি স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে করি কোন অপরাধ
তাহলে আমি নিজেই আমার জীবনে ঢুকিয়ে দেব আইনেরই হাত
আমাকে অপরাধী হিসেবে যদি দিতে পারে কেউ প্রমান
তাহলে আমি আমার নিজের জীবন করিবো যে কোরবান
সত্য কথা বললে যদি কেউ বন্ধ করে দেয় মোর খাদ্য খাবার ভাত
তবুও আমি চিরকাল করে যাবো অন্যায়ের প্রতিবাদ
অন্যায়কারী যদি হয় মোর জীবনের সবচেয়ে আপন
তাহলে আমি তাকে মানিনা,হবে যে তার দাফন
০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১২:২৩
মো: নিজাম গাজী বলেছেন: ধন্যবাদ হে লেখক। ভালো থাকুন। শুভকামনা আপনার তরে।
২| ০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪১
কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা এমন যদি হতো কিছু মানুষ
তাহলেই দেশে শান্তি থাকত
সুন্দর কবিতা
ভাল লাগল
০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১২:২৫
মো: নিজাম গাজী বলেছেন: জ্বী আপনি ঠীক কথা বলেছেন হে লেখিকা। ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন শতত।
৩| ০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪১
এই মেঘ এই রোদ্দুর বলেছেন: কবিতা সুন্দর হইছে
০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১২:২৬
মো: নিজাম গাজী বলেছেন: ধন্যবাদ হে লেখক। ভালো থাকুন। শুভকামনা আপনার তরে।
৪| ০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪১
চিটাগং এক্সপ্রেস বলেছেন: বিপ্লবী কবিতা হিসেবে ভাল
০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১২:২৭
মো: নিজাম গাজী বলেছেন: ধন্যবাদ হে লেখক। ভালো থাকুন। শুভকামনা আপনার তরে।
৫| ০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫২
প্রোলার্ড বলেছেন: কবিতাকে Gun এ কনভার্ট করুন
০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৩৪
মো: নিজাম গাজী বলেছেন: ধন্যবাদ আপনাকে হে লেখক। আমি চাই আমার এই কবিতাগুলোকে গানে রুপান্তরিত করতে। আমার আরো অনেক কবিতা/গান রয়েছে। কিন্তু আমি কিভাবে করবো,কন্ঠশিল্পী পাবো কোথায়? আমাকে হেল্প করবেন তাহলে একটা গানের এ্যালবাম বের করতাম। ভালো থাকুন শতত। শুভকামনা আপনার তরে।
৬| ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১৯
মৌমুমু বলেছেন: খুব সুন্দর প্রতিবাদী কবিতা।
ভালো লাগলো।
০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১২:২৮
মো: নিজাম গাজী বলেছেন: ধন্যবাদ হে লেখিকা। ভালো থাকুন। শুভকামনা আপনার তরে।
©somewhere in net ltd.
১|
০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৯
বিজন রয় বলেছেন: সাহসী কবিতা, প্রতিবাদী কবিতা।
ভাল লেগেছে।