![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।
আইসোরে আইসো বন্ধু নিজাম গাজীর দেশে,
ভালোবাসা দিবে তোমার সুন্দর ঐ কেশে।
আইসোরে আইসো বন্ধু নিজাম গাজীর দেশে,
দেখে গিও নিজাম গাজীর দেশ আছে কতো দারুন বেশে।
নিজাম গাজীর বাংলাদেশ পৃথিবীর বুকে সেরা,
মানবপ্রেম দিয়ে ওরে চারদিকই ঘেরা।
সবুজের ছায়ায়,বট বৃক্ষের তলায়,
নিজাম গাজী ডাক দিয়েছে তোমায়।
আইসোরে আইসো বন্ধু নিজাম গাজীর দেশে,
কথা বলবে নিজাম গাজী তোমায় ভালোবেসে।
ভাষার জন্য প্রান দেওয়া নিজাম গাজীর দেশ,
স্বাধীন বাংলার বাতাশে উড়বে তোমার ঐ কাজল কালো কেশ।
পাক-পাখালির ডাকে ডাকে,মাঝির ঐ গানে,
নিজাম গাজীর দেশের প্রতি প্রেম জাগবে তোমার ঐ পবিত্র প্রানে।
আইসোরে আইসো বন্ধু নিজাম গাজীর দেশে,
দেখে গিও বন্ধু তুমি নিজাম গাজী কে সে?
বাঘের গর্জন সুন্দর বন,
পুলকিত হবে বন্ধু তোমার ঐ মন।
নিজাম গাজীর দেশের কক্সবাজারের সমুদ্রবন্দর.
দেখতে সেযে কতোই সুন্দর।
নিজাম গাজীর দেশ ওরে সবার চেয়ে সেরা,
এমন দেশটি দেখে বন্ধু তুমি হবে দিশেহারা।
প্রকৃতি দেখে তুমি হবে বন্ধু মাতাল,
স্বর্ন দিয়ে ঘেরা বুঝি আকাশ থেকে পাতাল।
আইসোরে আইসো বন্ধু নিজাম গাজীর দেশে,
কথা বলবে নিজাম গাজী তোমার সাথে হেসে।।
২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৫৬
মো: নিজাম গাজী বলেছেন: গীত কবিতা। ধন্যবাদ হে লেখক।
২| ২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৮:২০
ধ্রুবক আলো বলেছেন: সুন্দর
২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৫৭
মো: নিজাম গাজী বলেছেন: ধন্যবাদ হে লেখক। ভালো থাকুন। শুভেচ্ছা।
৩| ২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৮:২৬
মানিজার বলেছেন: নাইচ ।
২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৫৮
মো: নিজাম গাজী বলেছেন: ধন্যবাদ হে লেখক। ভালো থাকুন। শুভেচ্ছা।
৪| ২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৫০
এই মেঘ এই রোদ্দুর বলেছেন: সুন্দর হইছে
২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৫৮
মো: নিজাম গাজী বলেছেন: ধন্যবাদ হে লেখক। ভালো থাকুন। শুভেচ্ছা।
৫| ২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৯:২৬
মানিজার বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ হে লেখক। ভালো থাকুন। শুভেচ্ছা।
২৯ শে আগস্ট, ২০১৭ রাত ১১:০৫
মো: নিজাম গাজী বলেছেন: হ্যা তাই বলেছি। কেনো হে লেখক?
©somewhere in net ltd.
১|
২৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫১
ওমেরা বলেছেন: এটা কি গান নাকি কবিতা ?