![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।
আমি এক অসহায় মেয়ে আমি ধর্ষিতা,
অত্যাচারিদের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারেনি আমার মাতাপিতা ।
নিরীহ আমাকে একা পেয়ে ধর্ষন করেছে ঐ বখাটের দল,
আমার ছিলনা কোনো শক্তি,ছিলনা কোনো বল ।
আমার চিৎকারে আকাশ বাতাশ হয়েছে কম্পিত,
তবুও ঐ পাষানের দল হয়নি কুন্ঠিত ।
আমার ধর্ষন নিরবে সবাই করেছে দর্শন ।
প্রতিবাদ করেনি কেউ,গলেনি আমার প্রতি কারো মন ।।
সমাজে আমি এখন কলঙ্কিত,
তবুও যে আমি এখনও জীবিত ।
একাত্তরে যারা ধর্ষিতা হয়েছেন তারা উপাধি পেয়েছে বীরাঙ্গনা,
কিন্তু আমায় যে কলঙ্ক দেওয়া ছাড়া কোনো উপাধি দেওয়া মানা ।
ধর্ষকদের সাথে আমি দর্শকদের ও শাষ্তি চাই,
ওদের শাষ্তি ছাড়া যে আমার কোনো শান্তি নাই ।
আইনের দ্বারে ঘুরেছি আমি বারেবারে,
কিন্তু কেউই আমায় সাহায্য করেনি,হায়রে ।
উপরের আদেশে কলঙ্কিত করে আমায় দিয়েছে ফেঁসে ।
বলুন নায্য আইন আমি পাবো কোন দেশে?
সবাই আমায় নষ্টা বলে,করে অপমান ।
সম্ভ্রম কেড়েছে ওরা আর আমি সম্ভ্রম দিয়ে পাই অপমান ।।
ধর্ষিতা হলেও আমার আছে একটা পবিত্র সত্তা,
এই কলঙ্ক নিয়ে আমি আর বাঁচতে চাইনা,করতে চাই আমি আত্মহত্যা ।
অত্যাচারিদের যদি হইতো বিচার,যদি থাকতো ওরা কারাগারে,
তাহলে আমি আমার আত্মহত্যার সিদ্ধান্ত থেকে হয়তো আসতাম ফিরে ।
ধিক শত ধিক এইসব অন্যায়কে,
আর মেনে নিতে পারলামনা আমি আমার পরাজয়কে ।
০১ লা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:১৭
মো: নিজাম গাজী বলেছেন: আসলে কেনো যে নজরে পড়লোনা এই কথাটি আমি জানিনা লেখক। ইচ্ছে করলে আপনারাই পারেন অত্র ব্লগে আমার এই কবিতাটি নিয়ে একটা পোস্ট দিতে। ধন্যবসদ হে লেখক। ভালো থাকুন।
২| ৩১ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৩৬
রিকতা মুখাজীর্র্ বলেছেন: ভালো পোস্ট নজরে অনেকেরই পরে না কবি......................।আশা করি আপনার এই লেখা শুভ দিক তুলে ঢরুক মানুষের মনে..। এই কামনাই শেষ করি।
০১ লা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:২১
মো: নিজাম গাজী বলেছেন: জ্বী ধন্যবাদ লেখক আপু। আমি আপনাদের অর্থাৎ নারীদের নিয়েই লিখি। ধর্ষন বন্ধ হওয়ার ক্ষেত্রে এটিই হতে পারে একটি অনবদ্য লেখা। ইচ্ছে করলে আপনারাই পারেন অত্র ব্লগে আমার এই কবিতাটি নিয়ে একটা পোস্ট দিতে। ধন্যবাদ হে লেখক। ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
৩১ শে আগস্ট, ২০১৭ রাত ১১:২৮
করুণাধারা বলেছেন: খুব ভাল লিখেছেন- জানি না কেন কারো নজরে পড়ল না!