![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।
কিভাবে ভুলি সখি তোরে?
তুই একটু বলিসনারে মোরে।
তুই যে বেধেছো মোরে এক ভালবাসার ডোরে।
আকাশ ভুলি,পাতাল ভুলি,ভুলি ওরে সব,
কিভাবে ভুলি সখি তোরই কলরব?
ভুলি মোর নিজ আত্মা,ভুলি ওরে হিয়া,
কিভাবে ভুলি তোরে বলিসনারে প্রিয়া?
কিভাবে ভুলি সখি তোরে,
তুই সখি ভুলিসনারে মোরে।
কান্দেরে চোঁখ,কান্দেরে মন,কান্দেরে মোর প্রান,
কিভাবে ভুলি সখি তোর সেই জান্নাতি ঐ ঘ্রান?
ভুলবো আমি জগৎ সংসার,ভুলবো আমি দুনিয়ারে,
তুই সখি ভুলিসনারে মোরে।
হৃদয় মাঝে তোর করুন সুর বাজে ওরে সখি,
উড়াল দিসনা তুই ওরে আমার পরান পাখি।
দিলের মধ্যে আছো তুই,আছে ওরে আশা,
ভাঙ্গিসনারে সখি তুই মোর ভালোবাসা।
কিভাবে ভুলি সখি তোরে?
তুই সখি ভুলিসনারে মোরে।।
রচনাকালঃ- ০১/০৯/২০১৭
সময়ঃ-৩.৫৫ মিনিট
সাভার,ঢাকা।
০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০২
মো: নিজাম গাজী বলেছেন: হ্যা গান। ধন্যবাদ হে লেখক। ভালো থাকুন।
২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০৫
ওমেরা বলেছেন: সখি কি মারা গিয়েছে ?
০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০১
মো: নিজাম গাজী বলেছেন: হাহাহা। সখি মারা যাবে কোত্থেকে সখির খোজই পাইনি। ধন্যবাদ হে লেখক। ভালো থাকুন। লেখক আপনি কি ছেলে না মেয়ে?
©somewhere in net ltd.
১|
০১ লা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫১
বিজন রয় বলেছেন: এটা কি গান?