![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।
আমার চক্ষে ঘুম ধরেছে,ধরেছেরে নেশা,
ভালবাসা চাই যে বন্ধু,ভালবাসা পেশা।।
নেশায় আমি মাতাল হয়ে অন্ধ হয়ে আছি,
তাইতো সখি তোরে আমি নেশায় ভালবাসি।।
চোঁখ যে করিতেছে ফিকে ফিকে,
নেশার চোঁখ যে বন্ধু শুধু তোরই দিকে।
দেহ মোর দুলিতেছে নেশারই ডোরে,
এই নেশাই যে বন্ধু চায় যে তোরে।।
মাতাল আমি পাতাল চিরে আনবো বন্ধু তোরে,
নেশা,বন্ধু তোর নেশায়ই ধরেছে যে মোরে।
ঝিমঝিম করে দুনিয়া ওরে,
নেশা বন্ধু চায় যে তোরে।।
ওরে চক্ষে আমার নেশা ধরেছে,আরো ধরেছে ঘুম।
নেশার ডোরে ধরেছি তোরে,বাজা তোরা ধুম।।
০৯/০৯/২০১৭
সময়ঃ-৭.৪৪(রাত)
রিকশায় বসে লেখা,
সাভার,ঢাকা।
বিঃদ্রঃ- এই লেখাটি পড়ে যদি কারো মধ্যে সত্যিকার নেশা জাগ্রত হয় বা কেউ যদি নেশা করে থাকেন তাহলে তার সম্পূর্ন দ্বায়ভার তার নিজেরই অর্থাৎ পাঠকের। এক্ষেত্রে লেখকের কোনো প্রকার দ্বায়ভার থাকবে না। কেনোনা এটা ভালবাসার নেশা(সাহিত্য)। তাছাড়া সাহিত্য কখনও নেশাকে উৎসাহিত করেনা।
১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৫
মো: নিজাম গাজী বলেছেন: তা ঠিকাছে। ধন্যবাদ লেখক।
২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৯
আলো_ছায়া বলেছেন: অনেক ভালো লাগলো ভাই।নেশা লাগিল রে..।
১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৬
মো: নিজাম গাজী বলেছেন: ধন্যবাদ লেখক। শুভকামনা।
©somewhere in net ltd.
১|
১০ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:০৮
আসাদুজ্জামান জুয়েল বলেছেন: দারুন লিখেছেন কবি ভাই। তবে ভালবাসা নেশার ঘোরে নয়, কারন নেশা কেটে গেলে ভালবাসা ফিকে হয়ে যেতে পারে।