![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।
(সখি)
ও মাঝি ভাই একটু থামাও উঠি তোমার নায়,
তোমার সনে বাইতে বাইতে যাবোরে ঐ গায়।
কথা হবে তোমার সনে নাওতে ওরে বসে।
মোর প্রানে বাজবে বীনা তোমার কথার রসে।।
(মাঝি)
আশায় আশায় ছিলাম আমি সখিগো তোমারও আশায়,
আইসা পরছো বন্ধু তুমি আমার ভালোবাসায়।
বৈঠা আমি ধরি যখন নিঠুর এই উজানে।
তোমার কথা পরে মনে আমারও প্রানে।।
(সখি)
জলদি কইরা উঠাও মোরে বাজান চইলা আইবো,
তোমার সনে কেমন কইরা প্রেমের কথা কইবো?
ও মাঝি ভাই হাতটা আমার ধরো তুমি শক্ত কইরা ওরে।
নাওতে উইঠা তোমার সনে গল্প করবো প্রানও ভরে।।
(মাঝি)
ওরে সখি আমার হাতে তোমার হাতটা জলদি কইরা দাও,
আমার মাথার গামছায় বইসা পরো,ছাড়বো এখন নাও।
সখিরে তুমি বীনে নিঃস আমি অধম এই মাঝি।
বিয়া করুম তোমায় আমি তোমার বাজান যদি থাকেরে রাজি।।
১১/১০/২০১৭
সাভার,ঢাকা।
ছন্দ: স্বরবৃত্ত
পর্ব বিভাজন: মুক্তক
©somewhere in net ltd.