![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।
জীবনপাণে তোরে নিয়ে করেছিগো ভর,
বন্ধু তুই মোর সখের কবুতর।
পালনকর্তা যেমন করে কবুতররে পোষে,
তেমন করে তোরে বন্ধু রাখবো আমি পাশে।।
উড়াল দিয়ে যাবার পরে কর্তা যেমন থাকে অপেক্ষায়,
তেমনি করে আমার হৃদে বন্ধু তোরে দিয়েছিগো ঠাই।
আল্লাহ তোরে দিয়েছেরে এ কেমন রুপেরও ভর?
বন্ধু তুই মোর সখের কবুতর।।
যতন করে পালন করে,
তোরে বন্ধু রেখেছি বুকেতে ভরে।
তুই মোর জীবনপাণে আছো পরস্পর,
বন্ধু তুই মোর সখের কবুতর।।
রতন ভেবে যতন করে,
কলিজায় বিধে রাখছি তোরে।
উড়াল দিয়ে যাইসনে তুই,হইসনে স্বার্থপর,
বন্ধু তুই মোর সখের কবুতর।।
//সময়ঃ- ১২.১০(রাত)
০৮/১০/২০১৭
মোরেলগঞ্জ,বাগেরহাট।।
ছন্দ: স্বরবৃত্ত
পর্ব বিভাজন: মুক্তক
২৬ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৫
মো: নিজাম গাজী বলেছেন: ধন্যবাদ প্রিয় লেখিকা আপু। আপনার ভালো লেগেছে জেনে আমারও বেশ ভালো লাগলো। শুভকামনা।
২| ২৬ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৩
রোকনুজ্জামান খান বলেছেন: Flamboyent
২৬ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২৭
মো: নিজাম গাজী বলেছেন: মানেটা ঠিক বুঝলাম না। তবুও ধন্যবাদ।
৩| ২৬ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৯
মোহাম্মদ আছেম বলেছেন: অনেক ধন্যবাদ। বন্ধুকে নিয়ে অনেক সুন্দর কবিতা লিখার জন্য।
২৬ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:১৪
মো: নিজাম গাজী বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা প্রিয়। শুভকামনা শতত।
©somewhere in net ltd.
১|
২৬ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪৫
কামরুননাহার কলি বলেছেন: ওয়াও সুন্দর কবিতা
পালনকর্তা যেমন করে কবুতরেরে পোষে,
তেমন করে তোরে বন্ধু রাখবো আমি পাশে।।
উড়াল দিয়ে যাবার পরে কর্ত যেমন করে থাকে অপেক্ষায়,
তেমনি করে আমার হৃদেয় বন্ধু তোরে দিয়েছিগো ঠাই।
লাইন চারটি হেব্বি লেগেছে ভাইয়া।