নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

পৃথিবী শেষ প্রান্তে দাড়িয়ে(কবিতা)

০৩ রা মার্চ, ২০২২ সকাল ৭:২৮

পৃথিবী আজ তার শেষ প্রান্তে দাড়িয়ে,
আমি বারংবার বলতে পারি আমার হস্তদ্বয় বাড়িয়ে।
হিংসা, অহমিকা অন্যায় সবকিছু গেছে ছাড়িয়ে,
মানুষ তার মনুষ্যত্ব ও বিবেককে ফেলেছে হারিয়ে।
পবিত্র ধর্মে ভবিষ্যদ্বানী যাযা দেওয়া হয়েছে,
সবকিছুই ক্রমে ক্রমে খেটে যাচ্ছে।।


পঁচিশ/ত্রিশ বছর আগে মন্দলোক খুঁজে পাওয়া ছিল দুষ্কর,
কিন্তু আজ একজন ভালো লোক খুজে পাওয়া বড়ই কঠোর।
এতো আজ উল্টো হয়েছে দুনিয়া,
দেখুন আপনার বিবেকের স্যাটেলাইট বুনিয়া।
দিনদিন লোকজন প্রচুর খারাপ হচ্ছে,
স্বয়ং মহানবী(সাঃ) কিন্তু এটি বলে গেছে।।


শীতকালে বর্ষা হয়, বর্ষাকালে বর্ষা নাই
গরমে ঠান্ডা বয়, ঠান্ডায় ওরে গরম,
লাজলজ্জা উঠে গেছে, নেইতো কোনো শরম।
আমরা যখন ছোট ছিলাম, বড়দের প্রচুর সম্মান করতাম,
কিন্তু আজকাল ছেলেপেলের নিকট বড়রা মূল্যহীন,
বরং ওরাই বড়দের শাসন করতেছে দিনদিন।।


ভালো কর্মে বাধা আসে, ইবাদতে লোকের বড় অভাব,
গানবাজনা, ডান্সে কত যে লোক আসে-
জানিনা এটা কেমন স্বভাব।
যোগ্য, উপযুক্ত ও ভালো লোকেরা আজ ঘরের কোনে কোনঠাসা,
অযোগ্য ও অসৎ লোকদের দিয়ে আজ সকল জায়গা ঠাসা!!


বহু মহৎ কর্মে এখন পর্যন্ত বহুবার যে হয়েছে বাধা,
কোনো গানবাজনায় বাধা দেয়নিতো কোনো গাধা!
সুস্থ সংস্কৃতি বিকাশে বাধা আসার কথা নয়,
অসুস্থ সংস্কৃতি চললে সেটি কিগো ব্যাথা নয়?
সত্য আজ গুমরে কাঁদছে বড় অসহায় হয়ে,
মিথ্যুকের জয়গান আজ লোকে যাচ্ছে গেয়ে।।


দুর্নীতিবাজ, অসৎ ব্যক্তির আজ সম্মান সর্বোচ্চ,
সৎ ব্যক্তির সম্মান দূরে থাক, যেনো ভর্ৎসনাই তার প্রাপ্য।
একটা সময় ছিল খাদ্যে কত স্বাদ পেতাম,
আজ যেভাবেই রান্না করা হোকনা কেনো-
কোনো স্বাদ নেই। কিভাবে যে আমি বুঝাইতাম।।


যে লোকটাকে ভালো জানি, দুদিন পরে শুনি সেও নাকি মন্দ,
এসব শুনলে হারিয়ে ফেলাই আমার ছন্দ।
আমি কি অন্ধ হলেম, নাকি দুনিয়াই অন্ধ?
সত্য লিখতে ভয় লাগে বিধায় চাপিয়ে লিখতে হয়,
কেনোনা বর্তমানে তো মিথ্যারই জয়।।


আমি নিজে ভালো লোক নই, পাপী-মহাপাপী,
একবার নয়, হাজারবার বলতে পারি।
আমি মন্দ বিধায় মন্দ,
কিন্তু আজ সমাজে মন্দরাই ভালো।
আলো আজ কালো হয়েছে,
অন্ধকারই আজ আলো।।


এযে আলো ও অন্ধকারের মেলা,
দুনিয়ায় বসেছে ভালো ও মন্দের খেলা।
এই বেলাই দুনিয়ার শেষবেলা,
করোনা, করোনাকো অবহেলা।
পৃথিবী আজ তার শেষ প্রান্তে দাড়িয়ে,
তাই ফেলছি আমার লেখার গতি হারিয়ে।
সময় থাকতে সাধন হবে কিনা,
জানিনা, আমি অধম তা জানিনা!!


আবারও বলছি পৃথিবী তার শেষ প্রান্তে দাড়িয়ে,
মহামারী, বন্যা, দুর্যোগ পৃথিবীকে ধরছে জড়িয়ে।
একটা সময় ছিল বছর দূরে থাক
মাস গুনতে গুনতেও হত হার,
আজ বছর যে কিভাবে নিমিষেই চলে যায়
তা বোঝাই বড় ভার।
ভার হবে, হার হবে কারণ পৃথিবী তার শেষ প্রান্তে দাড়িয়ে,
স্রষ্টা ভালো জানেন, আমি কিন্তু কিছুই লিখিনি বাড়িয়ে।।


//রচনাকালঃ-
২১/০২/২০২২ ইং
সময়ঃ- ৩.৫০(রাত),
মোরেলগঞ্জ, বাগেরহাট।।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০২২ সকাল ১০:১৯

আলমগীর সরকার লিটন বলেছেন: আমরা যদি পৃথিবী শেষ প্রান্তরে প্রান্তরে বলি সত্যই পৃথিবী শেষ হয়ে যাবে কবি দা

২| ০৩ রা মার্চ, ২০২২ সকাল ১১:০৭

সোবুজ বলেছেন: পৃথিবী আগের থেকে অনেক ভাল।মানুষ জনও দিন দিন সভ্য হচ্ছে।কেবল বাংলাদেশ পিছন দিকে হাটছে।বাংলা দেশ দিয়ে পৃথিবীতে বিচার করলে হবে না।

৩| ০৩ রা মার্চ, ২০২২ দুপুর ১:০৭

রাজীব নুর বলেছেন: শিরোনামের শেষে ব্রাকেটে কবিতা লিখে দিয়ে ভালো করেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.