![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ ঢাকার রাস্তা য় এবং অমর একুশের হলের সামনে বেশ কিছু জায়গায় এই ছবিটা দেখলে মনে হয় মেয়েদের আসলেই প্রগতিশীল করার নামে উপনিবেশবাদী শক্তিগুলো আমাদের মা বোনদের খারাপভাবে উপস্থাপন করবে।
আর কত দিন এভাবে আমাদের কে ওরা বুঝ দিয়ে যাবে?
কত দিন?
কত দিন?
২| ১৬ ই জুলাই, ২০১০ রাত ১২:১৪
গোধুলী রঙ বলেছেন: ধুরো বুঝলেন না?????
আমি বুজছি কিন্তু কমু না।
৩| ১৬ ই জুলাই, ২০১০ রাত ১২:১৪
নবীন বাবু বলেছেন: আরে ঐটাতো এড এইবার রিয়েল দেখেন।একজন কবি যার কবিতার বইও বের হয়েছে তেমন একজন
বেশ্যালীগের অনুসারীনীর কমেন্ট দেখুন।
১৬ ই জুলাই, ২০১০ রাত ১২:১৯
কানন শাহ বলেছেন: ধইন্য বাবু দা এত দূর থেকে ও ............
৪| ১৬ ই জুলাই, ২০১০ রাত ১২:১৬
কানন শাহ বলেছেন: তাহলে প্রতিবাদ কই?
এখনো বিলর্বোডটি সদর্পে দাড়িয়ে আছে কেন?
৫| ১৬ ই জুলাই, ২০১০ রাত ১২:১৮
ঈদ এর চাঁদ বলেছেন: হুমম ! রেডি হচ্চে বাংলাদেশ সব খুলে দেয়ার জন্য ছিঃ ছিঃ ছিঃ
৬| ১৬ ই জুলাই, ২০১০ রাত ১২:১৮
কানন শাহ বলেছেন: এত অনান্থা ?
তাহলে একে সর্মথন করি , তাহলে যারা মাইনাস দিচ্ছেন তাদের কারো পরিচিতের যাওয়ার সুযোগ হবে?
৭| ১৬ ই জুলাই, ২০১০ রাত ১২:১৯
তারকা বলেছেন: এ্যাডের জন্য সেন্সর বোর্ড প্রয়োজন
৮| ১৬ ই জুলাই, ২০১০ রাত ১২:২১
চোখ কান খোলা বলেছেন: বাংলাদেশ রেডী হচ্ছে আরেক পলাশীর জন্য। ধারাবািহকতায় ১/১১, পিলখানা, ........
৯| ১৬ ই জুলাই, ২০১০ রাত ১২:২১
হাম্বা বলেছেন: যাই হোক আপনি এই ছবিটা দিয়ে অতান্ত পূণের কাজ করেছেন
১০| ১৬ ই জুলাই, ২০১০ রাত ১২:২২
সাইফুল ফারদিন বলেছেন: মানসিকতার পরিবর্তন চেষ্টা করেন। সব ঠিক হয়ে যাবে।
১১| ১৬ ই জুলাই, ২০১০ রাত ১২:২৩
উদাসী স্বপ্ন বলেছেন: আপনের অবস্হা হইছে ঐসব মোল্লা খাটাসগো মতো যাগো মাইয়া হাত দেখলেই মনে হয় তাগো মাথা গরম। ইরানী মাইয়ারা সুইম স্যুটে যখন সাতার কাটে অথাব পাকি রা যখন বিকিনি স্যুটে লাইভ হয় তখন সেগুলান পর্নো মনে হয় না!
আর এইডা যদি পর্নো হয়, তাইলে একখান কাম করেন, তিব্বত গিয়া গুহায় বইসা জপ করেন গা অথবা আফগানিস্তানীগো লগে বুকা বোমা পাতেন ঐখানে গিয়া। আপনের মতো মন মানসিকতা আসলেই মারাত্মক!
১৬ ই জুলাই, ২০১০ রাত ১২:২৭
কানন শাহ বলেছেন: ভাই আমার মন্তব্যর কারন সবাই বুঝতে পারলো আর আপনি উল্টা বুঝলেন?
প্রগতিশীলতা মানে নিজেকে বিকিয়ে দেয়া নয়। আমরা আধুনিক হবো তাই বলে কি আমাদের কে আমাদের সন্মান বিকিয়ে দিতে হবে?
ভাই যে কোন কথা আগএ বুঝুন নিজে প্রক্ষোপটে চিন্তা করুন তার পর প্রতিক্রিয়া করুন।
১২| ১৬ ই জুলাই, ২০১০ রাত ১২:২৩
বালক বন্ধু বলেছেন: ছবিটাতে তো তাও মেয়েটা ভাল কিছু পড়া আছে। এর চেয়ে খারাপ অবস্থা দেখা যায় কিছু কিছু বোর্ডে।
এগুলি আর বিলি না। কারণ বলেলেই বলে নারীদের স্বাধীনাতর বিরধী। মৌলবাদি। গোড়া ধার্মিক আর কত কি।
এখন চুপ মাইরা থাকি।
১৩| ১৬ ই জুলাই, ২০১০ রাত ১২:২৪
ঈদ এর চাঁদ বলেছেন: আমার একটা পোষ্ট পড়ে দেখতে পারেন
বগল দেখানো বন্ধ হোক
১৪| ১৬ ই জুলাই, ২০১০ রাত ১২:২৪
এবং আব্দুল্লাহ বলেছেন: ঈদ এর চাঁদ বলেছেন: হুমম ! রেডি হচ্চে বাংলাদেশ সব খুলে দেয়ার জন্য ছিঃ ছিঃ ছিঃ
১৫| ১৬ ই জুলাই, ২০১০ রাত ১২:২৭
দূর্জয় বলেছেন: স্বাধীনতা বিরোধী কথা বলার কারনে আপনাকে ৩০ দিনের রিমান্ড মন্জুর করা হল ।
এবার নিজেকে বাচাবার চেষ্টা করেন ।
১৬ ই জুলাই, ২০১০ রাত ১২:৩০
কানন শাহ বলেছেন: দেশের অবস্থা আসলেই তাই । ঠগ বাছতে গা উজার
তাই না?
১৬| ১৬ ই জুলাই, ২০১০ রাত ১২:২৭
প্রলেতারিয়েত বলেছেন: একই ধরনের কিন্তু খুউব গরম পোস্ট
এইডস এর প্রচারণাঃ লাগবা বাজি? যৌন রোগে আছে ভয়, বাপের বেটা কন*ম লয় চোর ঠেকানোর নামে চুরি শেখানো? (১৮+)
Click This Link
১৭| ১৬ ই জুলাই, ২০১০ রাত ১২:৩০
মেঘদূত(বা.ভি&ঢা.বি) বলেছেন: নারী বলেই এটা অশ্লীলতা।নারীর দৃষ্টি দিয়ে পুরুষকে দেখুন,দেখবেন এ রকম অনেক বিলবোর্ডে পুরুষের আপত্তিকর দৃশ্য আছে।আপনার যুক্তি অবশ্যই যুক্তিযুক্ত ,কিন্তু সেটা সমান্তরাল হওয়া চাই।
১৬ ই জুলাই, ২০১০ রাত ১২:৩১
কানন শাহ বলেছেন: ধন্যবাদ
১৮| ১৬ ই জুলাই, ২০১০ রাত ১২:৩২
উড়ুউড়ু বলেছেন: আমি রাজশাহীতে বসে আছি আমি কিন্তু এই জিনিস দেখতাম না...আপনার উসিলায় দেখা হল...আপনার উসিলায় কিছু পাপ হলো খারাপ দৃষ্টিতে তাকানোর জন্য....এর দায় কিন্তু আপনাকে নিতে হবে...যা কিছু খারাপ তাকে ঢেকে রাখুন এভাবে প্রকাশ করবেন না...
১৬ ই জুলাই, ২০১০ রাত ১২:৩৮
কানন শাহ বলেছেন: আপনি কি বেগম রোকেয়া র সেই অবরোধ বাসিনী পড়েন নি?
এভাবে পাপ ঢাকতে গিয়ে নিজেই নিহত।
১৯| ১৬ ই জুলাই, ২০১০ রাত ১২:৩৩
আকাশদেখি বলেছেন: কিছুই বলার নেই
২০| ১৬ ই জুলাই, ২০১০ রাত ১২:৩৫
মুভি পাগল বলেছেন:
২১| ১৬ ই জুলাই, ২০১০ রাত ১২:৩৭
শেষের_কবিতা বলেছেন: দূর্যোধনের হাত বলেছেন: পুরান কাসুন্দি
২২| ১৬ ই জুলাই, ২০১০ রাত ১২:৩৭
অজগর বলেছেন: .......পুরুষরা তো পারব না এবার বাংলার মহিলা টাইগাররা ফুটবলে বিশ্বকাপ জিতব।(এতে তো খুশি হওনের কতা)
একখান প্রশ্ন আছিল:ভাব দেইখা মনে লয় মাইয়াডা বুক দিয়া বল ঠেকাইব তয় পা উডাইছে ক্যান?????
২৩| ১৬ ই জুলাই, ২০১০ রাত ১২:৩৯
শেষের_কবিতা বলেছেন:
একখান প্রশ্ন আছিল:ভাব দেইখা মনে লয় মাইয়াডা বুক দিয়া বল ঠেকাইব তয় পা উডাইছে ক্যান?????
............................................................
পা না উডাইলে আপনি গোল করবেন ক্যামনে?
২৪| ১৬ ই জুলাই, ২০১০ রাত ১২:৪৪
বল্টু মিয়া বলেছেন: এইটা মার্কেটিং
২৫| ১৬ ই জুলাই, ২০১০ রাত ১২:৪৬
এক্স বলেছেন: আসাদগেটের স্যাংসাং এর এডটা মনে আছে? একটা মেয়ে স্রেফ ডট ডট আর ডট পরে বসেছিল. যে দেশের সরকার ভালুনঠাইন ডের নামে ফ্রিমিক্সিং কে RAB পাহারা দেয় যেন ক্ষুধার্ত বালকরা অসহায় বালিকাদের উপর লাপিয়ে না পড়ে, সেই দেশে আর কি চান? তবে হ্যাঁ যে লোকগুলি ইসলামের কথা বলে, খিলাফাতের কথা বলে, ইসলামের শত্রু সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে বলে তাদের কে নিষিদ্ধ ঘোষনা করে. এতেই বোঝা উচিত আমাদের সরকার কতটুকু ইসলামপন্হী আর কতটুকু কুফর পন্হী.
১৬ ই জুলাই, ২০১০ রাত ১২:৫১
কানন শাহ বলেছেন: চিন্তার বিষয়...........
আমরা তো কালো পট্ট্রি বেধে হজ্জ করেছি তাহলে?
২৬| ১৬ ই জুলাই, ২০১০ রাত ১২:৪৯
দেবজিত বলেছেন: চেতন করার জন্য ধন্যবাদ
২৭| ১৬ ই জুলাই, ২০১০ রাত ১২:৫৭
পারভেজ আলম বলেছেন: আজাইরা পুস্টে মাইনাস।
১৬ ই জুলাই, ২০১০ রাত ১:০১
কানন শাহ বলেছেন: দ্যকেত েতা ভােল া লােগ
১৬ ই জুলাই, ২০১০ রাত ১:০১
কানন শাহ বলেছেন: দ্যকেত েতা ভােল া লােগ
১৬ ই জুলাই, ২০১০ রাত ১:০২
কানন শাহ বলেছেন: দ্যকেত েতা ভােল া লােগ
২৮| ১৬ ই জুলাই, ২০১০ রাত ১:১৩
গুরু তুমি মহান, তোমারে করি প্রনাম বলেছেন: এই ছবিটা পর্নের মধ্যে পরে না, তবে এটা সামাজিক প্রক্ষাপটে অশালীন।
এই রকম অসামাজিক ছবি দেওয়া আর বিকিনি পরা মেয়ের ছবি দেওয়ার মাঝে পার্থক্য দেখি না।
সবচে বড় কথা যে ছবি নিয়ে একটা সমাজে যখন সমালোচনার মুখে পড়ে সেই ছবিকে বিজ্ঞাপনের দৃষ্টিতে কখনই সফল বলে ধরা হয় না।
২৯| ১৬ ই জুলাই, ২০১০ রাত ১:১৬
আল বেরুনী বলেছেন: কি আশ্চর্যশীলতা!!!!!
৩০| ১৬ ই জুলাই, ২০১০ রাত ১:২২
বিডি আইডল বলেছেন: পারভেজ আলম বলেছেন: এই জাতীয় পোস্ট চরম মাত্রায় অবদমিত যৌন আবেগগ্রস্থ নিঃসঙ্গ লোকজন ছাড়া এত ভাব নিয়া পোস্টানের কথা না।
চরমভাবে একমত
১৬ ই জুলাই, ২০১০ রাত ৮:০৫
কানন শাহ বলেছেন: আইডল টা কি এই টা?
৩১| ১৬ ই জুলাই, ২০১০ রাত ১:৩৬
কাঙাল মামা বলেছেন: বিডি আইডল বলেছেন: পারভেজ আলম বলেছেন: এই জাতীয় পোস্ট চরম মাত্রায় অবদমিত যৌন আবেগগ্রস্থ নিঃসঙ্গ লোকজন ছাড়া এত ভাব নিয়া পোস্টানের কথা না।
চরমভাবে একমত ++++++
৩২| ১৬ ই জুলাই, ২০১০ রাত ১:৩৬
নিশাচর ছেলে বলেছেন: আচলিল ..............................
৩৩| ১৬ ই জুলাই, ২০১০ রাত ২:২৪
শাহ জাহান মাহমুদ বলেছেন:
এইটা বাকশালী ডিজিটাল ছবি, মাইন খাইয়েন না । ডিজিটাল হইতে হইলে এরকম কিছু করতে হইবেক ।
বেশী খরাপ লাগলে, কি আর করা ।
কে. এম. মাহদী হাসান বলেছেন: বাকশাল এর পূর্ণ নাম বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ।
১৯৭৫ সালের ২৪ জানুয়ারি বাংলাদেশের সংবিধানের চতুর্থ সংশোধনীবলে বহুদলীয় সংসদীয় সরকার পদ্ধতি পরিবর্তন করে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয় এবং দেশের সমগ্র রাজনৈতিক দল বিলুপ্ত করে বাকশাল নামক এই একক রাজনৈতিক দল গঠন করা হয়।
বাকশাল ব্যবস্থার প্রবর্তন
১৯৭৫ সালের ২৫ জানুয়ারি শেখ মুজিবুর রহমান সংবিধানের চতুর্থ সংশোধনী উত্থাপন করেন।[১] এই সংশোধনীর মাধ্যমে দেশে প্রচলিত সংসদীয় শাসন ব্যবস্থা বাতিল করে বাকশাল ব্যবস্থা চালু করা হয়। সংসদে উত্থাপনের মাত্র ১৫ মিনিটের মধ্যে এই বিল সংসদে পাশ হয়। বাকশাল ব্যবস্থা ছিল রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা।
[সম্পাদনা] গঠনতন্ত্র
বাকশাল ব্যবস্থায় দলের চেয়ারম্যানই সর্বক্ষমতার অধিকারী। [২] দলের কেন্দ্রীয় সংস্থাগুলি হচ্ছে-
* কার্যনির্বাহী কমিটি
* কেন্দ্রীয় কমিটি
* কাউন্সিল
চেয়ারম্যানের পরেই সবচেয়ে ক্ষমতা সম্পন্ন হচ্ছে, একজন সাধারণ সম্পাদক সহ ১৫ জন সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি। চেয়ারম্যান সাধারণ সম্পাদক সহ ১৫ জনকেই মনোনীত করবেন। ( বাকশাল গঠনতন্ত্রের দশম ধারার ২ উপধারা)।কেন্দ্রীয় কমিটির এক তৃতীয়াংশ চেয়ারম্যান কর্তৃক মনোনীত হবেন ( দ্বাদশ ধারার ৪ (ঙ) উপধারা)। কোন সংগঠন, সংস্থা বা কমিটির কোন সদস্য পদ শুন্য হলে, তদস্থলে চেয়ারম্যান নতুন সদস্য নিয়োগ করবেন (চতুর্বিংশ ধারা ২ উপধারা)। দলীয় কাউন্সিলে চেয়ারম্যান ৫০ জন পর্যন্ত মনোনয়ন করতে পারবেন (দ্বাদশ ধারার ১ (চ) উপধারা)। কাউন্সিলে প্রতিনিধি প্রেরণের ব্যাপারে বিভিন্ন জেলা ও অঙ্গ সংগঠনের কোটা চেয়ারম্যান কর্তৃক মনোনীত কার্যনির্বাহী কমিটি ঠিক করবে (দ্বাদশ ধারার ১ (গ) উপধারা)। তাছাড়া বিভিন্ন সরকারী বা আধাসরকারি দফতর বা প্রতিষ্ঠান, কর্পোরেশন, স্বায়ত্বশাসিত সংস্থা এবং সামরিক ও বেসামরিক বাহিনীসমূহের প্রতিনিধি নির্বাচনের ব্যাপারে দলের চেয়ারম্যানের ইচ্ছাই প্রধান (দশম ধারার ১০ উপধারা ও ষোড়শ ধারার ২ (খ) উপধারা)। চেয়ারম্যান ইচ্ছা করলে গঠনতন্ত্রের যে কোন ধারা পরিবর্তন, সংশোধন ও পরিবর্ধন করতে পারবেন এবং একমাত্র চেয়ারম্যানই গঠনতন্ত্রের ব্যাখ্যা দান করতে পারবেন (দ্বাবিংশতি ধারার ১ ও ২ উপধারা)। [৩]
[সম্পাদনা] সদস্যপদ প্রাপ্তি
বাকশাল ব্যবস্থায় দলের সদস্য প্রাপ্তির ব্যাপারটিও দলের চেয়ারম্যানের ইচ্ছাধীন। কারণ কার্যনির্বাহী কমিটির হাতেই সদস্যপদ প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে। (ষষ্ঠ ধারা ৫ (গ) উপধারা)। এই ব্যবস্থায় সরকারী ও আধাসরকারী প্রতিষ্ঠানের কর্মচারীবৃন্দ এবং পুলিশ মিলিটারি সদস্যরাও দলের সদস্য হতে পারবেন। কিন্তু কে সদস্য হতে পারবেন আরে কে পারবেন না তা সম্পূর্ণ রূপে চেয়ারম্যানের ইচ্ছাধীন (দশম ধারার ১০ উপধারা)। এইসব ক্ষেত্রে কোথায় প্রাথমিক ইউনিট করার অধিকার দেওয়া হবে এবং প্রাথমিক ইউনিটের সদস্য সংখ্যা কত হতে পারবে, তা ঠিক করবে চেয়ারম্যান কর্তৃক মনোনীত কার্যনির্বাহী কমিটি। [৪]
[সম্পাদনা] অঙ্গ-সংগঠন
বাকশাল ব্যবস্থার অধীনে কোন অদলীয় শ্রেণী ও পেশাভিত্তিক সংগঠন এবং গনসংঠন করার কোন অধিকার নেই। ট্রেড ইনিয়ন মাত্রই তাকে বাকশালের অঙ্গদল শ্রমিক লীগের অন্তরর্ভুক্ত হতে হবে। এই ব্যবস্থায় জাতীয় শ্রমিক লীগ, জাতীয় কৃষক লীগ, জাতীয় মহিলা লীগ, জাতীয় যুবলীগ, এবং জাতীয় ছাত্রলীগ বাদে কোন শ্রমিক, কৃষক, মহিলা, যুব ও ছাত্র সংগঠন থাকতে পারবে না। আর উপরোক্ত সংগঠনগুলি হচ্ছে বাকশালেরই অঙ্গ সংগঠন (অষ্টাদশ ধারা)। [৫]
[সম্পাদনা] নির্বাচন
বাকশাল ব্যবস্থায় দেশে বাকশাল চেয়ারম্যান কর্তৃক মনোনীত এক উপকমিটি দ্বারা মনোনীত না হলে কেউ মনোনীত হতে পাররে না (দশম ধারার ৭ উপধারা)। কিন্তু, এই দলের চেয়ারম্যান কিভাবে নির্বাচিত হবেন তার কোন উল্লেখ গোটা গঠনতন্ত্রে নেই। [৬]
[সম্পাদনা] সংবাদপত্রের স্বাধীনতা
৬ জুন, ১৯৭৫ বাকশাল ব্যবস্থায় দেশে চারটি দৈনিক এবং ১শ' ২২টি সাপ্তাহিক ও মাসিক পত্রিকা ছাড়া আর সকল সংবাদপত্রের ডিক্লারেশন বাতিল করা হয়। ঐ চারটির তিনটি ছিল দৈনিক ছিল ইত্তেফাক, বাংলাদেশ টাইমস্, দৈনিক বাংলা। [৭]
পুরাটাই উইকির কপিপেষ্ট...
৩৪| ১৬ ই জুলাই, ২০১০ রাত ২:৩২
লুথা বলেছেন: আপনি গুলশান-বনানীর সব দোকান একটু কষ্ট করে ঘুইরেন...আপনি মনে হয় দেশে/ঢাকায় নতুন আইছেন
৩৫| ১৬ ই জুলাই, ২০১০ রাত ২:৪৫
সাজিদ বলেছেন: কি জানি ভাই। তবে জনতা ফেইসবুকে আই লাভ মোহাম্মদ, ইসলাম ইজ দ্যা বেস্ট রিলিজিওন মার্কা গ্রুপে জয়েন করে খেমটা নাচ মার্কা কাজ কর্ম করে কেন এটা বুঝে আসে না।
৩৬| ১৬ ই জুলাই, ২০১০ রাত ২:৫৬
সানুনয় বলেছেন: পারভেজ আলম বলেছেন: এই জাতীয় পোস্ট চরম মাত্রায় অবদমিত যৌন আবেগগ্রস্থ নিঃসঙ্গ লোকজন ছাড়া এত ভাব নিয়া পোস্টানের কথা না।
নিঃসঙ্গ লোক হাত যেমন বেশি মারে তেমনি এই জাতীয় জিনিসেও চুলকানি বেশি থাকে।
বাপ মায়েরে বইলা তারাতারি বিয়া করেন।
৩৭| ১৬ ই জুলাই, ২০১০ রাত ৩:৫৭
শাহ জাহান মাহমুদ বলেছেন:
উপরের ব্যক্তি মনে হয়, হাত বেশী মারে, উনার মাথাটা একটু বেশী গরম । তাই উনারে বলছি, অন্য বলার আগে, বাপ মায়েরে বইলা তারাতারি বিয়া করেন।
মাথাটা ঠিক হইয়া যাইব, ভাল ব্লগিং করতে পারবেন । বাকশালীটা আরো বেশী করতে অসুবিধা হইব না ।
৩৮| ১৬ ই জুলাই, ২০১০ সকাল ৭:৩৪
জানজাবিদ বলেছেন: পারভেজ আলম বলেছেন: এই জাতীয় পোস্ট চরম মাত্রায় অবদমিত যৌন আবেগগ্রস্থ নিঃসঙ্গ লোকজন ছাড়া এত ভাব নিয়া পোস্টানের কথা না।...................
৩৯| ১৬ ই জুলাই, ২০১০ সকাল ৯:০৩
স্টাডি-ইটিই বলেছেন: আমাদের অঞ্চলে সৌন্দর্য অশ্লীল; অসৌন্দর্য শ্লীল। রূপসীর সামান্য নগ্ন বাহু দেখে ওরা হৈ চৈ করে, কিন্তু পথে পথে ভিখিরিনির উলঙ্গ দেহ দেখে একটুও বিচলিত হয় না।
আজকেই পড়লাম প্রবচনটা।
৪০| ১৬ ই জুলাই, ২০১০ সকাল ৯:০৮
বিড়াল বলেছেন: ভাই, আপনি ঠিকই বলেছেন কিন্তু মাইয়াটার ছবি না দিলেও পারতেন.....
৪১| ১৬ ই জুলাই, ২০১০ সকাল ১০:১৯
সাদাচোখ বলেছেন:
সানন্দে মাইনাস।
শাহ জাহান মাহমুদ ছাগুটা এইখানেও লাদাইতাছে?
বিল বোর্ডেও আওয়ামী বাকশালী কর্মকান্ড খুঁজা পাইতাছে। এর তো চিকিৎসা দরকার।
৪২| ১৮ ই জুলাই, ২০১০ রাত ১:৩২
বল্টু মিয়া বলেছেন: কাঙাল মামা বলেছেন: বিডি আইডল বলেছেন: পারভেজ আলম বলেছেন: এই জাতীয় পোস্ট চরম মাত্রায় অবদমিত যৌন আবেগগ্রস্থ নিঃসঙ্গ লোকজন ছাড়া এত ভাব নিয়া পোস্টানের কথা না।
চরমভাবে একমত ++++++
৩২. ১৬ ই জুলাই, ২০১০ রাত ১:৩৬
নিশাচর ছেলে
৪৩| ১৮ ই জুলাই, ২০১০ রাত ১:৩৬
আবদুল্লাহ আল জাফর মালেক বলেছেন: খারাপভাবে উপস্থাপন করে কেমনে?
৪৪| ২৪ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:১৮
©somewhere in net ltd.
১|
১৬ ই জুলাই, ২০১০ রাত ১২:১৩
দূর্যোধনের হাত বলেছেন: পুরান কাসুন্দি