![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নৈরাশ্যবাদী নই, নই অতি আশাবদী। স্বীয় প্রচেষ্টাই কেবল একজনকে প্রতিষ্ঠা এনে দিতে পারে। একথা সত্য যে, প্রচেষ্টার সাথে সহযোগিতা এবং অনুকূল পরিবেশ প্রয়োজন। কারো উপকার করতে সক্ষম না হলেও স্বজ্ঞানে কারো ক্ষতি করো না। তবেই দেখবে, তোমার পাশে পাবে অনেক সহযোগী। মানুষকে ভালবাসতে শেখো, প্রকৃতি ভালবাসতে শেখো; মনে পাবে অফুরন্ত শান্তি...
ফাগুন এলো আবার- রাজকীয় ঢঙে
দেশ উত্তাল; রক্তাপ্লুত রাজপথ
হিংসা-হানাহানি; বিভ্রান্ত মানবতা।
অস্থির সকলে, দিক নির্দেশনার আকাল
পথহারা নাবিক, কম্পাস তার অচল
গতি অবিরত- বাধাহীন।
দখিনা হাওয়া মনে দেয় দোলা
আশা- পথ ফিরে পাবার
তথাপি উদ্রভ্রান্ত- নিজের কাছেই বাঁধা
ভিন্ন রূপে; গতিরোধ করে মননশীলতা।
{১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি লেখা কবিতা;
সময় কেটে গেছে অনেক, পরিস্থিতি বদলায় নি একটুও}
©somewhere in net ltd.