নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্থবির জীবন দীর্ঘ, গতিময় জীবন অতিক্ষুদ্র

To be, or not to be: that is the question---মীন জাতক হিসেবে দুটি দ্বিমুখী মৎসের চিরন্তন দ্বিধান্বিত অবস্থান

মাঘের নীল আকাশ

পৃথিবীর দেয়ালের পরে আঁকাবাঁকা অসংখ্য অক্ষরে একবার লিখিয়াছি অন্তরের কথা — সে সব ব্যর্থতা আলো আর অন্ধকারে গিয়াছে মুছিয়া!

মাঘের নীল আকাশ › বিস্তারিত পোস্টঃ

মোখলেসের প্রথম বিবাহ...!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৬

[দায়মুক্তিঃ এই রচনাটি কঠিন বাস্তব হইতে অনুপ্রাণিত হইয়া লেখা। নাম ব্যতীত সকল চরিত্র বাস্তব। কাহারও সাথে মিলিয়া গেলে ইহা নিতান্তই কাকতালীয় বলিয়া বিবেচনার অনুরোধ রইলো।]



১.

বিগত কয়েকদিন যাবৎ মোখলেস বেশ ফুরফুরে মেজাজেই আছে! তাহার বহুসন্ধানের ফল মিলিয়াছে। সে তাহার বহু প্রতীক্ষিত স্ত্রীর সন্ধান পাইয়াছে। তো, তাহার সহকর্মী শুধাইলো,"ওহে, তোমাকে ইদানীং বেশ হালকা মনে হইতেছে, কাহিনী কি হে?" মোখলেস প্রত্তুত্তরে কহে, "ইয়ে, মানে...উনার সন্ধান পাইয়াছি"। সহকর্মী বুঝিয়া লয়, "তো, তাহার হাইট কত?" মোখলেস কহে "পাঁচ ফুটের কাছাকাছি মনে কয়"। শুনিয়া সহকর্মী কহেন, "তুমি আমার জুনিয়র, ছোট ভাইয়ের মত, প্রথম বিবাহ বলিয়া কথা। তাই বলিতেছি, একখানা প্রবাদ আছে "বাটি (বাইট্টা), শয়তানের লাঠি!" তো একটু বুঝিয়া শুনিয়া অগ্রসর হইয়ো আর কি!"

শুনিয়া মোখলেস দমিয়া যায়। হাজার হোক অভিজ্ঞ জনের কথা!



২.

বিগত কয়েকদিন যাবৎ মোখলেস বেশ ফুরফুরে মেজাজেই আছে। তাহার বহুসন্ধানের ফল মিলিয়াছে। সে তাহার বহু প্রতীক্ষিত স্ত্রীর সন্ধান পাইয়াছে। এইবার তার হাইট ঠিক আছে। কোন সমস্যা হইবে না। এইবার সে আর উক্ত সহকর্মীর সাথে এই লইয়া কোন আলাপে গেল না। বলা তো যায় না, কে কোন উদ্দেশ্য লইয়া কি বলে! তাহার অপর এক সহকর্মী শুধাইলো "ওহে, তোমাকে ইদানীং বেশ হালকা মনে হইতেছে, কাহিনী কি হে?" মোখলেস প্রত্তুত্তরে কহে, "ইয়ে, মানে...উনার সন্ধান পাইয়াছি"। সহকর্মী বুঝিয়া লয়, "তো, তাহারা কয় ভাইবোন?" "আজ্ঞে, তিন ভাইবোন। সে মেঝো জন" মোখলেস কহে। কিঞ্চিৎ ভাবিয়া এইবারের সহকর্মী কহিলো "কি আর বলিব, ভালোই তো মনে হইতেছে, তবে একটা কথা আছে আর কি "মাইজ্জা (মেঝো), খায় দুনিয়া ভাইজ্জা"। তো একটু বুঝিয়া শুনিয়া অগ্রসর হইয়ো আর কি!"

শুনিয়া মোখলেস পুনরায় দমিয়া যায়। হাজার হোক অভিজ্ঞ জনের কথা!



৩.

বিগত কয়েকদিন যাবৎ মোখলেস বেশ ফুরফুরে মেজাজেই আছে। তাহার বহুসন্ধানের ফল মিলিয়াছে। সে তাহার বহু প্রতীক্ষিত স্ত্রীর সন্ধান পাইয়াছে। এইবার তার হাইট ঠিক আছে, মেঝোজনও নহে। আর কোন সমস্যা হইবে না। সে ঠিক করিয়াছে, বিবাহ সংক্রান্ত বিষয়ে দাপ্তরিক সহকর্মীদের সহিত আর কোন প্রকার আলোচনাতেই সে যাইবে না। কাছের একখানা বাল্যবন্ধুকে বলিল "ইয়ে, মানে...উনার সন্ধান পাইয়াছি। খুব শীঘ্রই শুভকর্মটি সাধন করিবো। অবশ্যই থাকিতে হইবে।" বন্ধু কহিল "তো, আমাদের হবু ভাবীর দেশের বাড়ী কোথায়? বিএনসিসি নহে নিশ্চয়?" মোখলেস কহে "আরে না, তোমার কি মাথা নষ্ট নাকি হে। উনার বাড়ী ময়মনসিংহ।" বন্ধু শুনিয়া দম নিয়া কহে "গফরগাঁও নিশ্চয় নহে?" মোখলেস ভ্রু কুঞ্চিত করিয়া কহে "কেন, কোন সমস্যা?" বন্ধু কহে "না না, কোন সমস্যা নহে...তবে শুনিয়া ছিলাম যে, উক্ত অঞ্চলের লোকেরা একটু মাথা গরম হয় আরকি। হাওড় এলাকার তো...একটু বুঝিয়া শুনিয়া অগ্রসর হইয়ো আর কি!" মোখলেসও ভাবিয়া দেখিলো, কথা তো এতবারে ভুল বলে নাই। মেয়েটার সাথে কথা বলার সময় কেমন কেমন যেন লাগিয়াছিল!

মোখলেস পুনরায় দমিয়া যায়। হাজার হোক বাল্যবন্ধুর কথা!



৪.

বিগত কয়েকদিন যাবৎ মোখলেস বেশ ফুরফুরে মেজাজেই আছে। তাহার বহুসন্ধানের ফল মিলিয়াছে। সে তাহার বহু প্রতীক্ষিত স্ত্রীর সন্ধান পাইয়াছে। এইবার তার হাইট ঠিক আছে, মেঝোজনও নহে, গফরগাঁও নহে। আর কোন সমস্যা হইবে না। সে ঠিক করিয়াছে, বিবাহ সংক্রান্ত বিষয়ে দাপ্তরিক সহকর্মীদের কিংবা বন্ধুদের সহিত আর কোন প্রকার আলোচনাতেই যাইবে না। তো কাছের এক আত্মীয়া হবু কনের ছবি দেখিয়া বলিলেন "মেয়ে তো চাপা শ্যামলা হে। তুমি করিতেছ কি? তুমি যেরূপ, স্ত্রীও যদি সেরূপ হয় তবে ভবিষ্যৎ তো অন্ধকার। তোমার মেয়েদের বিবাহ দিতে তোমার নাভিশ্বাস উঠিয়া যাইবে!"

অনাগত অন্ধকার ভবিষ্যতের আশঙ্কায় মোখলেস পুনরায় দমিয়া যায়। আত্মীয়া তার ভাল চায় বলিয়াই হয়তো সাবধান করিয়াছে। মোখলেস মনে মনে আত্মীয়াকে ধন্যবাদ দেয়।



৫.

বিগত কয়েকদিন যাবৎ মোখলেস বেশ ফুরফুরে মেজাজেই আছে। তাহার বহুসন্ধানের ফল মিলিয়াছে। সে তাহার বহু প্রতীক্ষিত স্ত্রীর সন্ধান পাইয়াছে। এইবার তার হাইট ঠিক আছে, মেঝোজনও নহে, গফরগাঁও নহে, চাপা শ্যামলাও নহে। সে পূর্ব নির্ধারিত দিনে কিছু নিকট আত্মীয় নিয়া হবু কনের সহিত কোন এক রেস্টুরেন্টে দেখা করিতে যায়। কনের বাবাও ছিল সাথে। বাবা বেশ ভাব নিয়া কহিল "শুনিলাম, তুমি বঙ্গবন্ধু প্রকৌশল বিষবিদ্যালয়ে পড়িয়াছ...আবার ঢাকগুড়গুড় বিষবিদ্যালয় হইতে এমবিএ করিয়াছ...বেশ বেশ। আমার কন্যাও উত্তরাঞ্চলীয় আর্ন্তজাতিক বিষবিদ্যালয়ে পড়িতেছে"। মোখলেস বিনয়ের সহিত কহে "আজ্ঞে"। "তা তুমি ডিপ্লোমা কোন বিষয়ে করিয়াছ?"। মোখলেস শুনিয়া বিষম খাইয়া যায়।



মোখলেস পুনরায় দমিয়া যায়। ডিপ্লোমা-বিএসসি যেথায় একদর সেথায় কি করিয়া যায়?



৬.

মোখলেসের ফুরফুরে ভাবটা ইদানিং বেশ কমিয়া আসিয়াছে। এমন সময় এক ঘটক খবর দিল "যদি রাজ্য সহ রাজকন্যা পাইতে চান তবে এই দিনে, এই ক্ষণে ওয়েস্ট-টিন এ চলিয়া আসেন"। ঘটক কর্তৃক প্রদত্ত হবু কনের বায়োডাটাখানি পড়িয়া বেশ ভলোই লাগিল মোখলেসের, সুদিন আসিতে বুঝি আর বেশী দেরী নাই। মেয়েও বেশ মায়াময়ী মনে হইলো, সরকারী মেডিকেল হইতে পড়িয়াছে। তবে ওয়েস্ট-টিনএ যাইতে আমজনতা মোখলেস ইতস্তত বোধকরায় পিজার কুটিরে দিন-ক্ষণ ঠিক হইল। কনের ভাই-ভাবী আসিয়া মোখলেসের সাথে আলাপে বেশ প্রসন্ন হইলো। কহিল, আগামীকাল্য কনেকে নিয়া আসিবেন। তো, পরের দিন অফিস হইতে আগেভাগে বাসায় আসিয়া, শেভ করিয়া, ফেসওয়াশ দিয়া মুখ ধুইয়া রেডী হইল। ভাবিল, গতকাল যেহেতু অফিস হইতে গিয়াছিলাম তাই শু, ফরমাল শার্ট-প্যান্ট পরা ছিলাম। আজ যেহেতু বাসা হইতে যাইতেছি, তো ক্যাজুয়ালভাবেই যাই...তারাও আমাকে দুইভাবে দেখিয়া লউক।



তো, সকলকে প্রসন্ন করিয়া বাসায় ফিরিতে না ফিরিতেই ঘটকের ফোন।"আপনি কি স্যান্ডেল পরিয়া গিয়াছিলেন নাকি?" মোখলেস কহে "স্যান্ডেল নহে, স্যান্ডেল শু...আমি দিল্লি হইতে আনিয়া ছিলাম, উটের চামড়া হইতে নির্মিত।" ঘটক বিরক্ত হইয়া কহে "আরে ধুর মশাই, সেটা তো স্যান্ডেলে লেখা ছিল না। কনে পক্ষ বলিয়াছে, যে ছেলে স্যান্ডেল পরিয়া কনে দর্শনে আসে, তাহার নিকট কোনভাবেই মেয়ে দেয়া সমীচিন হইবে না"।



শুনিয়া মোখলেস দীর্ঘশ্বাস ফেলে!



৭.

মোখলেসের ফুরফুরে ভাবটা বেশ কমিয়া আসিয়াছে। এমন সময় এক ঘটক খবর দিল "যদি রাজ্য সহ রাজকন্যা পাইতে চান তবে এই দিনে এই ক্ষণে গুয়েরশানের নাদুস-নুদুস এ চলিয়া আসেন"। ঘটক কর্তৃক প্রদত্ত হবু কনের বায়োডাটাখানি পড়িয়া বেশ ভলোই লাগিল মোখলেসের, সুদিন আসিতে বুঝি আর বেশী দেরী নাই। বঙ্গদেশের বিশিষ্ট শিল্পপতির মেয়ে। মেয়েও বেশ সেইরাম মনে হইল। মেয়ে এবং তার পরিবারের সকলেই আমেরিকান নাগরিক। জিআরই না কোপাইয়াও যে আমেরিকা যাওয়া যায় তা এইবার সকলকে দেখাইয়া দিবে। রাতের সুখস্বপ্নে নিজেকে নিউইয়র্কের টাইমস স্কোয়ারে দেখিতে পাইলো। যথারীতি পূর্বনির্ধারিত দিন-ক্ষনে সে পিতামাতা সহকারে উপস্থিত হইল। এইবার আর আগের ভুল সে করে নাই। অর্ন্তজাল ঘাটিয়া গু-গোল হইতে সেমি ফরমাল ড্রেসকোড জানিয়া নিয়াছে। শু তো পড়িয়াছেই আবার সদ্যক্রয়কৃত একখানা পোলো টিশার্টও ইন করিয়া পড়িয়াছে। নিজেকে দেখিয়া নিজেই বেশ সন্তুষ্ট হইলো। এইবার আর বোকা হওয়া যাইবে না। এইবারও সকলকে প্রসন্ন করিয়া স্ব-গৃহে আসিল মোখলেস।



নাহ্‌...ফিরিতে না ফিরিতেই এইবার ঘটক ফোন দেয় নাই। যাক্‌, বাঁচা গেল। এইবার আর মিস নাই। কিন্তু...ঘটক তো আর ফোনই দেয় না। অবশেষে, মোখলেস নিজেই ফোন দিল। ঘটক বলিল "আপনার টি-শার্টের রং তাহাদের মনঃপুত হয় নাই। নিম্নরুচির কোন ছেলের কাছে তারা তাহদের একমাত্র কন্যা দিতে অপারগতা প্রকাশ করিয়াছে"।



শুনিয়া মোখলেস দীর্ঘশ্বাস ফেলে!



৮.

মোখলেসের ফুরফুরে ভাবটা বেশ কমিয়া আসিয়াছে। কনে দেখার আগ্রহও মৃতপ্রায়। এমন সময় ঘটক একখানা কনের ছবিসহ বায়োডাটা আনিল। তবে এইবারের মেয়েটা তেমন আহামরি কিছু নহে। সে বাসস্থলীর অর্থনীতিবিদ্যায় পড়িয়াছে। পিতাও আবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা। এইবার কনে দেখিতে রওনা দিবার পূর্বে আয়নার সামনে দাঁড়াইয়া বেশ ভালোভাবে নিজেকে পর্যবেক্ষণ করিল। নাহ...পায়ে ঠিকই শু আছে আর পরনে আছে ফুলহাতা অফিসিয়াল শার্ট। আপত্তি করার কোন কারন খুঁজিয়া পাইলো না মোখলেস। যথারীতি পূর্বনির্ধারিত দিন-ক্ষনে যথাস্থানে উপস্থিত হইল। কথাবার্তা বেশ ইতিবাচকভাবেই চলিল। কনেকেও বেশ সাধারণ ও স্বাভাবিক বলিয়া মনে হইলো।



এইবার মোখলেস টানেলের শেষে আলোকবিন্দু দেখিতে পাইলো। মনে মনে ভবিল, মেরা নাম্বার আ গ্যায়া। কিন্তু, দিন যায়, ঘটক আর রা-শব্দ করে না। কি ব্যাপার? ফোনে জানিতে চাহিল মোখলেস। "মেয়ের পাত্রকেই পছন্দ হয় নাই" কহিল ঘটক!



মোখলেস চুপ করিয়া শুনে আর দীর্ঘশ্বাস ফেলে!



৯.

মোখলেসের ফুরফুরে ভাবটা বেশ কমিয়া আসিয়াছে। কনে দেখার আগ্রহও মৃতপ্রায়। এমন সময় ঘটক একখানা কনের ছবিসহ বায়োডাটা আনিল। তা বেশ মনে ধরিল মেয়েটাকে। যেমন স্মার্ট, তেমনই দেখতে। যথারীতি পূর্বনির্ধারিত দিন-ক্ষনে যথাস্থানে উপস্থিত হইল। কথাবার্তা বেশ ইতিবাচকভাবেই চলিল।

দিন যায়, ঘটক আর রা-শব্দ করে না। কি ব্যাপার? ফোনে জানিতে চাহিল মোখলেস। "তাহারা মেয়ের বিবাহ এখন দিবেন না। পরে জানাইবেন।"



মোখলেস চুপ করিয়া শুনে আর দীর্ঘশ্বাস ফেলে!



১০.

মোখলেসের ফুরফুরে ভাবটা বেশ কমিয়া আসিয়াছে। কনে দেখার আগ্রহও মৃতপ্রায়। এমন সময় ঘটক একখানা কনের ছবিসহ বায়োডাটা আনিল। তা বেশ মনে ধরিল মেয়েটাকে। যেমন স্মার্ট, তেমনই দেখতে। নাহ...আবার সেই পূর্বের অভিজ্ঞতা স্মরণ করিয়া আগাইতে সাহস পাইলো না। কহিল "আমার বায়োডাটাখানি উহাদেরকে দিয়া তুরন্ত আমাকে সুসংবাদ দিন। দেখাদেখি পরে হইবে"।



দিন যায়, ঘটক আর রা করে না। কি ব্যাপার? ফোনে জানিতে চাহিল মোখলেস। "আপনার হাইটে প্রবলেম আছে। মেয়ের দীর্ঘাকায় ছেলে পছন্দ"।



শুনিয়া মোখলেস পুনরায় দীর্ঘশ্বাস ফেলে! তার সাড়ে পাঁচ ফুট হাইটের জন্য পিতামাতাকে অভিসম্পাত করিতে থাকে। কেন যে তাহাকে কমপ্ল্যান-বুস্ট না খাওয়াইয়া কেবল ভাত গিলাইয়াছে !?!



১১.

ক্ষণ যায়, দিন যায়...হঠাৎ একদা একখানা মায়াময় তরুনীর বায়োডাটা এক আত্মীয়ার মাধ্যমে মোখলেসের হাতে আসিল। সে ঘোষনা দিল "এই মেয়েকেই সে বিবাহ করিবে, তার পরিচয় যাই হউক না কেন, স্বভাব যেমনই হউক না কেন, পরিবার যেমনই হউক না কেন, দেশ যেথায়ই হউক না কেন"।



কিছুদিন পর আত্মীয়া ফোনে জানাইলো "তোমাকে দেখিয়া মেয়ের জামাই বলিয়া মনে ধরে নাই"।



শুনিয়া মোখলেস পুনরায় দীর্ঘশ্বাস ফেলে এবং মনে মনে মেয়েটাকে একটি কুৎসিত গালি দেয়।



পরিশিষ্টঃ



ইদানীং, বন্ধু-বান্ধবরা ভরা আসরে দেখিলেই বলিয়া ওঠে "ওহে, কবে বিবাহ করিবে? কেবল তেল বেচিয়া গেলেই কি হইবে? নিজের যন্ত্রেও মাঝে মধ্যে তো দিতে হইবে নচেৎ যন্ত্রে তো মরিচা ধরিয়া যাইবে হে!" শুনিয়া মোখলেস দাঁত খিচাইয়া তেড়িয়া যাইতে উদ্যত হয়। পরক্ষণেই নিজেকে সামলাইয়া লয়। বলা তো যায় না এখানেও তার সেই হবু কনে থাকিতে পারে। তাই বহু কষ্টে রাগ সামলাইয়া হাসি মুখে গুনগুন করিয়া গান ধরে "কাভি কাভি মেরে দিল মে খেয়াল আতা হ্যায়...!"

মন্তব্য ৯৭ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৯৭) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪২

অনীনদিতা বলেছেন: আমি ফার্স্ট:)

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪২

মাঘের নীল আকাশ বলেছেন: শুভেচ্ছা! :) ;)

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৩

একজন আরমান বলেছেন:
আমি সেকেন্ড।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০১

মাঘের নীল আকাশ বলেছেন: ফার্স্ট-সেকেন্ড বড় কথা নয়...পড়াটাই বড় কথা ;) :P

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৫

মেহেরুন বলেছেন: আমি কিন্তু সবার আগে পড়েছিলাম :P :P

অনু আর আরমান তোরা কিন্তু পিছেই আছিস B-) B-) B-)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০১

মাঘের নীল আকাশ বলেছেন: তুমি তো আগে পড়বাই :P :P

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৭

একজন আরমান বলেছেন:
আমার মনে হচ্ছে এই মোখলেস চরিত্রটি আপনিই। :)

আপনার অন্য একটি লেখা আমি আগেও পড়েছি। :)

ব্লগে স্বাগতম ভাইয়া।
শুভকামনা নতুন জীবনে এবং ব্লগে। :)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০০

মাঘের নীল আকাশ বলেছেন: আমার অন্য লেখা.... :| :| :| :| :| :|

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৮

একজন আরমান বলেছেন:
@মেহেরুন আপুঃ

আপু তুমি তো সব লেখাই সবার আগে আনরিলিজড পড়বে।তোমার সাথে পাল্লা দিয়ে তো আমরা পারবো না।
হা হা।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০২

মাঘের নীল আকাশ বলেছেন: ঠিক ঠিক! :P :P

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫২

অনীনদিতা বলেছেন: আপু..প্রমান দাও তুমি আগে পড়েছো;) :P :P

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৩

মাঘের নীল আকাশ বলেছেন: কঠিন দাবী! :P :P

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৮

মেহেরুন বলেছেন: মুখের কথার কি কোন দাম নাই, এই তোমাদের বিশ্বাস :(( :(( :(( :((

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৪

মাক্স বলেছেন: ইহা আমি কি পড়িলাম!!!
:P:P:P:P

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০১

মাঘের নীল আকাশ বলেছেন: যাহা পড়িয়াছেন তাহার দায়মুক্তি আগেই করিয়া লওয়া হইআছে ;) ;)

৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৭

একজন আরমান বলেছেন:
@ অনীনদিতা ঃ
প্রমান আপুর প্রো-পিক। :P :P :P

@ আপুঃ
বিশ্বাস করেছি তো। :)

১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৬

মেহেরুন বলেছেন: ঠিক আছে বুঝলাম @আরমান :) :)

১১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৫

চেয়ারম্যান০০৭ বলেছেন: আহ ! কষ্টে বুক ফেটে যায় যায় দশা :( কবে যে কি হবে ?

চরম বাস্তবতাময় লেখা।লিন্কের জন্য মেহেরুন আপুকে সেরাম একটা ধইন্যা :)

লেখাটা খুব ভালো লাগলো,মজার।
পোস্টে ভালোলাগা ।শুভকামনা নিরন্তর।

+

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭

মাঘের নীল আকাশ বলেছেন: কার কি হবে...? যা হবার তা ইতোমধ্যে হয়ে গেছে :#)

১২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৬

শার্লক বলেছেন: ব্যাপুক মজা পাইছি। নিক টাতো বেশ। তবে আমার শরৎ'র আকাশটা খুব পছন্দ। হ্যাপি ব্লগিং।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৩

মাঘের নীল আকাশ বলেছেন: আমার "মাঘের নীল আকাশ" কথাটি পছন্দ :)

১৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫২

মামুন রশিদ বলেছেন: মোখলেস সাহেবের উপর্যুপরি কনে দেখার চাইতে আপনার উপর্যুপরি একটার পর একটা কাহিনী লিখে যাওয়ার ধৈর্য্য দেখে অবাক হয়েছি । :| ;)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৫

মাঘের নীল আকাশ বলেছেন: অবাক করতে পেরে ভাল লাগলো :P

১৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০১

নিয়েল ( হিমু ) বলেছেন: হাসতে হাসতে শেষ । একদম দিল খোলা মজা পাইছি অনেক দিন পর ব্লগে ।
লেখার ধাছটাও পুরাই ভিন্ন এদিক দিয়েও অসাধারন ।
পরিশেষে ব্লগে স্বাগতম এবং নতুন দাম্পত্য জীবনের জন্য শুভকামনা ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৭

মাঘের নীল আকাশ বলেছেন: শুভকামনার জন্য ধন্যবাদ :)

১৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

আমিভূত বলেছেন: মোখলেস সাহেবের যে কনে দেখা শেষ হইয়াছে সেই কথা না বলিয়াই লেখা শেষ করিলেন যে ? X((

মেহেরুন আপু এ লিঙ্ক না দিলে অসাধারণ একটা লেখা মিস করতাম ,থ্যাংকস এ লট :)
হ্যাপি ব্লগিং মোখলেস সাহেব B-)) :P !:#P

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৬

মাঘের নীল আকাশ বলেছেন: বলি হে...মোখলেস কে তো সংসারও করিতে হইবে নাকি ?? :((

১৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৪

মেহেরুন বলেছেন: B-) B-) B-)

১৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৯

িনহাজ রিমন বলেছেন: দারুন লিখেছেন :D :D

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৯

মাঘের নীল আকাশ বলেছেন: আপনিও একখানা দারুণ জিনিষ পড়ে নিলেন ;)

১৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৯

মনিরা সুলতানা বলেছেন: What goes around comes around" =p~ =p~ =p~

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮

মাঘের নীল আকাশ বলেছেন: পৃথিবীটা যে গোল ;)

১৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৩

মোঃ ইবরাহিম আরমান বলেছেন: ইসসিরে..

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩৮

মাঘের নীল আকাশ বলেছেন: ক্যান ভাই?!?

২০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৪

স্বপনবাজ বলেছেন: মাক্স বলেছেন: ইহা আমি কি পড়িলাম!!!
:P:P:P:P

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১০

মাঘের নীল আকাশ বলেছেন: কি পড়িলেন ?

২১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০১

আমি বাঁধনহারা বলেছেন:


দরকার নাই কোন মেয়ে
করব না কখনো বিয়ে!!!
থাকব আমি সারাজীবন একা
আমি তো এখনো কচি খোকা!!!


খুব মজা পেলাম।শুভ কামনা নিরন্তর।
++++++++++

লিঙ্ক দেবার জন্য মেহেরুন আপু কে অসংখ্য ধন্যবাদ।


ভালো থাকবেন
মনে রাখবেন!!!

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩৯

মাঘের নীল আকাশ বলেছেন: ধন্যবাদ! :০

২২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৪

মেহেরুন বলেছেন: তোমার যে লেখাটা আমি আমার ব্লগ এ শেয়ার করেছিলাম আরমান ওইটার কথা বলসে :)

২৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৯

একজন আরমান বলেছেন:
হুম। আপু আপনার একটা লেখা আগেই পোস্ট করে দিয়েছিল।
আচ্ছা আপনার একটা নাম দিলাম আজকে থেকে, "আমাদের ব্লগের দুলাভাই"।
হা হা।
কেমন হবে দুলাভাই বলে ডাকলে বলেন তো?
ভারচুয়ালি খরচের ভয় নেই এই শালার কাছ থেকে, তবে দেখা হলে... :P

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০২

মাঘের নীল আকাশ বলেছেন: তবে বলচি যে, শালাবাবু নিশ্চয় খেয়ে আচবে নয়তো গিয়েই অর্ধেকটা রসগোল্লার পুরোটা খেয়ে নেবে । কাজে কাজেই, দুলোভাইয়ের সাথে দেখা হলে পন্নামটা সেরে নিও কিন্তু!

২৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: =p~ =p~ =p~
বেশ বেশ!!

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৭

মাঘের নীল আকাশ বলেছেন: জ্বি...তা বেশ B-))

২৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫০

কান্ডারি অথর্ব বলেছেন:


=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৮

মাঘের নীল আকাশ বলেছেন: =p~ =p~ =p~ =p~

২৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৮

জাকারিয়া মুবিন বলেছেন: মজাক পাইলাম। :)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৮

মাঘের নীল আকাশ বলেছেন: যাক...মজা দিলাম তাইলে! =p~

২৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৩

মুনসী১৬১২ বলেছেন: আরো ভালো লিখা আসুক যুগল কালিতে

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৯

মাঘের নীল আকাশ বলেছেন: আরও আসবে... :)

২৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪২

মুনসী১৬১২ বলেছেন: প্রত্যাশার পারদ যখন নেমেছিল জমিন পরে
ঘোর অমানিশায় ঢেকেছিল পূবালি আকাশ
অমাবস্যার আঁধারে ঢুবেছিল চারপাশ
ফাগুন বাঁশরী আর গায় না গান চৈতালি সুরে
বিষাদ মাল্লার পালে লুটিয়ে পড়ে সব লিলুয়া ঢেউ


তখন
কোজাগরি পূর্ণিমার আলো হয়ে
ডুবন্ত পানসিতে জোনাক বাসর বাঁধিলো
সেই কাঙ্খিত মন, যার বিমূর্ত চিত্র এঁকেছিল
প্রাগৈতিহাসিক সময় মাধুরী তুলিতে

এবার
যুগল শব্দের এক কালোত্তীর্ণ মহাকাব্য লেখা হবে
জানে ত্রিকাল পুরুষ- বিবর্ধিত বাসনার সিদ্ধিতে

অনাগত কবিতার ছন্দে মুগ্ধ হোক নতুন আলেখ্য

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩৯

মাঘের নীল আকাশ বলেছেন: কঠিন কথা দাদা... :)

২৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৬

নীলপথিক বলেছেন: কি বলবো বুঝতে পারছি না। সবাই সব প্রশংসা করে ফেললো, আমার জন্য আর কোন স্তুতিবাক্য বাকী নেই, এটা পরিষ্কার।

ভালো লাগলো লেখা। পাঠককে শেষ পর্যন্ত টেনে নিয়ে গেছেন চমৎকার ভাবে। এখানকার চপলমতি পাঠকেরা কোন এক রহস্যময় কারণে ১৫০ শব্দের বেশী লেখা হলে পড়ে না। মনে হয় সব ইস্কুলের মাস্টার মশাই।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১০

মাঘের নীল আকাশ বলেছেন: তার মানে, অন্ততঃপক্ষে আপনি স্কুলের মাস্টারমশাই নন =p~

৩০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৬

মেহেরুন বলেছেন: মুনসী১৬১২ বলেছেন: এবার
যুগল শব্দের এক কালোত্তীর্ণ মহাকাব্য লেখা হবে
জানে ত্রিকাল পুরুষ- বিবর্ধিত বাসনার সিদ্ধিতে :#> :#> :#> :#> :#>

৩১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

যুবায়ের বলেছেন: হাসতে হাসতে শেষ । একদম দিল খোলা মজা পাইছি অনেক দিন পর ব্লগে ।
লেখার ধাছটাও পুরাই ভিন্ন এদিক দিয়েও অসাধারন ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৪

মাঘের নীল আকাশ বলেছেন: আপনার হাসিতেই আমার আনন্দ...:)

৩২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

শুকনোপাতা০০৭ বলেছেন: হাহাহা..দারুন :) খুবই হাসি পেলো পড়ে.. হাহাহা

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪১

মাঘের নীল আকাশ বলেছেন: আপনার হাসি দেখে আমিও মজা দেখলাম!

৩৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৪

একজন আরমান বলেছেন:
আপনে এতো কিপ্টা দুলাভাই? :| :| :|

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪০

মাঘের নীল আকাশ বলেছেন: কেন কেন ?!? ;)

৩৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪০

মেহেরুন বলেছেন: থাক আরমান, মন খারাপ করিস না। আমি তো আছি :) :) :)

৩৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৮

একজন আরমান বলেছেন:
উহু...
কিপ্টা দুলাভাইকেই খরচ করতে হবে। আর না হলে কথা নাই।

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪১

মাঘের নীল আকাশ বলেছেন: শালাবাবু কই?!?

৩৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৪

আমি ইহতিব বলেছেন: এইটা কি লিখলেন ভাইয়া? আমাদের ব্যাচেলর ভাই বেরাদাররাতো এই লেখা পড়ে বিয়ের প্রতি নিরুৎসাহিত হয়ে যাবে, জনগণের কল্যানে এখনকার অবস্থা জানিয়ে একটা পোস্ট দেয়ার আর্জি করছি।

পোস্ট এ +++

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩

মাঘের নীল আকাশ বলেছেন: এখনতো ব্লগই খুলে ফেললাম...!

৩৭| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১১:১৪

কালা মনের ধলা মানুষ বলেছেন: সামুকে অসাধারন একজন রম্য লেখক উপহার দেয়ায় মেহেরুন আপুকে ধন্যবাদ।

৩৮| ০৪ ঠা মার্চ, ২০১৩ ভোর ৪:৫৮

অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++++++++++++++++++++++ :)

৩৯| ০৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: এটা কার লেখা দুলাভাইয়ের নাকি দুলা ভাইয়ের স্ত্রীর।

যাইহোক সুখে থাকুন দম্পতি।লেখা ভালো হইছে।

চালাইয়া যান ব্লগিং।

একটা কথা মনে আসলো থাক বলব না।

২০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৬

মাঘের নীল আকাশ বলেছেন: ধন্যবাদ!

৪০| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গল্পচ্ছলে চমৎকার রম্য হইলেও , বিষয়টা বাস্তব ।
অসাধারন লিখেছেন জামাইবাবু । শুভ কামনা রইল ।

২০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩০

মাঘের নীল আকাশ বলেছেন: শুধু বাস্তব না কঠিন বাস্তব

৪১| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৯

ঘুড্ডির পাইলট বলেছেন:
মোখলেস সোন্দরবন বনে গেছিলো হেই ছবি কোই ?

২০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৩

মাঘের নীল আকাশ বলেছেন: সেই ছবি সুন্দরবন এ আছে...

৪২| ১০ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪২

ভুল উচ্ছাস বলেছেন: বিবাহ করিবো নহে, বিবাহং দুরবিসহং জিবনং। :P :P



এই জগতে আমি তো কোনও মাইয়া দেখিই না, যাহা দেখি এইগুলার নাম হইলো ডেঞ্জারাস।

২০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৫

মাঘের নীল আকাশ বলেছেন: বিপদজনক...

৪৩| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৫

ভিয়েনাস বলেছেন: আশা করছি মোখলেসের দিনকাল ভালোই যাইতেছে B-)

২০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৪

মাঘের নীল আকাশ বলেছেন: দেশের অস্থির রাজনৈতিক অবস্থার কারণে একটু অস্থির আছি আর কি...

৪৪| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৫

রঙ তুলি ক্যানভাস বলেছেন: এগারটা!!! সমাপ্তি কি ১২ তেই নাকি আরো বেশি!!! :P
মিস্টার মোখলেস, ডোন্ট বি হোপ্লেস :P

আসতে দেরি করে ফেললাম অনেক,ব্লগে আসাই হয়না,
্তাই দেরি করেই শুভেচ্ছা জানালাম ভাইয়া :)
মজা করে লিখেছেন++

২০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩২

মাঘের নীল আকাশ বলেছেন: ঠিক ঠিক...

৪৫| ২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

রাইসুল সাগর বলেছেন: ভালোলাগা

১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৫

মাঘের নীল আকাশ বলেছেন: ধন্যবাদ :)

৪৬| ১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৮

রুদ্রনীল আর নীলকষ্ট বলেছেন: অনেক দেরিতে পড়া হল জামাই বাবাজী। :P :P অনেক দিন পর ব্লগে এসে প্রথম আপনার লেখাটা পড়ে অনেক অনেক মজা পেলাম। :) :) :) ১৪তম ভালোলাগা।

লিঙ্কের জন্য ছোট-দি তোমাকে সংখ্যাহীন ধইন্যবাদ।

শুভকামনা রইলো দিদি-ভাই তোমাদের জন্য। ভালো থেকো নিরন্তর। :)

১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৬

মাঘের নীল আকাশ বলেছেন: দেরী বিষয় নয়...পড়েছেন সেটাই বিষয়...:)!

৪৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৮

আরজু পনি বলেছেন:

ফেসবুক আর ব্লগ একসাথে চালাতে গিয়ে এতো আগের এই পোস্টে কেমন করে এলাম নিজেই বুঝতে পাচ্ছি না !

তবে এসে ভুল করি নি ।

দারুণ লিখেছেন বটে :D

১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৮

মাঘের নীল আকাশ বলেছেন: ধন্যবাদ :)

৪৮| ১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৪

নীল ভোমরা বলেছেন: উপস্থাপনা মন্দনা!

২১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:০৯

মাঘের নীল আকাশ বলেছেন: ধন্যবাদ!

৪৯| ১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৯

নতুন বলেছেন: লেখায় লেখকের নিজ জীবনের কাহিনর বহিপ্রকাশ দেখিতে পাইতেছি...

২১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১০

মাঘের নীল আকাশ বলেছেন: তবে বেশ বেশ... চা খাইবার দাওয়াত রইলো!

৫০| ১৩ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৫১

অদ্ভুত_আমি বলেছেন: #:-S #:-S #:-S

১৩ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩২

মাঘের নীল আকাশ বলেছেন: হুমমম কি বুঝলেন? ;)

৫১| ১৩ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২৬

ভূতের কেচ্ছা বলেছেন: :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D
অনেকদিন পর মজারু পাইলামমমমমমমমমমমমমমমমমমমমমমম

১৩ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৪

মাঘের নীল আকাশ বলেছেন: যাক আপনার মজাতেই আমার আনন্দ! :P :P

৫২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:০০

নীল আকাশ বলেছেন: "তুমি বঙ্গবন্ধু প্রকৌশল বিষবিদ্যালয়ে পড়িয়াছ. তুমি বঙ্গবন্ধু প্রকৌশল বিষবিদ্যালয়ে পড়িয়াছ। " - দারুন ।
ভাইজান আমারে একখান এই সাটিফিকেট জোগার কোরে দেন না । বহু দিনের খায়েশ ছিল !!!

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৫৪

মাঘের নীল আকাশ বলেছেন: সার্টিফিকেটে কাম হয় নাই ভাই... :(

৫৩| ২৬ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৫

কালীদাস বলেছেন: =p~ =p~ =p~
ওয়েডিং প্ল্যানার হিসাবে বেশ এক্সপেরিয়েন্সড মনে হচ্ছে আপনাকে :)

২৭ শে মার্চ, ২০১৬ সকাল ১১:০৫

মাঘের নীল আকাশ বলেছেন: জীবন থেকে নেয়া অভিজ্ঞতা ... :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.