নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্থবির জীবন দীর্ঘ, গতিময় জীবন অতিক্ষুদ্র

To be, or not to be: that is the question---মীন জাতক হিসেবে দুটি দ্বিমুখী মৎসের চিরন্তন দ্বিধান্বিত অবস্থান

মাঘের নীল আকাশ

পৃথিবীর দেয়ালের পরে আঁকাবাঁকা অসংখ্য অক্ষরে একবার লিখিয়াছি অন্তরের কথা — সে সব ব্যর্থতা আলো আর অন্ধকারে গিয়াছে মুছিয়া!

মাঘের নীল আকাশ › বিস্তারিত পোস্টঃ

কিছু পোড়া দেহ ... জীবনের অর্থহীন সমাপ্তি

২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১৩





একঃ

২০১১ সালের ডিসেম্বরের শেষের দিকে প্রথম আলোতে একটি ছবি দেখলাম; আগুনে পুড়ছে একটি বাস এবং জানালা দিয়ে বের হয় আছে একটি পুড়ে যাওয়া মানুষের জুতো পড়া একজোড়া পা। ছবিটি দেখে কিছুক্ষণের জন্য হলেও চিন্তাশূণ্য হয়ে গিয়েছিলাম। চোখের সামনে ছবির মত ভেসে উঠলো কিছু দৃশ্য। হয়তো খুব সাধারণ দিনের মতই শুরু হয়েছিল তার দিনটি। স্ত্রীর সাথে হয়তো নাস্তার টেবিলে টুকটাক কথাও হয়েছিল। তার সন্তানটি হয়তো তখনও ঘুম থেকে উঠেনি বা উঠেছিল। তার হয়তো কোনও নিরীহ আবদারও ছিল বাবার কাছে। এই সন্তানকে নিয়ে তার নিশ্চই কোন স্বপ্নও ছিল; যা তিনি সবাইকে বলতেন, স্ত্রীর সাথে এ নিয়ে তার খুনসুটি লেগেই থাকতো। স্বভাবিকভাবেই হয়তো তিনি তার সারা দিনের একটি কাজের ছক করেছিলেন। তার নিশ্চই ফিরে আসার কথা ছিল নিজ বাসায়।

কিন্তু, তিনি উঠেছিলেন একটি ভুল বাসে, একটি ভুল সময়ে, যাচ্ছিালেন একটি ভুল জায়গায়। জীবনের সমস্ত স্বপ্ন শেষ হলো পুড়ে অঙ্গার হয়ে যাওয়া পদযুগলে। কোন কারণ নেই, কোন অপরাধও নেই...তারপরও মৃত্যু। মৃত্যুর সময় কি ছিল তার মনে; ক্রোধ, দুঃখ, হতাশা ? আমি ধাবণা করি, ছিল বিষ্ময়! জীবনের এই আচমকা-অর্থহীন সমাপ্তিতে নিশ্চই ছিল বিষ্ময়।



দুইঃ

কিছুদিন আগে দেখলাম হরতালের আগের রাতে বাসে আগুন দেয়ায় পুড়ে মারা গেছেন একজন ব্যাংকের নিরীহ কর্মকর্তা। যেন খুবই সাধারণ, খুবই স্বভাবিক একটি ঘটনা। এমনভাবে পড়ে নিলাম খবরটা। কিন্তু আমার অবচেতন মনে ঠিকই ছাপ ফেলে গেল।

ব্যাংকের চাকরী নিশ্চই মানুষটির কোনকালেই ভালো লাগতো না। এখানে অফিস টাইমের শুরু আছে, শেষ নেই। হয়তো সারাদিনের কাজের চাপ শেষে নিজের বাসায় ফিরে আসছিলেন তিনি। আগামীকালের হরতালে কিভাবে অফিসে আসবেন সেটা নিয়েও হয়তো তার একটা চিন্তা ছিল। ঘরে ফিরে তার একমাত্র ছোট্ট শিশুটিকে কোলে নেবেন, তার আকুতিও ছিল। সকালে হয়তো ভালোভাবে স্বামীকে বিদায় জনানো হয়নি। এ নিয়ে কিছুটা আক্ষেপও স্ত্রীর মনে ছিল। তিনি সিশ্চই স্বামীর জন্য চা-নাস্তা বানিয়ে অপেক্ষায় ছিলেন, আজ সন্ধায় বাসায় এলে স্বামীর পশে বসে কিছুক্ষণ গল্প করবেন। আার ঠিক সেই সময়টাতে ওই মানুষটা পুড়ে ছাই হয়ে যাচ্ছিলেন। স্ত্রীর চুম্বন করা গাল, সন্তানকে কোলে নেবার হাত...সবই কয়লা হচ্ছিল। সাথে সাথে শেষ হয়ে যাচ্ছিল একটি স্বপ্ন, একটি সম্ভাবনা, একটি ভবিষ্যত। ছাই হয়ে বাতাসে উড়ে যাচ্ছিল একটি জীবন। মৃত্যুকালে কি মনে হয়েছিল তার? নিষ্চই প্রিয়তমা স্ত্রীকে দেখতে ইচ্ছা করছিল কিংবা সন্তানটিকে কোলে নেবার তীব্র আকাঙ্খা ছিল। তার সামনে কি ভেসে উঠেছিল তার সমগ্র যাপিত জীবন? তা দেখে নিশ্চই তার আফসোস হবে...কেননা পুরো জীবনটাই তো এখন ছাই হয়ে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকবে।



তিনঃ

মাত্র কিছুদিন আগে হাতিরঝিলে হরতালের আগের রাতে প্রাইভেট কারে পেট্রল বোমা মেরে আগুন ধরিয়ে দেয়া হল। মানুষ ছিল তাতে, না তারা মারা যান নি। বেঁচে গেছেন। খালি রাস্তায় হাতিরঝিলের আলো দেখতে দেখতে নিশ্চই তারা যাচ্ছিলেন। হয়তো বা গানও শুনছিলেন। অথচ, কোন কারণ ছাড়াই তারা ঝলসে গেলেন। একজন আশংকাজনক অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছেন। তারা কেউ কি ভেবেছিলেন এই পরিণতি?



পরিশিষ্টঃ

যখন ছোট ছিলাম তখন এই ধরণের খবর দেখলে বা শুনলে আমার বাবাকে দেখতে পেতাম। ভয় পেতাম, আমার বাবার যদি এই অবস্থা হয়। বাবার জন্য ভয় লাগতো। আজও বাবা আছেন, আমিও আছি, আমার পরিবারও আছে। আজ ভয় হয় নিজের জন্য। আমি তো তাদের মতই একজন, তাদের মতই সাধারণভাবেই শুরু হয় আমার দিন, শেষ হয় আমার রাত। প্রতিটি মূহুর্ত পার করছি...একটি ভুল সময়ে, একটি ভুল জায়গায়, ভুল মানুষ হবার তীব্র আশংকায়।



বেঁচে আছি একটি ভুল দেশে। এই মৃত্যু উপত্যকা আমার দেশ হতে পারে না।

মন্তব্য ৪২ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২৯

কান্ডারি অথর্ব বলেছেন:

:( :( :(

২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪১

মাঘের নীল আকাশ বলেছেন: :( :( :(

২| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৪

নেক্সাস বলেছেন: খুব সুন্দর লিখেছেন

আমরা বিরোধীদলের কাছে হরতাল চাইনা

একিভাবে এমন কোন কর্মকান্ড বা সিদ্ধান্ত সরকারের কাছে চাইনা যাতে বিরোধীদল হরতাল দিতে বাধ্য হয়।

২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৩

মাঘের নীল আকাশ বলেছেন: আমিও আপনার সাথে একমত!

৩| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৬

মামুন রশিদ বলেছেন: বেঁচে আছি একটি ভুল দেশে। এই মৃত্যু উপত্যকা আমার দেশ হতে পারে না।


আপনার অনুভূতি বোধের সাথে সহমত পোষন করি, কিন্তু আপনার হতাশার সাথে অবশ্যই নয় ।

যে আগুনে পুড়ছে আমার দেশ, সেই আদেশগুনে পুড়ে পুড়েই পৃথিবীতে এসেছে সভ্যতা । আপনি ইউরোপের ইতিহাস, আমেরিকার গৃহযুদ্ধ, সমগ্র আরব আর চীন-জাপানের দিকে তাকালে দেখবেন কি ভয়ংকর সব রাজনৈতিক-সামাজিক-ধর্মীয় সংকটের ধংশস্তুপ তারা পেরিয়ে এসেছে দশকের পর দশক, শতকের পর শতক ধরে ।

এই ভূল দেশ, এই মৃত্যু উপত্যকাই আমার স্বদেশ, আমার জন্মভূমি । সব সংকট পেরিয়ে আমরাও একদিন পৌছাবো সভ্যতার স্বর্ণ শিখরে ।

২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৪

মাঘের নীল আকাশ বলেছেন: আমিও আশাবাদী তবে স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তাটুকুও যদি না থাকে তবে হতাশ না হয়ে উপায় থাকে না!

৪| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৫

ইখতামিন বলেছেন:
এই সব মনে হলে মাঝে মাঝে অনেক কষ্ট পাই. :(


পোস্ট ভালো লাগলো.

২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৫

মাঘের নীল আকাশ বলেছেন: কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।

৫| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০১

মেহেরুন বলেছেন: লেখা ভালো হইস:) :-B :-B :-B :-B :-B :-B :-B :-B +++++ আমার ধন্যবাদ লাগবে না =p~ =p~ =p~

৬| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০৩

আমিনুর রহমান বলেছেন:
পোষ্টে ভালো লাগা।



প্রতিটি মূহুর্ত পার করছি...একটি ভুল সময়ে, একটি ভুল জায়গায়, ভুল মানুষ হবার তীব্র আশংকায়

এই সবগুলো ভুলের জন্য কোথাও না কোথাও আমরাই দায়ী।

২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১২

মাঘের নীল আকাশ বলেছেন: আমরা মানুষ দেখে নেতা বানাই না, বানাই মার্কা দেখে...এর চেয়ে বড় অপরাধ আর কি হতে পারে :(

৭| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০৪

শুকনোপাতা০০৭ বলেছেন: দিনে দিনে বেঁচে থাকার নিরাপত্তা একেবারেই শেষ হয়ে যাচ্ছে :(

২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

মাঘের নীল আকাশ বলেছেন: :( ঠিক!

৮| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২০

অনীনদিতা বলেছেন: :(

২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

মাঘের নীল আকাশ বলেছেন: :(

৯| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৭

মাক্স বলেছেন: বেঁচে আছি ভুল দেশ, মৃত্যু উপত্যকায়। খালি একটাই আফসুস মরবার আগেই বারবার মরতে হচ্ছে :(

২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

মাঘের নীল আকাশ বলেছেন: আসলেই আফসোস! :(

১০| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০০

একজন আরমান বলেছেন:
হুম।

গতকাল টিভিতে দেখলাম পিকেটাররা একটি বাড়ির থাই গ্লাস ইটের আধলা মেরে ভেঙ্গে ফেলছে। ওই বাড়ির কি অপরাধ ছিল? বাড়ি কি হেঁটে হেঁটে হরতালে রাস্তায় নেমে এসেছিল নাকি? সে তো তার আপন জায়গাতেই ছিল। তবে এমন কেন হল?
যারা পিকেটিং করে আমি তাদেরও খুব একটা দোষ দিচ্ছি না। যেই দেশের অর্ধেকের বেশি লোক অশিক্ষিত, যেই দেশে আমার মত লাখ লাখ শিক্ষিত যুবকরা বেকার ঘুরে বেড়ায়, তাদের টাকা দিলে তারা কেন পিকেটিং করবে না? টাকা দিলে তারা সবই করতে পারবে। এমনকি খুন ও !

রাজনৈতিক নেতারা তাদের পেট খারাপ হলেই মাউন্ট এলিজাবেথে গিয়ে ভর্তি হন। কিন্তু তারা একবারও ভেবে দেখেন না যে যারা কাজ করে খায়, যারা মুখের কথা দিয়ে আয় করে না, যারা একটু হলেই মাউন্ট এলিজাবেথে গিয়ে ভর্তি হতে পারে না তারা কি করবে? হরতাল দিলে তারা কোথায় যাবে?

হরতালের কারনে গার্মেন্টস শিল্প আজ ধ্বংসের মুখে। অথচ এই গার্মেন্টস শিল্প দিয়েই আমাদের দেশ আজ এতদূর এগিয়েছে। এইসব দিক বিবেচনা করে অন্তত রাজনৈতিক নেতাদের হরতালের ট্রেন্ড থেকে বের হয়ে আসা উচিৎ।

৪২ বছরের পুরনো মদ খেতে হয়তো ভালো লাগতে পারে, কিন্তু ৪২ বছরের পুরনো রাজনীতি আর ভালো লাগে না।

২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১০

মাঘের নীল আকাশ বলেছেন: "৪২ বছরের পুরনো মদ খেতে হয়তো ভালো লাগতে পারে, কিন্তু ৪২ বছরের পুরনো রাজনীতি আর ভালো লাগে না।" একমত :(

১১| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

আমি ইহতিব বলেছেন: হরতালে ধংসযজ্ঞ চালানো এই মানুষগুলোর কর্মকান্ড দেখলে মাঝে মাঝে মনে হয় এরা যেন অন্য কোন গ্রহের প্রানী। অন্যজনের ক্ষতি করে বা অন্য কাউকে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে কারো রাজনৈতিক বা ব্যক্তিগত কি উপকার হতে পারে আমি বুঝিনা। আসলেই এই মৃত্যু উপত্যকা আমার দেশ হতে পারে না।

২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৪

মাঘের নীল আকাশ বলেছেন: আসলেই দুঃখজনক!!

১২| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার লিখা ||

২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৫

মাঘের নীল আকাশ বলেছেন: ধন্যবাদ!

১৩| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

নিয়েল ( হিমু ) বলেছেন: মৃত্যুপুরি কখনো কারো দেশ হতে পারে না । তবে ভুল সময়টা দ্রুত শেষ করার জন্য বিনিদ্র শাহবাগের সৃষ্টি হয়েছে । খুব দ্রুতই আপনার স্বপ্নপুরী ফিড়িয়ে দিতে পারব ভাইয়া :)

২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪৭

মাঘের নীল আকাশ বলেছেন: শুধু আমার ন...সবার।

১৪| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৩

জাকারিয়া মুবিন বলেছেন:
ভুল সময়ে হতে পারে, কিন্তু ভুল দেশে নয়।

শোকের অশ্রু নয়, ক্ষোভে জ্বলন্ত চোখ চাই।

এই ধ্বংসের রাজনীতি আর কতদিন !!

একটি না ভোটের নির্বাচন হোক এবার!

২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪৯

মাঘের নীল আকাশ বলেছেন: "না" ভোট...সে কেবলই এক ধুলা!

১৫| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: valo laglo...valo thakben shobshomoi

২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫০

মাঘের নীল আকাশ বলেছেন: ধন্যবাদ!

১৬| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার লিখেছেন !!!!

২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫০

মাঘের নীল আকাশ বলেছেন: ধন্যবাদ!

১৭| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ৮:০২

তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রনে বলেছেন:

ভালো লিখা ---- ১৭০ জন মানুষ রাষ্ট্র পক্ষ গুলি করে মেরেছে --
তারা ও মানুষ , তাদের ও পরিবার আছে --- সবাই ভালো থাকুক

২১ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৩৯

মাঘের নীল আকাশ বলেছেন: আমরাও চাই...সবাই ভালো থাকুক

১৮| ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৩

একজন আরমান বলেছেন:
ভাইয়া ছোট মুখে একটা বড় কথা বলি-
সবার মন্তব্যের জবাব দেবার চেষ্টা করবেন। প্রাসঙ্গিক না হলেই। কারো মন্তব্য স্কিপ করলে সে মনে মনে কষ্ট পেতে পারে। ভাবতে পারে আমাকে ইগনোর করলো !

কিছু মনে কইরেন না, আমার মনে হল তাই বললাম। :)

১৯| ২১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

আমিভূত বলেছেন: :(
মন খারাপ করা দৃশ্য দেখতে দেখতে সয়ে গেছে সবারই তাই আজকাল আর কেউ এসব নিয়ে মাথা ঘামায় না :(

২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৬

মাঘের নীল আকাশ বলেছেন: আসলেই আমরা আর মাথা ঘামাতে চাই না :(

২০| ২১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

অদ্বিতীয়া আমি বলেছেন: যখন ছোট ছিলাম তখন এই ধরণের খবর দেখলে বা শুনলে আমার বাবাকে দেখতে পেতাম। ভয় পেতাম, আমার বাবার যদি এই অবস্থা হয়। বাবার জন্য ভয় লাগতো



এই ব্যাপারটা সবসময় করি । তারপর স্বস্তি পাই । ভুল সময় ভুল দেশ আমাদের স্বার্থপর করে ফেলছে । নিজে ও প্রিয়জন বেঁচে থাকাই যেন সর্বচ্চো সফলতা ।

২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৭

মাঘের নীল আকাশ বলেছেন: কিন্তু এভাবে আর কতদিন?

২১| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:১৪

স্বপনবাজ বলেছেন: নেক্সাস বলেছেন: খুব সুন্দর লিখেছেন

আমরা বিরোধীদলের কাছে হরতাল চাইনা

একিভাবে এমন কোন কর্মকান্ড বা সিদ্ধান্ত সরকারের কাছে চাইনা যাতে বিরোধীদল হরতাল দিতে বাধ্য হয়।

২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২২

মাঘের নীল আকাশ বলেছেন: একমত!

২২| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৪

এই সব দিন রাত্রি বলেছেন: কবে আমরা মানুষ হব! নাকি মানুষ মাত্রই এমন হয়; হিংস্র, উন্মত্ত, অবিবেচক। আমাদের একজন ত্রাণকর্তা প্রয়োজন, একজন কাণ্ডারি প্রয়োজন, যে দেশকে ভালবাসবে।
যে মানুষগুলো পুড়ে ছাই হল, তাদের পরিবারের অভিশাপে পুড়ে ছাই হোক সব শয়তানের দলবল। মুখ ভর্তি থতু আসছে, লোভী রাজনতিবিদ্গুলোর মুখে যদি ফেলতে পারতাম, শান্তি লাগত!

১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৪

মাঘের নীল আকাশ বলেছেন: সহমত :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.