![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কি অশ্বক্ষুর, উত্তপ্ত সিলিকা\nস্ববক্ষে গড়েছি তাঁবু, যাযাবর, ভীনদেশী কোন নবিক নাবালক।\nমগজে মশলার ঘ্রাণ, ঢাকাই মসলিন...
মৃত গাভীটির হাড়, হাড়ের বাংকার
জলজ শকুন, বায়বীয় কবি আর
মৃত্যুর ঘ্রাণ শুঁকে বেঁচে থাকে
অনাহারী মাছ। রুপোর চোখ...
জলের জহুরী ভেঙে নির্মিত ফোয়ারায়
মাংশাসী কীটের ছবি আঁকা শেষে
পুনরাবির্ভূত ভ্যানগগ গেলেন পতিতা পাড়ায়।
রাষ্ট্র অমান্য করে ওপাড়ায় আঁকা আছে নিজস্ব ক্যানভাস--
"বিশ্বাস করো, আমার যোনির সাথে
মগজের সম্পর্ক শুধুই যন্ত্রণার।
শীৎকারের নয়..."
©somewhere in net ltd.