![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন খুব ছোট, সেই ছোট জীবনকে বয়ে নেয়া অনেক কঠিন। একটা মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন তাকে লড়াই করে বেঁচে থাকতে হয়। এই জীবন যুদ্ধে কেউ জয়ী হয়, কেউবা হেরে যায়।
**আলোর পরশ** এলবামের নাম
আসা যাওয়ার খেলা শুধু
কেঊ এখানে স্থায়ী নয়,
যত বড় হওনা তুমি-
হবে তোমার ‘ল’ই।
আকাশ-বাতাস,সাগর-নদী
তন্ন তন্ন করিয়া আমি খুজি,
কোথায় তোমার মোকাম বল?
কোথায় বসত-কিছু তো না বুঝি ।
তোমারে পাইলে জিজ্ঞাসা করিতাম;
আমারে মারবে তবে বানাইলা কেন!?
এই পৃথিবীতে সহায় সম্পদ
বিলীন হয়ে,হবে ফানা-ফানা।
কেন এত বড়াই তবে-
কেন এত বিভেদ বল-মোনা,
তোমারে পাইলে জিজ্ঞাসা করিতাম
মনের ভীতর তুমি হিংসা দিলা কেন!?
আসা যাওয়ার খেলা শুধু
কেঊ এখানে স্থায়ী নয়,
যত বড় হওনা তুমি-
হবে তোমার ‘ল’ই।।
ডাইনলোড লিংক.......
আসা-যাওয়ার খেলা (গানের ডাউনলোড লিংক)
©somewhere in net ltd.