![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক দিনের শখ এন্ড্রেয়েড চালাব , তাই কিনে ফেললাম একটা । নতুন এন্ড্রেয়েড চালাই । কিন্তু সফটওয়্যার সম্পর্কে ভালো ধারনা নাই । তাছাড়া ব্যাটারির চার্জ এত কম থাকে (আগে জানলে কিনতাম না) । যাই হোক ব্যাটারী ডাবলার, অ্যান্টিভাইরাস,প্লেয়ার, আনইন্সটলার ইত্যাদি ইত্যাদি বেস্ট সফটওয়্যার গুলোর নাম দিয়ে উপকার করবেন প্লিজ ।
আচ্ছা ফ্রি অ্যান্টিভাইরাস ভালো কোনটা হবে এন্ড্রেয়েডের জন্য । জানাবেন প্লিজ ।
©somewhere in net ltd.
১|
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৯
princejohn বলেছেন: আপনার সেটের ব্যাটারীর অ্যাম্পিয়ার কত বললে ভাল হত। চার্জ ভাল থাকার কয়েকটা উপায় আছে যেমন রাতের বেলা উজ্জ্লতা একেবারে কমিয়ে রাখা, ওয়াইফাই, জিপিএস, ব্লুটুথ ও ইন্টানেট সংযোগ বন্ধ করে রাখা। ব্যবহার না করলে আরকি। এছাড়াও আপনার সেটের চার্জ নষ্ট করে এই জাতীয় সফটওয়্যার বন্ধ করে রাখা। এন্টিভাইরাস সবচেয়ে ভাল হবে এভাস্ট। সর্বদা চেষ্টা করবেন সেটে যেন কোন অপ্রয়োজনীয় অ্যাপ ইনস্টল না থাকে। আশা করি ভাল ফল পাবেন যদি উপরের বিষয় গুলো মেনে চলেন।