![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন দেখতে ভালবাসি, দেশ কে নিয়ে নিজেকে নিয়ে..... ছোট বেলা থেকে শুনে আসছি বড় স্বপ্ন না দেখলে জীবনে বড় কিছু হওয়া যায় না.....তাই দেশ কে নিয়ে নিজেকে নিয়ে বড় স্বপ্ন দেখি.... স্বপ্ন দেখি বাংলাদেশ ২০২৫ থেকে ২০৩০ সালের মধ্যে সামাজিক এবং অর্থনৈতিক দিক দিয়ে ইউরপের প্রতিটি দেশ কে ছাড়িয়ে যাবে।
১৯-০৩-২০১৩
----ঘুম থেকে দেরিতে উঠাটা আজকাল অভ্যাসে পরিনত হয়ে গেছে। যত দেরিতেই উঠি না কেন, ঘুম থেকে উঠে অন্য সব কাজ ফেলে পত্রিকা আমাকে পরতেই হবে। পত্রিকার প্রথম পাতাতেই দেখলাম বড় করে একটা গাড়ি পোড়ানোর ছবি। আজকাল এসব ছবি দেখে কেন জানি খুব একটা খারাপ লাগে না। এগুলো কেন যেন সয়ে গেছে। মনে হয় এটাই স্বাভাবিক। আমরা আসলেই অনেক বদলে গেছি। এখন আর হরতাল কে কোনো বিশেষ কর্মসূচী মনে হয় না। সকালে ঘুম থেকে উঠে বাথরুম এ যাওয়ার মতই স্বাভাবিক বেপার মনে হয়।
----প্রধানমন্ত্রী তার গতকালের ভাষনে বলেছেন “আমরা শান্তি চাই”। এটা শুধু তার চাওয়া না দেশের প্রতিটি মানুশের চাওয়া। কিন্তু তিনি তার ভাষনের মধ্যে শুধু বিরধীদলের সমালচনা করেই গেলেন। তিনি প্রধানমন্ত্রী, তিনি চাইলে অনেক কিছুই করতে পারেন। তাই তার কাছে শুধু সমালচনা শুনতে চাই না। দেশ কিভাবে শান্ত হবে, দেশে কিভাবে শান্তি আসবে সেই বেপারে জানতে চাই, শুনতে চাই।
----বিরধীদলীয় নেত্রী বিদেশ ঘুরে এসেছেন। মাথাটা ঠান্ডা করে এসেছেন। এখন তিনি ঠান্ডা মাথায় কর্মসূচী দিচ্চেন। তিনি দেশের সকল অরাজকতার জন্য সরকার কে দায়ী করছেন। বিরিধীদল এর জন্য দায়ী নয় তিনি বলেছেন। আবার তিনিই বলছেন যে, দেশে আরও লাশ পোরবে, আরও প্রানহানী ঘটবে। এখন তিনি অরাজকতা বলতে কি বুঝাতে চাইছেন সেটা তিনি এবং তার দলের নেতারাই ভাল জানেন। তিনি কি তাহলে দেশে পুলিশ এবং সাধারন মানুষ হত্যা করে শান্তি প্রতিষ্ঠা করতে চান ???
----ফখরুল সাহেব অনেক বাকপটু একজন মানুষ। তিনি সরকারের কাছে অনেক কিছু জানতে চান। তিনি বলেছেন সরকার অনেক গোপন চুক্তি করেছে পাশের দেশের সাথে, তিনি সেসব বেপারে জানতে চান। আমরাও দেশের সাধারন মানুষ জানতে চাই সকল চুক্তির বেপারে। আমরা ফখরুল সাহেবের কাছেও জানতে চাই যে, তিনি কখন সরকারের সাথে আলচনায় বসবেন, কখন আমাদের মত সাধারন মানুষদের হরতাল নামক বিষেশ দিবস থেকে মুক্তি দিবেন ।
#শুরুতেই বলেছি আমরা শান্তি চাই, শেষেও বলছি আমরা শান্তি চাই। আমরা শীল আর পাটার ঘষাঘোশীতে লাল মরিচ হতে চাই না।
©somewhere in net ltd.