![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন দেখতে ভালবাসি, দেশ কে নিয়ে নিজেকে নিয়ে..... ছোট বেলা থেকে শুনে আসছি বড় স্বপ্ন না দেখলে জীবনে বড় কিছু হওয়া যায় না.....তাই দেশ কে নিয়ে নিজেকে নিয়ে বড় স্বপ্ন দেখি.... স্বপ্ন দেখি বাংলাদেশ ২০২৫ থেকে ২০৩০ সালের মধ্যে সামাজিক এবং অর্থনৈতিক দিক দিয়ে ইউরপের প্রতিটি দেশ কে ছাড়িয়ে যাবে।
পাল্টাচ্ছে বাংলাদেশ। একসময়ের মঙ্গাপীড়িত এ ভূখণ্ডে এখন মঙ্গা প্রায়-ভুলে যাওয়া এক শব্দ। রোগ-শোক এখনো আছে। কিন্তু এদের সঙ্গে যুদ্ধ করে টিকে থাকার শক্তিটুকু বেড়েছে আগের তুলনায়। অভাব এখনো অনেকের জীবনের নিত্যসঙ্গী। আঁতুড়ঘরে মাকে কাঁদিয়ে শেষ চিৎকার দিয়ে চিরবিদায় নেওয়ার নবজাতক এখনো আসে, কিন্তু তারা সংখ্যায় কমেছে। গজনফর আলী বা রমেশের যে চোখযুগলে থাকত আদিগন্ত হতাশা, সেখানে আজ ছোট থেকে মাঝারি স্বপ্নেরও চাষবাস হয়। জাতি হিসেবে এগিয়ে যাওয়ার জন্য এ স্বপ্নটুকুরও দরকার আছে। কারণ, মানুষ তার স্বপ্নের সমানই বড় হয়। কখনো কখনো অবশ্য স্বপ্নকেও ছাড়িয়ে যায়।
এ কথা সত্য যে আমাদের রেষারেষির রাজনীতির তেমন কোনো পরিবর্তন হয়নি, বদলায়নি আমাদের দুর্নীতিগ্রস্ত প্রশাসন এবং নেতৃত্ব। আমরা এখনো অবমুক্ত হতে পারিনি প্রাকৃতিক সম্পদের অপ্রতুলতা থেকে। তার পরও সামনে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বাড়ছে মানুষের অন্তর্গত শক্তি। এ শক্তির ঔজ্জ্বল্য খালি চোখে দেখা যায় না, বোঝা যায় তার অর্জনে। এ কথা একটি জাতির জন্যও সত্য। গত দশকসমূহে অর্থনীতির বেশ কিছু মোটা দাগের অর্জন জাতি হিসেবে আমাদের ক্রমেই বিকাশমান শক্তিরই ইঙ্গিত দিচ্ছে।
****সত্যিকার অর্থে যদি আমরা প্রবৃদ্ধির চাকা ছয়ের ঘর থেকে আটের ঘরে নিয়ে যেতে চাই, তাহলে আরও অনেক কিছুর সঙ্গে সবার আগে দরকার স্বল্প খরচে বিদ্যুৎ উৎপাদনের জন্য পর্যাপ্ত বিনিয়োগ। আর তা হতে হবে এখনই।
#আবুল বাসার: গবেষক, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান, সাবেক অর্থনীতিবিদ,বিশ্বব্যাংক। ( prothom alo )
©somewhere in net ltd.