![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন দেখতে ভালবাসি, দেশ কে নিয়ে নিজেকে নিয়ে..... ছোট বেলা থেকে শুনে আসছি বড় স্বপ্ন না দেখলে জীবনে বড় কিছু হওয়া যায় না.....তাই দেশ কে নিয়ে নিজেকে নিয়ে বড় স্বপ্ন দেখি.... স্বপ্ন দেখি বাংলাদেশ ২০২৫ থেকে ২০৩০ সালের মধ্যে সামাজিক এবং অর্থনৈতিক দিক দিয়ে ইউরপের প্রতিটি দেশ কে ছাড়িয়ে যাবে।
বছরের প্রথম দিনটা বাংলাদেশের ভালো গেছে। হরতাল ছিল না। বোমা-ককটেল-টিয়ারগ্যাস-গুলি ছিল না। সরকারি দল বিরোধী দলে সংঘাত ছিল না। দুই নেত্রী দুজনকে শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন।
আমাদের আগামী বছরটা যেন ভালো যায়। সারাটা বছর হোক আমাদের পয়লা বৈশাখের মতো, হরতালবিহীন, রাজনৈতিক হানাহানিবিহীন।
আচ্ছা, প্রধানমন্ত্রীর শুভেচ্ছাপত্রে কী লেখা ছিল, নিশ্চয়ই লেখা ছিল শুভ নববর্ষ ১৪২০। তার মানে, প্রধানমন্ত্রী চেয়েছেন বিরোধীদলীয় নেত্রীর সারাটা বছর ভালো যাক। আর বিরোধীদলীয় নেত্রীর শুভেচ্ছা কার্ডে কী লেখা ছিল? নিশ্চয়ই শুভ নববর্ষ ১৪২০। তার মানে, বিরোধীদলীয় নেত্রী চেয়েছেন সরকারদলীয় নেত্রীর সারাটা বছর ভালো কাটুক।
হে আল্লাহ, এই দুই নেত্রীর এই কামনা পূরণ করুন।
তাঁদের দুজনেরই সারাটা বছর ভালো কাটুক।
আর আমাদের সবার সারাটা বছর হোক শান্তিপূর্ণ, নির্বিঘ্ন, নিরাপদ।
©somewhere in net ltd.