নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নোবেল হোসেন সাজিদ।

স্বপ্ন দেখতে ভালবাসি, দেশ কে নিয়ে নিজেকে নিয়ে..... ছোট বেলা থেকে শুনে আসছি বড় স্বপ্ন না দেখলে জীবনে বড় কিছু হওয়া যায় না.....তাই দেশ কে নিয়ে নিজেকে নিয়ে বড় স্বপ্ন দেখি.... স্বপ্ন দেখি বাংলাদেশ ২০২৫ থেকে ২০৩০ সালের মধ্যে সামাজিক এবং অর্থনৈতিক দিক দিয়ে ইউরপের প্রতিটি দেশ কে ছাড়িয়ে যাবে।

নোবেল হোসেন সাজিদ। › বিস্তারিত পোস্টঃ

বর্তমান অবস্থা – পুরাতন স্বপ্ন – নতুন আশা

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪২

শাহবাগ দাড়িয়ে আছি একটা বাস আসল উঠে পরলাম। উঠার পরই মনে পরলো এটা তো বিহঙ্গ বাস। যে বাসে নিয়মিত আগুন ধরে।আজ বিহঙ্গ বাসে আসার সময় মানুষের মাঝে কিছুটা আতংক দেখতে পেলেও বেশিরভাগ বিষয়ই ছিল স্বাভাবিক।হঠাৎ মানুষের এমন স্বাভাবিক অবস্থা এবং যানজট দেখে সৃতির অতল গহবরে হারিয়ে গেলাম।

একটা সময় আমাদের এই শহরে ছিল প্রচন্ড যানজট ।বাসের মধ্যে গুতগুতি, একজনের পায়ের উপর একজনের পা দিয়ে মাড়িয়ে বারটা বাজিয়ে ঝগরা করা, মেয়েদের জুতার হিলের চাপ খেয়েও মেজাজ গরম না করে সুন্দর ভাবে বলা “পা টা আকটূ সরাবেন’ …… ইডেন এবং সিটি কলেজ এর সামনে দিয়ে আসার সময় তাদের চাপাচাপিতে ঠিকমত বসতে এবং দারাতে না পারা। ইচ্ছে করে ধাক্কা খেয়ে ঝগড়া করা্র নজির ও ছিল অহরহ  ……..

এখন আর এমন দেখা যায় না দিনের বেলা বাসে। সন্ধায় কিছুটা হয়। সারদিন বাস গুল শহরের এই প্রান্ত থেকে ওই প্রান্ত ছুটে বেড়ায় খালি সিট আর হাহাকার নিয়ে। আজকের অবস্থা কিছুটা ভিন্ন ছিল। বাস কিছুটা ফাকা থাকলে ও রাস্তায় গাড়ি ছিল অনেক । যানজট ছিল কিছুটা ।এই দৃশ্য প্রতিদিন দেখতে চাই। বিরক্তিকর যানজট বিরক্তিকর বাসের ধাক্কাধাক্কি আবার দেখতে চাই। পত্রিকা খুলে যেন আর পোড়া মানুষের ছবি দেখতে না হয়।

আগের শহর টা বিরক্তিকর হলেও ছিল না এখনকার মত আতংক । কল্পনায় ছেদ পরল বাসের হেল্পারের চিল্লানিতে মিরপুর ১০।কল্পনা থেকে বাস্তবে ফিরে আসলাম । নেমে পরলাম।

ফুটবল খেলায় দুই দল যেমন এক টা বল নিয়ে কাড়াকাড়ি করে, সব শক্তি প্রয়োগ করে এক টা বলের উপর ঠিক তেমনই আমাদের রাজনৈ্তিক দল গুল তাদের সব শক্তি প্রয়োগ করছে আমাদের নিরীহ জনগনের উপর। শুধুমাত্র তাদের ক্ষমতা ধরে রাখার জন্য এবং ক্ষমতায় যাবার জন্য। কোনোভাবে ই মানুষরের উপকারের জন্য নয়। তবে আমাদের দেশের এবং এই শহরের মানুষ প্রচন্ড রকমের আশাবাদি। অচিরেই শেষ হবে এইসব । মানুষ আতংক মুক্ত হবে । মনে শান্তি নিয়ে ছুটে বেড়াবে।যানজটে ভরপুর রাস্তা এবং মানুষের গিজগিজ করা বাস ও থাকবে, থাকবে বাসের ভিতর ধাক্কাধাক্কি ও  ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫০

দূষ্ট বালক বলেছেন: বিহঙ্গ বাসে চড়ে সহি সালামতে ব্লগে বসেছেন, এ জন্য শুকরিয়া আদায় করুন

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৮

সাজিদ ঢাকা বলেছেন: আপানাকে চিমটি দিতে এলাম :P :P

১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৩

নোবেল হোসেন সাজিদ। বলেছেন: তাহলে দেরি করছেন কেন ? দিয়ে দিন :) :) :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.