নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নোবেল হোসেন সাজিদ।

স্বপ্ন দেখতে ভালবাসি, দেশ কে নিয়ে নিজেকে নিয়ে..... ছোট বেলা থেকে শুনে আসছি বড় স্বপ্ন না দেখলে জীবনে বড় কিছু হওয়া যায় না.....তাই দেশ কে নিয়ে নিজেকে নিয়ে বড় স্বপ্ন দেখি.... স্বপ্ন দেখি বাংলাদেশ ২০২৫ থেকে ২০৩০ সালের মধ্যে সামাজিক এবং অর্থনৈতিক দিক দিয়ে ইউরপের প্রতিটি দেশ কে ছাড়িয়ে যাবে।

নোবেল হোসেন সাজিদ। › বিস্তারিত পোস্টঃ

বিজয় দিবস, বিস্কুট দৌড়, স্বজনপ্রীতি এবং হিন্দি গান।

১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২২

১। একটু দেরিতে হলে ও সবাই কে মহান বিজয় দিবসের শুভেছা । গতকোরবানের ঈদের পরে মনে আজকের দিনে ই মানুষ সবচেয়ে বেশি সস্তি নিয়ে বের হয়েছে ঘর থেকে । ঢাকা শহরে অলিতে গলিতে রাস্তা ঘাটে গিজগিজ করা মানুষ দেখলে ই তা বোঝা যায়। মানুষের মনের আনন্দ এবং সস্তি দেখে ভাল লাগলো।

যদিও আগামিকাল থেকে ই আবার শুরু হতে পারে তান্ডব। জনগন তান্ডব চায় না, চায় শান্তি ।

আপষহীন নেত্রী এবং ইস্পাত কঠিন নেত্রীর মধ্যে সমঝতা ই মানুষ চায় ।

২। যাদের কারনে আমাদের বিজয় দিবস পালনের সুযোগ হল আমাদের উচিত তাদের কে বেশি করে শুভেছা জানানো। আমাদের দেশে এমন ও অনেক মুক্তিযোদ্ধা আছেন যাদের দিনে এনে দিনে খেতে হয় অবস্থা। আমাদের উচিত তাদের পাশে এসে দাড়নো ।

৩। সকাল বেলা ঘুম থেকে উঠেই গেলাম বন্ধুর বাসার দিকে। মিরপুর ২, জি ব্লক । অনেকদিন ই ছিলাম এখানে। তো এখানে আসে দেখলাম এলাকার তরুন রা বাচ্চাদের জন্য আয়জন করেছে বিস্কুট দৌড় সহ নানা খেলার আয়োজন। তো আসব খেলা দেখে নিজের ছোটো বেলার কথা মনে পড়ে গেল । আমিও যে এমন করে অনেক খেলায় অংশ নিয়েছিলাম । এখন চাইলে ও এটা সম্ভব নয়। সময় মানুশ কে অনেক বদলে দেয়। তাই মন চাইলে ই সব করতে নেয়।

তবে এক্ টা বিষয় দেখে চোখ ২ টা আটকে গেলো। “স্বজনপ্রীতি” বাচ্চাদের খেলায় ও স্বজনপ্রীতি দেখে মন টা অনেক খারাপ হয়ে গেল। বাচ্চাদের ছোটো বেলা থেকে ই যদি দূর্নীতি শিখানো হয় তাহলে এই বাচ্চা রা ই দেশ কে বারবার দূর্নীতিতে প্রথম স্থান আনে দিবে বড়ো হয়ে।

৪।সিটি ক্লাব আর সামনে দারিয়ে আছি । খেলা দেখে ভিতরে ঢুকলাম। মহান বিজয় দিবস উপলক্ষে চলা খেলার মাঠে চলছে হিন্দি গান !!!!!!! অনেকে আবার গলা ফাটিয়ে সেই গানের সাথে সাথে নিজে ও গাইছে। অবস্থা দেখে পুরা ই টাস্কি খেয়ে গেলাম । পরে এক মুরব্বির কথায় বাংলা গান চালু হল।

*** মহান বিজয় দিবসে ও যদি আমারা এই ভুল গুলো করি তাহলে কিভাবে আমরা আমাদের দেশের মুখ উজ্জ্বল করব ?

আশা করি আমরা আমাদের ভুল গুলো শুধরিয়ে আর ও বেশি সচেতন হব।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৪

পাঠক১৯৭১ বলেছেন: "আপষহীন নেত্রী এবং ইস্পাত কঠিন নেত্রীর মধ্যে সমঝতা ই মানুষ চায় । "

শুধু ইডিয়টরা ওদের সমঝোতা চায়, ওকে ডামী!

২| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৬

পাঠক১৯৭১ বলেছেন: "অনেকে আবার গলা ফাটিয়ে সেই গানের সাথে সাথে নিজে ও গাইছে। "

বর্তমান জেনারেশনের বেশীর ভাগ মানুষই ইডিয়ট

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.